![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
যাদের টাকায় চলছে এদেশ
চলছে সবার চাকরি
গর্দভেরাই তাদের পিছে
কটুক্তিতে আর কী!
সরকারি সব শিক্ষালয়ে
পড়াশোনা শেষ করে
সরকারেরই আমলা হলে
লাখটাকা ফের ঘুষ ভরে।
সরকারী যে এত খরচ
দিচ্ছে কারা নিচ্ছে কে?
মাস শেষে তোর মাইনেগুলো
কে দেবে তা ভেবে নে?
প্রবাসীদের চেনে মানুষ
কে ভালো কে অরি
পুলিশ তোমার বচন শুনে
লাজে আমি মরি !
২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: "প্রবাসীদের সাথে বিয়ের পিঁড়িতে বসা যাবে না।" আপনি কী মনে করেন যে, এই কথার সমর্থন করা উচিত?
২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩২
নজসু বলেছেন:
হাফেজ ভাই একদম ঠিক বলেছেন।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৩
রাজীব নুর বলেছেন: সত্য টা বুঝতে হবে। আবেগ দূরে রাখতে হবে।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৩
অস্বাধীন নাগরিক বলেছেন: বেশ আবেগ ময়ী কবিতা ।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৪৯
কাওসার চৌধুরী বলেছেন:
আসলে আমাদের সমাজে পারস্পরিক সম্মানবোধটা কমে গেছে। এজন্য এমনটা হচ্ছে। পুলিশকে কথা বলার সময় আরো সতর্ক হওয়া প্রয়োজন। এই পোষাকের মর্যাদা রাখতে হবে।