![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
Click This Link
উপরের লিংক'এ এইমাত্র প্রথম আলোর অনলাইনে দেখতে পেলাম যে somewhere in blog বন্ধ করে দেওয়া হয়েছে। সংবাদটি দেখা মাত্রই আমার কলিজাটা যেন খানখান হয়ে গেল। আমিতো প্রবাস থেকে ব্লগিং করছি। দেশ এখন ব্লগিং করা যাচ্ছে কিনা বা সামু ওপেন হচ্ছেকিনা বিষয়টি আমি নিশ্চিত না। একজন নিরাপদ ব্লগার হিসেবে আমি বলতে চাই যে somewhere in blog বন্ধ করা হবে সরকারের শতভাগ ভুল সিদ্ধান্ত। এ ব্লগ কখনোই জাতীয় স্বার্থের পরিপন্থী নয়, বরং
পরিপূরক। কোনো ব্লগার যদি জাতীর স্বার্থের পরিপন্থী কোনো অপরাধ করে থাকে এবং তা প্রমানিত হয় তবে অপরাধীর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া যেতে পারে কিন্তু সামুর বিরুদ্ধ নয়। কারণ, এ সামু দেশের কথা বলে, ভাষা ও সংস্কৃতির কথা বলে, গণমানুষের কথা বলে। এ ব্লগ আমাদের প্রাণ। প্রাণহীন বেঁচে থাকা যায় না। আমাদের নিষ্পাপ ভালোবাসায়, নিষ্পাপ কলিজায় যেন কেউ আঘাত না করে। আমাদের প্রিয় স্বাধীনতা, প্রিয় বাংলা ভাষা ও স্বদেশের পক্ষে এ কলম চলতে দিন। আশাকরি আমাদের প্রাণ প্রিয় সামুর বিরুদ্ধে কোনো অন্যায় ও ভুল সিদ্ধান্ত নেবেন না। সবার শুভ বুদ্ধির উদয় হোক। বেঁচে থাক প্রাণের বাংলা, বেঁচে থাক প্রাণের সামু, বেঁচে থাক আমাদের স্বপ্ন ও বাক স্বাধীনতা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২০
কবি হাফেজ আহমেদ বলেছেন: বিশ্বাসের মর্যাদা কী সবাই রাখতে জানে? সামুর পক্ষ হতে কি এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনায় কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে?
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: সামু তো বন্ধ হয় নাই।
এই যে আমি সামুতে।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সামু আছে, সামু থাকবে তার আপন গৌরবে।
তবে যে সমস্যা সৃষ্টি করেছে তার জন্য তাদের প্রতি ঘৃণা শুধু, ঘৃণা ভরা ধিক্কার জব্বার নামের অকেজো মন্ত্রীর প্রতি
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩২
জুন বলেছেন: সকল প্রতিকুলতাকে ঠেলে দূরে সরিয়ে নিবে আমাদের বাঁধ ভাঙ্গার জোয়ার এই প্রত্যাশায় ।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪২
সুমন কর বলেছেন: আশা করি, সামু বন্ধ হবে না।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: @ রাজীব নুর বিটিআরস থেকে পর্ণ এবং জুয়ার সাইট বন্ধ করার যে লিষ্ট সব আইএসিপেক দেয়া হয়েছে তাতে দু:খজনক ভাবে ২ নাম্বারে আছে সামু!!!!!!!!!!!!!
অনেক নীচে বা শেষে থাকলে বুঝতাম ভুলে বা কম্পিউটার প্রোগ্রাম ভুলে নাম সিলেক্ট করেছে!
কোন কোন আইএসপি হয়তো সামু বন্ধ করে নাই। কিন্তু বেশীরভাগই সাইট ব্লক করে রেখেছে।
আমরা কেউ ভিপিএন কেউ টর দিয়ে জরুরী প্রবেশ করছি।
দু:খজনক অনাকাংখিত এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩১
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার সময় সামু বন্ধ হতে পারে? বিশ্বাস হচ্ছে না।