![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
ঝিরিঝিরি ঝি
হাফেজ আহমেদ
হে রব আয় আয় আব রহে
হে রবির সৌরভের সৌর বিরহে
হে রবের নীশা দিশা নীরবে রহে
হে রব আয় আয় আব রহে
শের পবনে ঝিরিঝিরি ঝি
কহ হে সকল পথের সারথে
রনে বাহবা রবের বাহবা নে
ঝিরিঝিরি ঝি ঝিরিঝিরি ঝি
নে মন আলো জ্বালো
এ ঝিরিঝিরি ঝিলিক।
সব রহে ওহে সর্ব স্রষ্টা
দরদে মোদের দ্রষ্টা
সর্ব সহে ওহে রব সকলি
ঝিরিঝিরি ঝি এলো
জ্বালো আনমনে
ঝিরিঝিরি ঝি ঝিরিঝিরি ঝি
নে বাহবা রবের বহবা নে
রথের সারথে পলক সহে
হক ঝিরিঝিরি ঝি, নেব পরশে
হে রব আয় আয় আব রহে
হে রবের নীশা দিশা নীরবে রহে
হে রবির সৌরভের সৌর বিরহে
হে রব আয় আয় আব রহে।
এটিই প্রথম উপর নিচ প্যালিন্ড্রোম ইসলামি সঙ্গীত।
শুরু হতে শেষ, শেষ হতে শুরু একই রকম হবে।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০২০ দুপুর ১২:০৪
রাজীব নুর বলেছেন: কি সুন্দর সহজ সরল ভাষায় লিখেন আপনি!!!