![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
ধর্ম নিয়ে হচ্ছে কেন এত বাড়াবাড়ি?
শোধের কাড়াকাড়ি
হানাহানি মারামারির নেই তো ছাড়াছাড়ি।
সুখের ঘরে দুঃখের আগুন করছে গড়াগড়ি
পাপের নড়ানড়ি
বিকবিদিকে হচ্ছে শুধু গুজব ছড়াছড়ি।
তোমার ধর্ম তুমি মানো আমার ধর্ম আমি
নয়তো কানাকানি
ধর্ম নিয়ে হয়না যেনো কোনো হানাহানি।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: এখন ধর্মের মাঝে, মানবতা নাই
তাই শুধু কারাকারি- হারাহারি-
হানাহানি- মারামাড়ি রক্ত শুধু লাল--------
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬
জাহিদ হাসান বলেছেন: আমার লেখাটিও পড়বেন আশা করি-
তোমরা ধর্ম নিয়ে বাড়া্বাড়ি করো না
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৮
জাহিদ হাসান বলেছেন: সহমত। আমিও ধর্ম নিয়ে বাড়াবাড়ি পছন্দ করি না।