![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
গভীর থেকে গভীরতর রাত
সময় যে কাটছে না,
মিষ্টি গন্ধে হাওয়া বয়ে চলেছে একা
অসীমের দূর পানে আমার চেয়ে থাকা,
এবারে নামবে বরষার ধারা
উচাটনে ভিজে হব বাধন হারা ।
শূন্য বদনে চেয়ে আছি জ্যোৎস্নার দিকে
এক মুহূর্তের জন্যও হারাতে চাই অজানার বাঁকে,
অপরূপ ছায়া তীব্র আক্রোশ
সহ্য করতে পারছি না
মিথ্যে অহমিকা মিথ্যে কামনার জালে হয়েছি বন্দিনী
নয়ন দুটি যেন আমার চলন্ত তটিনী
পরাজয় আমি মানিব না কভু
সার্থক কর মনের বাসনা প্রভু
সহস্র দিনের মজুত ভালবাসা
অগ্নিদগ্ধে পুড়ে হলেও ছাই
সঙ্গি হিসেবে আমি তোমাকেই চাই ।
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৮
নূর-ই-হাফসা বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
চাঁদগাজী বলেছেন:
কবিতা ক্রমেই ভালো দিকে যাচ্ছে, কিন্তু এত চাওয়া চাওয়া ভাব কেন? চেয়ে নিলে থাকে না, আপনার থেকে এলে থেকে যায়!
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭
নূর-ই-হাফসা বলেছেন: চেয়ে নিলে থাকে না, আপনার থেকে এলে থেকে যায়!
কি চমৎকার একটা কথা বলেছেন ।
আমিও তাই বিশ্বাস করি
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
মিথী_মারজান বলেছেন: বাহ্!
কি দারুণ এবং দৃঢ় ইচ্ছাশক্তি।
মনের জোর থাকলে সব বাঁধা অতিক্রম করা সম্ভব।
সকল অপেক্ষা আর কান্নার অবসান ঘটুক।
ভাললাগা....।
০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: আপু এটা আগের কবিতা । আগে আমার মনের শক্তি প্রবল ছিল । বিরহ জিনিস আমার সবসময় অসহ্য লাগে ।
আগে ভাবতাম ভালোবাসায় জীবন । আর এখোন বাস্তববাদী ।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১১
অলিউর রহমান খান বলেছেন: খুবই চমৎকার হয়েছে!
মুগ্ধতা ছড়িয়েছে প্রতিটি লাইন!
নতুন কবিতার আশায় রইলাম।
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২০
নূর-ই-হাফসা বলেছেন: আপনার ভালো লাগল জেনে ভালো লাগল অলিউর ভাই । অসংখ্য ধন্যবাদ
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১১
মৌমুমু বলেছেন: শেষের পাঁচটি লাইন খুব সুন্দর লিখেছেন আপু। দারুন লাগলো।
কবিতায় অনেক ভালোলাগা। শিরোনামের জন +++
ভালো থাকবেন আপু।
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ মৌ আপু ।
আপনার বিরহের কবিতা গুলো ও দারুন ।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ । ভালো থাকবেন
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পাঠে মু্গ্ধ হলাম। ভাল থাকবেন সবসময়।
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৯
নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । আপনিও ভালো থাকবেন ।
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ বা!! চাওয়াগুলো পুর্নতা পাক......! শুভ কামনা-----
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১০
নূর-ই-হাফসা বলেছেন: আপনার মন্তব্য পেয়েও মুগ্ধ । অনেক ধন্যবাদ
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধরে নিচ্ছি এটা ৯/১০ এর লিখা। এখনো কি সেই মানসিকতা আছে নাকি অন্যরকম হয়ে গেছে?
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
নূর-ই-হাফসা বলেছেন: আপু এটা আগের কবিতা । আগে আমার মনের শক্তি প্রবল ছিল । বিরহ জিনিস আমার সবসময় অসহ্য লাগে ।
আগে ভাবতাম ভালোবাসায় জীবন । আর এখোন বাস্তববাদী ।
মিথি আপুর প্রতি উত্তর টা কপি করে দিলাম ।
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
কুঁড়ের_বাদশা বলেছেন: আপনার সঙ্গী যেন আমার মত কুঁড়ের বাদশা না হয়,ফুঁ দিয়ে দিলাম।
কবিতা ফাটাফাটি হয়েছে +
কবিতায় একটা লাইক প্রদান করা হইল।
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪
নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য ।
অবশ্যই যাতে কুঁড়ের বাদশা না হয় ভালো দোআ করেছেন ।
১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বপ্ন আর চাওয়ার তীব্রতা এমনই হতে হয়ে! সুতীব্র, দৃঢ়
ভাল লাগল
+++
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩০
নূর-ই-হাফসা বলেছেন: জি ঠিক বলেছেন । আর তার সাথে মজবুত ভালোবাসা থাকা চাই ।
জল হীন নদী যেমন অর্থহীন তেমনি ভালোবাসা হীন মানুষের পিছনে ছুটাও অর্থহীন ।
অসংখ্য ধন্যবাদ ।
১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
উম্মে সায়মা বলেছেন: বাহ, বেশ ভালো হয়েছে আপু.....
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু
১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন:
একরোখা প্রেম ! পেতেই হবে ! ভাল লেগেছে কবিতা ।
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫০
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল জেনেভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ
১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো প্রেমময় কথামালা
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫১
নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ ।
১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চাইলে এভাবেই চাওয়া উচিত। সোজাসাপ্টা, বুক ফুলিয়ে, অকপটে। অভিমানও থাকতে পারে তবে সীমার ভেতরই থাকা উচিত।
কবিতা সুন্দর হয়েছে আপু। শুভকামনা। ভাল থাকুন।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৩
নূর-ই-হাফসা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।
১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
ফাহিমা বলেছেন: কবিতা সুন্দর হইছে আপু। শুভেচ্ছা জানবেন।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৮
নূর-ই-হাফসা বলেছেন: আপনার কোনো পোষ্ট নেই কেন?
অনেক ধন্যবাদ । ভালো থাকবেন আপু ।
১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মজা পাইলাম। কমেন্ট তুই ডিলিট হবি না? যা, পোস্টই সরায় দিমু।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৩
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । সরিয়ে ফেলিনি । প্রথম পোষ্ট কি আর সরানো যায় ।
ড্রাফটে রেখেছি ।
১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৭
মলাসইলমুইনা বলেছেন: ওরে বাবা, মনে হচ্ছে বদলে যাওয়া এক নতুন ব্লগবুড়িকে দেখছি কবিতায় | কবিতা শুধু নয় বিরহের গল্প | থাক সেখানে জীবনের প্রতিজ্ঞারও গল্প | ভালো লাগলো কবিতা খুব |
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৪
নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য নিয়ে হাজির হওয়ার জন্য ।
আপনার নতুন পোষ্ট কি আরো দেরী করবেন ?
১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২
জাহিদ অনিক বলেছেন:
তোমাকে চাই- শিরোনামে কবিতা ভালো লেগেছে।
মিথ্যে অহমিকা মিথ্যে কামনার জালে হয়েছি বন্দিনী
নয়ন দুটি যেন আমার চলন্ত তটিনী
ভালো লাগা রইলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে
২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
তারেক ফাহিম বলেছেন: জোর করে আদায় করে নেন বুবু।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
নূর-ই-হাফসা বলেছেন: ভালো বলেছেন ভাই ।
২১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১
প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল।
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১২
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো জেনে ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।
২২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০২
আহমদ রেজা চৌধুরী বলেছেন: বাহ!বেশ ভালো লিখেছেন
১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬
নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ । নতুন ব্লগার আগমন ভালো লাগলো ।
২৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯
এফ.কে আশিক বলেছেন: বেশ ভালো লিখেছেন
কবিতায় মুগ্ধতা... কবি।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৯
নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । ভালো থাকুন ।
২৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮
চানাচুর বলেছেন: চমৎকার হয়েছে। শেষের দিকে রবীদার ধাঁচের লেখা লাগলো
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬
নূর-ই-হাফসা বলেছেন: আপু অসংখ্য ধন্যবাদ । সুন্দর মন্তব্যের জন্য ।
২৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: শেষ পর্যন্ত তোমাকে চাই।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬
নূর-ই-হাফসা বলেছেন: জি আপু শেষ পর্যন্ত তাকেই চাই ।
২৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮
মানুষ বলেছেন: একটা গান মনরে পড়ে গেল।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০০
নূর-ই-হাফসা বলেছেন: কি গান ভাই । পুরাতন ব্লগার
২৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
নূর-ই-হাফসা বলেছেন: এই পঁচা গানটি মনে পড়লো আপনার ।
২৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
আহমেদ জী এস বলেছেন: নূর-ই-হাফসা ,
তোমাকে চাই বলে অনেক হাহাকার কিন্তু জেনে রাখুন - ভালোবাসি যাকে, সে ; আর যে আমায় ভালোবাসে তারা জীবনে কখোনই এক নয় ।
কবিতার কিছু কিছু শব্দ পাল্টালে মনে হয় ভালো হতো ।
শুভেচ্ছান্তে ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০২
নূর-ই-হাফসা বলেছেন: জি ভাই অনেক ধন্যবাদ ।
২৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
কুঁড়ের_বাদশা বলেছেন: আপা নতুন কোবেতা কই? নতুন কবিতা পড়তে আসলুম!
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: ভাই নতুন কবিতা নাই । ধন্যবাদ আসার জন্য ।
৩০| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৪
পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ পবন সরকার ।
৩১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগের ডানপাশে "তোমাকেই চাই" দেখলেই মনে হয় - কে কারে চায়?
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । কেউ কাউকে চায় না ।
৩২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
কুঁড়ের_বাদশা বলেছেন: লিখে ফেলুন তারাতারি !!
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪০
নূর-ই-হাফসা বলেছেন: ভাই বুড়ি হয়ে গেছি তাই কবিতা লিখতে ইচ্ছে করে না ।
৩৩| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৫
অজানিতা বলেছেন: আপু সুন্দর লিখেছেন। শুভকামনা রইলো।
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬
নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ অজানিতা মন্তব্য এর জন্য ।
৩৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১১
সজিব। বলেছেন: বাহ ! বেশ লিখেছেন। মুগ্ধতার অপর নাম "তোমাকেই চাই"। অসম্ভব ভালো লেগেছে ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৪
নূর-ই-হাফসা বলেছেন: আপনার এতো ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
যদিও এটা আমার ক্লাস নাইনে কিংবা টেনে থাকতে লেখা ।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে ।
৩৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৯
সজিব। বলেছেন: লিখে যান ইয়াসমিন আপু । আপনার প্রতিটা শব্দে লাইনে মুগ্ধ হতে চাই। অনেক শুভকামনা রইল।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২২
নূর-ই-হাফসা বলেছেন: ইয়াসমিন বাদে অন্য নাম বলবেন । এটা আমার অপছন্দের নাম ।
অনেক ধন্যবাদ আবার মন্তব্যে ।
আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো ।
৩৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৭
সজিব। বলেছেন: জ্বি মনে থাকবে। তাহলে কি আমি শাবীবা আপু বলবো না হাফসাপু ? কোনটা বেশি পছন্দের ?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০১
নূর-ই-হাফসা বলেছেন: 2 টার যেকোনো একটা বললেই হবে ভাই ।
আবারও মন্তব্যে ধন্যবাদ ।
৩৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১০
সজিব। বলেছেন: তাহলে আমি ২টায় বলে ডাকবো যখন যেটা মন চাই। আর নিয়ম করে এত্ত ধন্যবাদ দিতে হবে না আপু। কোথায় রাখবো আমি এত্ত ধন্যবাদ
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৩
নূর-ই-হাফসা বলেছেন: ভাই ধন্যবাদ আর দুঃখিত বলতে কার্পণ্য বোধ করা উচিত না । তাই এতো বার বলা ।
৩৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬
সজিব। বলেছেন: জ্বি আপু মনে থাকবে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩২
নূর-ই-হাফসা বলেছেন: ওকে ভাই ।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পরাজয় আমি মানিব না কভু
সার্থক কর মনের বাসনা প্রভু
সহস্র দিনের মজুত ভালবাসা
অগ্নিদগ্ধে পুড়ে হলেও ছাই
সঙ্গি হিসেবে আমি তোমাকেই চাই ।
আপনার কবিতার নায়িকার সব মনোবাঞ্ছা পূর্ণ হোক,
সঙ্গী হিসেবে তার চাওয়া যেন বাস্তব রূপ লাভ করে।
চমৎকার কবিতা, মুগ্ধতা !!