![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
কিছু ই ভালো লাগছে না। আল্লাহ প্লিজ আর কাউকে নিয়ে যেয়ো না । চারপাশে এতো খারাপ খবর সত্যি ভালো লাগছে না । আজ একজন মারা গেলেন ।তাদের আহাজারি কানে এখনো ভাসছে । কাছের ২জন খুব অসুস্থ ।কি হবে কে জানে? আর এই মাঝরাতে কেউ যেন চিৎকার করে কাঁদছে ।সাথে কুকুর গুলো ও। অনাকাঙ্ক্ষিত মৃত্যু গুলো সত্যিই অনেক কষ্টের ।জীবন কি আধো পাল্টায় ?
০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬
নূর-ই-হাফসা বলেছেন: হুমম
২| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫৩
এম ডি মুসা বলেছেন: এক কঠিন মহূর্ত দারের কথা ব্যাক্ত করেছেন
এমনটা হয় । আমিন!!
০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ
৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৫৯
ওমেরা বলেছেন: লক্ষী আপু রাগ করে না, আমি সরি ,আপনি আমার পোষ্টে যে কমেন্ট করেছিলেন আমি জবাবও দিয়েছিলাম কিন্ত আপনার কমেন্ট ও আমার জবাব দুটোই মুছে গিয়েছে আমি বুঝতেই পারি নাই। আমি সরি লক্ষী আপু।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:০১
নূর-ই-হাফসা বলেছেন: ব্যাপার না । আমি কিছু মনে করেনি ।
৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:০৬
ওমেরা বলেছেন: এই তো আমার লক্ষী আপু ।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:১০
নূর-ই-হাফসা বলেছেন: আপু আমি রাগ অনেক কম করি । কিন্তু অল্পতেই মন খারাপ করি ।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৭ ভোর ৪:৩৭
এম এ কাশেম বলেছেন: আমিন।