নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি একটা খারাপ কাজ করেছো তার মানে তুমি একজন মানুষ; তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত হয়েছো তার মানে তুমি একজন ভাল মানুষ। \n\nwww.facebook.com/bandar.khola

হাফিজ রাহমান

পৃথিবীর শ্রেষ্ঠতম আদালত হলো মানুষের বিবেক।

হাফিজ রাহমান › বিস্তারিত পোস্টঃ

বিয়ের আঁচলে অসুন্দর আল্পনা...

০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৮

বিবাহ- হৃদয়ে ঝড় তোলা একটি আসক্তিকর উপাদান।
ঝলমলে রোদ্দুর মাখা এ পৃথ্বীর আপার সম্ভাবনাময়
মানুষগুলোর নিরন্তর ছুটাছুটি বৈবাহিক সম্প্রীতির
এ হাত ধরেই রূপময় হয়ে উঠেছে। সবৃজ এ বসুন্ধরার আদি
হতে অন্তাবধি অনেক কিছ্ইু বদলে গেছে, বদলে
যাবে। বদলাবে না শুধু বিবাহ নামের ভালবাসার
এ উপাদানটুকু। যেদিন পবিত্র এ উপাদানটুকুর শেষ
রেখাটি মুছে যাবে সেদিন এ পৃথ্বীর পথ চলা থেমে
যাবে। নিমিষেই রূপ নেবে ভয়ার্ত এক নির্জন মরু ভূমির।
বস্তুত বিবাহ পূণ্যময় একটি পবিত্র মাধ্যম। আজ পবিত্র
এ মাধ্যমটিকে আমরা অবিধানিক নানা আয়োজনে কুৎসিত
এবং অপবিত্র করে তুলছি। অরুচিকর সঙ্গীত বাদ্য আর
চোখ ধাঁধাঁনো গেট ঝলকানিতে এর পবিত্র দেহখানি আমরা
ক্ষতবিক্ষত করে তুলছি। এর জন্য আমাদের ভিতরে
অপরাধবোধ জাগ্রত হয় না। ক্ষণিকের জন্যও বিবেকের দ্বারস্থ হতে
চাই না। ভেবে দেখিনা এর কুফল-পরিণতি। একটি
মুসলিম ঘরে বিজাতীয় এসব সংস্কৃতি সত্যিই বেমানান।
সৎ বিবেচনাবোধ একে আদৌ সায় দেয় না।
আমরা আমাদের যাপিত জীবনে নানা ক্ষেত্রে শিক্ষা
নিয়ে পথ চলি। কিন্তু একজন বর হতে, একজন বধূ হতে
উপরন্তু একজন বাবা এবং এক জন মা হতে কী পরিমাণ
শিক্ষার প্রয়োজন তা আদৌ ভেবে দেখি না। আপাদমস্তক
একটি মূর্খ চেহারা নিয়ে বিবাহের মত জটিল কঠিন একটি
জগতে মাথা গুঁজে দেই। ফলে সংসারটি হয়ে উঠে অগ্নিগর্ভ
এক অশান্ত পৃথ্বী। অনাকাঙ্ক্ষিত এ ভয়ঙ্কর সংস্কৃতির
নাগপাশ হতে বেরিয়ে আসা আমাদের আশু প্রয়োজন।
বিবাহ-প্রণয় হয়ে উঠুক আমাদের প্রতিটি
ঘরের প্রাণোচ্ছল সুখের ঠিকানা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.