![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
জীবনে প্রথম বার আজ সমুদ্র রূপী শহর টা কে উপভোগ করলাম ।যদিও এতদিন বাসায় থেকে করেছি ।
তবে আজ প্রত্যক্ষ বিচরন ।সমুদ্রের ঢেউ যদি কেউ মনে মনে মিস করে আজ তার অবশ্যই দেখে নেওয়া উচিত ।
পার্থক্য এই যা পানির রূপ লাবন্য দেখলে নামতে ইচ্ছে করবে না ।(আমার মত কল্পনা বিলাসীর জন্যই এই বর্ণনা প্রযোজ্য,
যারা নিয়মিত অফিস যাতায়াত করছেন তারা নিশ্চিত আমাকে বোকা দিবে )☺
বিঃদ্রঃ (মন ভালো করার বৃথা প্রচেষ্টা )
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০১
নূর-ই-হাফসা বলেছেন: সারাদিন বৃষ্টি হলে মরা মরা লাগে ।তার উপরে পানি জমে গেলে দিনটাই মাটি ।
২| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৯
মলাসইলমুইনা বলেছেন: দোয়া করি খড়ার দিন আসুক | আপনাদের ভালো হোক | খড়ার দিনগুলো শুভ হোক |
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৩
নূর-ই-হাফসা বলেছেন: খরা লাগবে না। হালকা পাতলা বৃষ্টি মন্দ না ।
৩| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৭
মলাসইলমুইনা বলেছেন: আচ্ছা হালকা পাতলা বৃষ্টি হোক তাহলে |সেই দোয়াই করলাম |আল্লাহ আমার দোয়া শুনবেন কি না সেটা অবশ্য বিরাট প্রশ্ন |
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪
নূর-ই-হাফসা বলেছেন:
হাহাহা শুনবে
৪| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮
মলাসইলমুইনা বলেছেন: ওকে, যেন শোনে তার জন্যও দোয়া করলাম |
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৯
নূর-ই-হাফসা বলেছেন:
৫| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৮
নূর-ই-হাফসা বলেছেন:
৬| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২
কালীদাস বলেছেন: প্রত্যেক বাসার নিচে চিরস্হায়ী ঘাটলা বানানো ছাড়া গতি নাই
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৭
নূর-ই-হাফসা বলেছেন: এই বছর টাতেই বেশি পানি উঠতেছে ।অল্প বৃষ্টি তেই ডুবে যাচ্ছে
৭| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২০
আখেনাটেন বলেছেন: এই বছরের বৃষ্টি যেন শেষ হবার নয়।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬
নূর-ই-হাফসা বলেছেন: হুমম এখনো বৃষ্টি হয়েই চলেছে
৮| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৬
মাহবুবুল আজাদ বলেছেন: পানির রুপ লাবন্য আর বলে লাভ নাই, নিজের অফিস বলে রক্ষা নইলে মোর যে কি হত।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: তাহলে ভাগ্যবান আপনি
৯| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬
অপর্ণা মম্ময় বলেছেন: মন ভালো হয়েছে?
আজ সকালে যখন বের হয়েছি, বাইরে তুমুল বৃষ্টি। সংসদ ভবনের আশেপাশে ডুবুডুবু। আর অস্বাভাবিক ফাঁকা রাস্তাঘাট
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১১
নূর-ই-হাফসা বলেছেন: এতো বৃষ্টি ভাল্লাগে না। আজ অধিকাংশ রাস্তায় পানি ছিল ।
১০| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫২
বি-রসিক বলেছেন: বৃষ্টি হলেই। ঘরে থাকা।খাওয়া। ঘুম। মুভী।গায়ে বাতাস লাগানো। খা্ওয়া। ঘুম
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৯
নূর-ই-হাফসা বলেছেন: তবে সারা দিন বৃষ্টি কিন্তু বিরক্তিকর । হা ঘুমাতে আর খেচুরি ইলিশ চরম লাগে বৃষ্টিতে
১১| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শহরের বৃষ্টি আর গ্রামের বৃষ্টি কত তফাত! গ্রামের বৃষ্টিতে কত আনন্দ আর শহরের বৃষ্টির আরেক নাম বিড়ম্বনা।
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৭
নূর-ই-হাফসা বলেছেন: গ্রামের বৃষ্টি ও বিড়ম্বনা সৃষ্টি করে । বৃষ্টি শুধু মাত্র বাসায় বসে উপভোগ করা যায় সে হোক শহর কিংবা গ্রাম
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: শহরের জলাবদ্ধতা দ্রুত নিরসন হোক,এই কামনা করছি।