![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
চাটুকারে ভরে গেছে
আমার এ দেশটা
খেলাধুলা লেখালেখি
সবখানে রেশ'টা।
কাজে জিরো সাজে হিরো
চাটুকারি বেষ্ট'টা
প্যান্ট খুলে পড়ে যায
থামেনা যে চেষ্টা।
বসে আছে দেখে নেবে
দুনিয়ার শেষ'টা
খোলা চোখে দেখেনি সে
আপনার ফেস'টা।
২| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩১
কবি হাফেজ আহমেদ বলেছেন: যিনি চাটুকারি করেন তিনি বুঝে শুনে করেন। স্বার্থ হাসিল হলে শুধু হারিকেনের আলো দিয়ে নয় বরং সূর্যের আলোতেও তাঁকে আর খুঁজে পাওয়া যায়না। আর যার সাথে করা হয় তিনি কখনো কখনো বুঝতে পারে আবার কাখনো কখনো পারে না।
দাদা ব্লগ ব্যবহার করতে মাঝে মাঝে সমস্যা ফেস করছি। এই যে আমার এই পোষ্টের বানান ভুল সংশোধনের জন্য এডিট করতে পারছিনা।
চাটুকারে ভরে গেছে
আমার এ দেশ'টা
খেলাধুলা লেখালেখি
সবখানে লেশ'টা।
কাজে জিরো সাজে হিরো
চাটুকারি বেস্ট'টা
প্যান্ট খুলে পড়ে যায়
থামেনা যে চেষ্টা।
বসে আছে দেখে নেবে
দুনিয়ায় শেষ'টা
খোলা চোখে দেখেনি সে
আয়নাতে ফেস'টা।
এই হলো আমার লেখাটির পূর্ণরূপ।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: দাদা প্রতিউত্তর করার অপশনটি কাজ করছে না। তাই মন্তব্যের প্রতি উত্তর সঠিকভাবে দেয়া যাচ্ছে না বলে দুঃখিত। আশাকরি আবার ঠিক হয়ে যাবে। আমি মাঝে মাঝেই এই সমস্যাগুলো ফেস করি।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:৩৩
জগতারন বলেছেন:
কবিতা ভালো পাইলাম।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:৩৩
জগতারন বলেছেন:
কবিতা ভালো পাইলাম।
৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: চাটুকারকে দোষ দিয়ে লাভ নেই।
একজন চাটুকার নিজের পরিবারকে ভালো রাখার জন্য চাটুকার হয়।
৭| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: সুখপাঠ্য ছড়া।
ভালো লেগেছে
চাটুকার পা চাটে
তেলবাজ মারে তেল
যোগ্যতা কেঁদে মরে
সত্যের নাই বে'ল!
৮| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৬
এম ডি মুসা বলেছেন: বাহ !! অনেক ভালো লাগছে কবি।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১২
চাঁদগাজী বলেছেন:
ছড়া ভালো হয়েছে; বাংগালীরা ভদ্রতা ও চাটুকারিতার পার্থক্য বুঝেন?