![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
আগের সব ব্লগাররা কোথায় গেল ? এখন সব অচেনা মুখে ভরা । কেমন যেন নিষ্প্রান লাগে । আগের সেই মুহুর্ত গুলো ভালই ছিল ।
২৪ শে মে, ২০১৭ ভোর ৫:০৩
নূর-ই-হাফসা বলেছেন: আগে অনেক মজা হত ।এখন আর সেই ভাল লাগাটা নেই
২| ২৪ শে মে, ২০১৭ ভোর ৫:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নতুনরা অনাকাঙ্ক্ষিতই থেকে গেলো সবসময় ....!!
২৪ শে মে, ২০১৭ ভোর ৫:১৬
নূর-ই-হাফসা বলেছেন: অনাকাঙ্ক্ষিত হবে কেন ? ব্লগে আমার যাত্রা ক্লাস ৭ অথবা ৮ থেকে হবে । এরপর ২০১২ পর্যন্ত রেগুলার ছিলাম । দীর্ঘ দিন বিরতিতে এসে দেখি সব পাল্টে গেছে
৩| ২৪ শে মে, ২০১৭ ভোর ৫:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিকই দেখছেন আপু! মাসদুই আগেও অনেক আনন্দ লাগতো ব্লগে, এখন কেমন যেন একটা গম্ভীরপ্রকৃতি'র!!
৪| ২৪ শে মে, ২০১৭ সকাল ৮:১৯
সিনবাদ জাহাজি বলেছেন: এসেছর নতুন ব্লগার,
ছেড়ে দিয়েছে স্থান।
নতুন এবং পুরাতনের সমন্বয়
২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:১২
নূর-ই-হাফসা বলেছেন: হুমম ভাল বলেছেন তো
৫| ২৪ শে মে, ২০১৭ সকাল ১০:২৪
ধ্রুবক আলো বলেছেন: পুরাতন ব্লগারও আছেন।
২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:১৩
নূর-ই-হাফসা বলেছেন: থাকার তো কথা
৬| ২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:০৩
ওমেরা বলেছেন: এটাই নিয়ম পুরাতনরা চলে যাবে নতুনরা আসবে ।
২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:১৬
নূর-ই-হাফসা বলেছেন: আমরা চলে যাচ্ছি আপনারা আসবেন ।
৭| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
কেন নতুনদের কি স্টুপিড মনে হয় !!
২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: তা হবে কেন ? আগে ব্লগ জুড়ে ছিল হাজারো ভাল লাগা । ওই সময় কোন রকম ১টা কবিতা পোষ্ট করতে পারলেই সারাটা দিন ভাল যেতো । আর অনেক সিনিয়র ব্লগার আপু আর ভাইরা তো ছিলই । তখোন ব্লগ দিনের ১টা অংশ ছিল । অনেক বছরের বিরতিতে সব অচেনা লাগছে । যা অতি স্বাভাবিক ।
৮| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন:
ওহ আচ্ছা, আবার শুরু করেন দেখবেন ভালো লাগবে । হুম আগের মত আর নেই, অনেক ব্লগারকে চোখে পড়েনা।
২৪ শে মে, ২০১৭ রাত ৮:৩০
নূর-ই-হাফসা বলেছেন: হুমম
৯| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:৫২
নাগরিক কবি বলেছেন: আমি ও নতুন ব্লগার। আপনার দরবারে এই প্রথম। আমদের কে কি গ্রহণ করবেন?
২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৭
নূর-ই-হাফসা বলেছেন: রেগুলার লিখে যান । আশা করি ব্লগ আপনার ভালই লাগবে ।
১০| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৯
নাগরিক কবি বলেছেন: আমার ভালো'ই লাগে। আপনাদের মাঝে মাঝে ব্লগে দেখলে আরো ভাল লাগে।
২৪ শে মে, ২০১৭ রাত ৮:২৭
নূর-ই-হাফসা বলেছেন: হুমম ভাল লাগলে আসব ।
১১| ২৪ শে মে, ২০১৭ রাত ১১:২০
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: নতুনদের স্বাগত জানাই। তাদেরকে সাথে রাখি। নতুনেরা দীর্ঘদিন টিকিয়ে রাখবে।
২৫ শে মে, ২০১৭ রাত ১:৩২
নূর-ই-হাফসা বলেছেন: হুমম টিকে থাকুক নতুনরা
১২| ২৫ শে মে, ২০১৭ রাত ১২:৪৯
আমি তুমি আমরা বলেছেন: অনিয়মিত, তবে টিকে আছি এখনও।
২৫ শে মে, ২০১৭ রাত ১:৩১
নূর-ই-হাফসা বলেছেন: আপনার কত বছর হল ।আমার ১১ বছর দেখতে দেখতে হয়ে গেল
১৩| ২৬ শে মে, ২০১৭ রাত ২:৩২
সালমান মাহফুজ বলেছেন: সময় তো রং পাল্টাবেই । পুরনো চলে যাবে, নতুন আসবে ।
ভিড়ে যান নতুনদের সাথে ।
ভালো লাগবে আশা করি ।
২৬ শে মে, ২০১৭ রাত ৩:১৯
নূর-ই-হাফসা বলেছেন: হুমম ধন্যবাদ
১৪| ২৮ শে মে, ২০১৭ রাত ১:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নবীনদের ভিড়ে পূর্বতনরা উকি দিচ্ছেন ঐ,
কোথা ছিলেন পূরো্নো সখা, জিজ্ঞাসিত হই।
২৮ শে মে, ২০১৭ রাত ২:৩৬
নূর-ই-হাফসা বলেছেন: আপনি দেখি একদম নতুন । শুভেচ্ছা রইল ।
১৫| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৫৮
বিজন রয় বলেছেন: অনেক দিন পর আসলে তো এমনই মনে হবে!!! নতুনের দখলে চলে যায় সব।
আপনি অনেক পুরানো।
অনেক শুভকামনা রইল। নিয়মিত লিখুন।
১২ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৬
নূর-ই-হাফসা বলেছেন: হুমম চেষ্টা করব
১৬| ১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০২
বজ্রকুমার বলেছেন: সবার মন্তব্য পড়ে আবারো বুঝলাম 'ওল্ড ইজ গোল্ড', তবে পুরাতনের কাছ থেকেই নতুনরা শিক্ষা নেয় ও অনুপ্রেরণা পায়। তাই নতুনদের গ্রহণ করলে তারাও অনেক খুশি হবে আপনিও সেই খুশির ভাগ পাবেন ..
১২ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৮
নূর-ই-হাফসা বলেছেন: ভাল বলেছেন ধন্যবাদ
১৭| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৭
Artcell Sabuj বলেছেন: বদলের নামই জীবন।আমরা নতুন, আমাদের সাথে সখ্যতা গড়ে তুলুন,আবারও আনন্দিত হবেন ইনশাল্লাহ্।
১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৫
নূর-ই-হাফসা বলেছেন: হুমম ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৭ ভোর ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
আগের ব্লগারেরা অবসর গ্রহন করেছেন; অনেকে বই ইত্যাদি বের করেছেন; আপনি কেমন আছেন?
এখন ব্লগিং'এ আনন্দ আগের থেকে বেশী, ব্লগারদের লেখার মান বেড়েছে, ভাবনাশক্তি বেড়েছে, প্রকাশের দক্ষতা বেড়েছে; শীঘ্রই আপনি তাল মেলাতে পারবেন।