নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বাংলা সাহিত্যের প্রথম উপর নিচ প্যালিন্ড্রোম গল্প।

২৫ শে মে, ২০২০ বিকাল ৫:৪৪

আমাদের গল্প সল্প
হাফেজ আহমেদ

____চল তেপে, গল্প সল্প গপেতে লচ।

_____ না, দেবা থাক, বসতো যাবো না শুনবো কথা।

_____ বিপাসা বলেছে তোরাতো মাটির কণাও না।

_____নাছের! তাই নাকি দাদা?

_____হ্যা। হুবহু।

_____ কহুক। বলব'তো, ও মনার ভাই বোন।

_____শুনবোতো সব কথা, হুবহু বলবি। তোর তানে যে সেবা লোভা।

_____হ্যা, নতুন নতুন লোভাতে সবাই বস।

____হা হা হা, ওয়াও মালিনী!

_____দেখো সেহা, যে সেবা লোভায় মা আসে। তা সে ঘরোয়া মানে, প্রাণে টেনে আনে টানে। তায় পায়ে পায়ে পাড়ি। পা যে নেবা বানে শনশনে তার বাঁচেনা। সে আর আসেনা। কিসে মানা করে কর্ম? কমে না লকার। কে কার পথে রথে পত্রপুষ্প শন শান গায়? গান গা,

____ ওকে, ওয়াও!

ঝিরিঝিরি ঝি
ঝিরিঝিরি ঝিলিক সরে
যা তার দাউ নে
মন আলো জ্বালো আনমনে
উদারতা যারে
সকলি ঝিরিঝিরি ঝি
ঝিরিঝিরি ঝি

____ওয়াও

কে'ও গান গায়? গান শান শষ্প পুত্র পথে রথে। পর কাকের কাল নামে। কর্ম করে কণা মাসে কি নাসে আর আসে নাচে। বারতা নে শনশনে বা বানে। যে পাড়ি পায়ে পায়ে পায়। তানে টানে আনে টেনে প্রাণে মায়া রোগ। সে তাসে আমায় ভালোবাসে যে। হাসে খোদে নীলিমা।

_____ ওয়াও! হা হা হা। সবই বাসতে ভালো নতুন নতুন।

_____হ্যা ভালোবাসে যেনে তারতো বিল বহু বহু। থাক, বসতো বোন শুনবো।

____ইভার নামও'তো বলব।

_____কহুক হুবহু

_____হ্যা দাদা, কি নাই তার চেনা?

_____নাও। না কর টিমা। তোরাতো ছেলে বসা পাবি।

_____থাক বোন শুনাবো।

_____ যা তো, সব কথা বাদে।

_____না চল তেপে, গল্প সল্প গপেতে লচ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২০ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। খুব ভালো।

২| ২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক।

৩| ২৫ শে মে, ২০২০ রাত ১০:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.