নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

এমন কবিতা বিশ্বে এবং বাংলা সাহিত্যে প্রথম

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৪

দেবি রঙের বিদে
হাফেজ আহমেদ

দেখো বিরহে সড় সহে রবি খোদে
নিদে কাঁদেনি
শান্ত মনের থৈ থৈ রনে মন্তশা
নিজে বাজেনি।

সেতু রথে পঞ্চ পথের তুসে
দেই ধসানো সাধ ইদে
কেউ ছেদে কেঁদেছে উকে
দেবি রঙে ঢঙের বিদে।

সাধ কেনা এ লঞ্চ অঞ্চল এ নাকে ধসা
রীত তন্দ্রিত তরী
দিচ্ছে বিক্ষেপ ঐ পক্ষে বিচ্ছেদি
রিম বসতি সব মরি।

কেডা শনি ঊহ্য ঊনিশ ডাকে
নমাশে কষ্টি দৃঢ় দৃষ্টি কশে মান
মেঘে থক ঋকথ ঘেমে
নবাংশ সংহত হংস শং বান

ভালো না আঠা মাখা মাঠা আনা লোভা
টাকা নব যৌবন কাটা
না দেখে লিপ্সা ঈর্ষা ঈপ্সা লিখে দে না
টান বোঝা বোনটা

কলি কূপ ঔপকূলিক
রাজি সৎ বয়া বৎস জিরা
কফি ও তঃ তওফিক
রাগি রাগি কণ্টক গিরা গিরা।

প্রতিটি চরণ ডান দিক হতে পড়ে গেলে যেমন হবে ঠিক বামদিক হতে ডানদিকে পড়ে আসলেও তেমনই হবে।
একটি ভাষার সবগুলো বর্ণমালা (বাংলা ভাষার ৫০ টি বর্ণমালার সবগুলো) ব্যবহার করা হয়েছে।
একটি ভাষার সবগুলো চিহ্ন ও যতিচিহ্নের ব্যবহার করা হয়েছে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৫

রাজীব নুর বলেছেন: ভেরি গুড আইডিয়া।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আন্তরিক ভালোবাসা রইলো হে প্রিয়জন

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি কবিতা।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে দারুণভাবে অনুপ্রাণিত হলাম। অন্তহীন ভালোবাসা রইলো প্রিয়জন❤

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৮

নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর উপস্থাপন, শুভ কামনা অহর্নিশি।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার প্রেরণাদায়ক মন্তব্য আমাকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করেছে আন্তরিক ভালোবাসা ও শুভকামনা রইলো প্রিয়জন

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০১

নিভৃতা বলেছেন: সবই তো বুঝলাম। কিন্তু কিছুই বুঝলাম না। শব্দগুলো আমার জন্য দুর্ভেদ্য। :(

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: অবিধানে শব্দগুলো রয়েছে। বইতে শব্দের অর্থসহ বিস্তারিত ব্যাখ্যা পাবেন। পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ভালোবাসা ও শুভ কামনা রইলো প্রিয়জন ।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে ফেইসবুকে পাওয়া যাবে?

আজ প্রথম কাউকে পেলাম যার সাথে গপসপ করলে লাভ না হলেও ক্ষতি হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.