![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
আমি চাই মেঘে ডাকা আকাশের অপূর্বতা
আর তুমি চাও মেঘহীন আকাশের নীরবতা।
আমি চাই জলে ভাসমান পাল তোলা নৌকা
আর তুমি চাও এমন কিছু,যা ক্যানভাসের রংতুলিতে আঁকা।
আমি ভাবি অরণ্যে ফুটে থাকা বুনো ফুল,
আর তুমি ভাবো অরণ্যে যাওয়া মানেই ভুল।
আমি চাই ,তুমি জানো সেই কথা,
যা আমার হয়নি বলা,
আর তুমি ভাবো,আমি তোমাকে করি অবহেলা,
যা শুধু আমারি হেলাফেলা।
তোমার জীবনের সাথে জড়িত বাস্তবতা
যা বাড়িয়েছে আমার অস্থিরতা,
আমি চাই আরো কিছু
কিন্তু তুমি তো যাবে না তার পিছু।
২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬
নূর-ই-হাফসা বলেছেন: ১৮০ ডিগ্রি উল্টো; এখন কবিতাই একমাত্র অবলম্বন
কথা টা ভালো বলেছেন ।
২| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ক্যানবাস =< ক্যানভাস, আকা =< আঁকা, অরন্যে =< অরণ্যে।
বিপরীতমুখী চাওয়া-পাওয়ার কবিতা ভাল লেগেছে।
২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২০
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ ছোট ভাই । ভুল ঠিক করে নিয়েছি ।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩
ধ্রুবক আলো বলেছেন: না বলা কথার সাথে এই কবিতাটা শুনিয়ে দিন
২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২১
নূর-ই-হাফসা বলেছেন: ভালো বুদ্ধি দিয়েছেন তো
৪| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪২
আবু রায়হান ইফাত বলেছেন: বিপরীতমুখী চাওয়া-পাওয়া বাড়িয়ে দেয় দূরত্ব ।
ভালোলেগেছে কবিতাটি ।
২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২২
নূর-ই-হাফসা বলেছেন: ঠিক বলেছেন বেশি অমিল হলে সম্পর্ক টিকানো দায় ।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪
একটি বালুকণা বলেছেন: বিরোধীদলীই প্রেম
২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা দারুন বললেন ।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৬
শামচুল হক বলেছেন: ভালো লাগল কবিতা।
২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল জেনে ভালো লাগল ।
৭| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩০
জাহিদ অনিক বলেছেন:
১ নং ও ৫ নং মন্তব্য ভালো লাগলো।
মনের মিল হলে প্রেম হয় ঠিক, কিন্তু মতের মিল হলে প্রেম জমে না।
২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬
নূর-ই-হাফসা বলেছেন: কিছু টা তো মিল থাকা উচিত । তবে ২ জন ছাড় দেওয়ার মানসিকতা থাকলে সমস্যা হয় না ।
৮| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪
সপ্নীল বলেছেন: আমি চাই তুমি জানো সেই কথা
যা আমার হয়নি বলা!
সুন্দর প্রকাশ, যাকে বুঝানোর সে বুঝলেই হয়!
২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯
নূর-ই-হাফসা বলেছেন: অনেক আগের লেখা ২০০৭ এর । যাকে বুঝানোর তাকে আর বুঝানো সম্ভব না ।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
৯| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ২০০৭ সালে লিখে ২০১৭ তে পোস্ট করে কী লাভ হল? তাও যার জন্য লিখেছেন তাকে যেহেতু আর বোঝানো সম্ভবই নয়?
কবিতা ভাল হয়েছে।
২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
নূর-ই-হাফসা বলেছেন: ২০০৭ এ ক্লাস এইট এ ছিলাম ।তখন প্রয়োজন হয় নি । পরবতীতে বাচ্চা সুলভ লেখা বলে কাজে লাগেনি । আর এখন দেয়া কারন আমার ব্লগে এখন প্রতিদিন পোষ্ট দিতে ইচ্ছে করে । নতুন কিছু লিখতে পারছি না ।তাই পুরাতন দিচ্ছি ।
ধন্যবাদ মন্তব্য এর জন্য । আর চোর নিয়ে আমি সিরিয়াসলি ধন্যবাদ দেওয়ার কথা বলেনি ।
১০| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৪
এফ.কে আশিক বলেছেন: বেশ! চমৎকার লিখেছে
কবিতায় ভালো লাগা রইলো...।
২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ । আপনার রক্ত নিয়ে লেখা টা ভালো লাগলো ।আপনার কবিতা গুলো বেশ ভালো হয় ।
১১| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চোরদের ব্যাপারে আমার আর কোন ফিলিংস নেই। ওরা শুধু লেখাটাই চুরি করতে পারবে, লেখককে নয়। আর ধন্যবাদের ব্যাপারটা আপনার ব্যাখ্যার আগেই আমি বুঝেছি। আমি কিন্তু কোন কিছু মীনিং করে কথাটা বলিনি। আশা করি বুঝতে পেরেছেন!
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৭
নূর-ই-হাফসা বলেছেন: তাহলে বুঝতে পারার জন্য ধন্যবাদ
১২| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জে আফা।
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩২
নূর-ই-হাফসা বলেছেন: রাগ করলেন কেন বুঝলাম না । ভাই বলাতে ? ছোট বড় সবাই কে তো ভাই বলা যায় ।
১৩| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাই বলেন আর আংকেলই বলেন। আমি কিন্তু পিএসসি পরীক্ষার্থী না। ইহা সম্রাট ভাইয়ের ষড়যন্ত্র।
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪১
নূর-ই-হাফসা বলেছেন: । তা তো জানি । এবার পিএসসি দেননি ভালো করেছেন । এবার প্রশ্নে নাকি অর্ধশত ভুল ছিল । বেঁচে গেছেন ।
১৪| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৩
আমি তুমি আমরা বলেছেন: এজন্যই বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। উপায় নাই।
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৬
নূর-ই-হাফসা বলেছেন: আকর্ষন পর্যন্ত ই ঠিক থাকে । টিকে থাকাটা কঠিন হয়ে দাঁড়ায় ।
১৫| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুমি ব্যাটা দেখি বড্ড বেরসিক ।
২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: ঠিক বলেছেন । ধন্যবাদ
১৬| ২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাই বলেন আর আংকেলই বলেন। আমি কিন্তু পিএসসি পরীক্ষার্থী না। ইহা সম্রাট ভাইয়ের ষড়যন্ত্র।
আমার ষড়যন্ত্র নয়।
মজা করেছি। আপনাকে কম কম দেখছি। ব্লগে নিয়মিত হোন।
২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪
নূর-ই-হাফসা বলেছেন: ব্লগে মজা পাচ্ছি না । তাই কম আশা হচ্ছে ।
অয়ন বড় হতে চাচ্ছেন কেন ? ছোট থাকাই তো ভালো ।
১৭| ২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখক বলেছেন: ব্লগে মজা পাচ্ছি না । তাই কম আশা হচ্ছে ।
বুড়ি বলে খেপিয়ে দেয়ার জন্য দুঃখিত। এছাড়া আর কোন কারণে মন খারাপ? বলুন দেখি সমাধান করা যায় কিনা।
২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা হাসালেন ভাই । আমি কি বাচ্চা নাকি যে রাগ করব । আপনার নতুন কবিতা দিন ।
আপনাদের কবিতা আর গল্পের আমি নিয়মিত পাঠক ।
১৮| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১
প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল।
২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৪
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ
১৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:০৯
চানাচুর বলেছেন:
"আমি ভাবি অরণ্যে ফুটে থাকা বুনোফুল,
আর তুমি ভাবো অরণ্যে যাওয়া মানেই ভুল।"
এই লাইন দুটো খুবই ভাল লেগেছে
২৮ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:১২
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ । চানাচুর কেমন আছেন ? আপনাকে অনেক দিন পর দেখলাম ।
২০| ২৮ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:২৭
চানাচুর বলেছেন: বেঁচে আছি আপু। তুমি কেমন আছো?
২৮ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:২৯
নূর-ই-হাফসা বলেছেন: এমন ভাবে বলছেন কেন আপু । কি হয়েছে ? অসুস্থ ছিলেন বললেন । এখন সুস্থ হয়েছেন ?
আমি ভালো আছি ।
২১| ২৮ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:৩৫
চানাচুর বলেছেন: না, এমনি বললাম। ভাল আছি
২৮ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: যাক ভালো লাগল শুনে ।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৪
চাঁদগাজী বলেছেন:
১৮০ ডিগ্রি উল্টো; এখন কবিতাই একমাত্র অবলম্বন