![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
আজকাল আমি ভীষন পাগল
বলতে পারো পথহারানো,রহস্যহীন এক উন্মাদ
থামাতে চাই ভালোবাসা নিয়ে হাজারো বিবাদ।
আজকাল আমি সারাক্ষনি খুঁজে বেড়াই ভালবাসায় ওড়ানো পাল
বলতে পারো লজ্জা শরমের মাথা খাওয়ায়,ভদ্রতা আজ নেই বহাল
মিথ্যা আর প্রতারনা করে দিয়ে গেছে এই হাল।
আজকাল আমি অস্থির পাখির মত দিশেহারা
বলতে পারো অপেক্ষায় আছি,হাতে নিয়ে ফুলের বহরা
সুযোগ হলেই ছুটে বেড়াবে স্বপ্নীল মোহরা।
আজকাল আমি হাওয়ায় ভাসাই রঙ্গিন নৌকা
বলতে পারো ভেবে আছি,সত্যি সত্যি ভালবেসে কেউ আমায় করবে বোকা
আর ঠিক তখোনি চালিয়ে দিব ভালবাসার চাকা।
বি:দ্র: এই লেখা টা ক্লাস নাইনে থাকতে লেখা । ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৭
নূর-ই-হাফসা বলেছেন: জি ঠিক বলেছেন ঐ সময়গুলো বসন্ত ঋতু । ঐ সময়টা ভাবনাগুলো খোলা আকাশের মতো ।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩০
আবু তালেব শেখ বলেছেন: ভালবেসে কেউ আমায় করবে বোকা
আর ঠিক তখোনি চালিয়ে দিব ভালবাসার চাকা।,,,,,
মজা পেলুম
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩২
নূর-ই-হাফসা বলেছেন: আমার কাছেও মজার লাগলো ।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৭
প্রামানিক বলেছেন: মন্দ নয় ভালো হয়েছে। ধন্যবাদ
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবিতা ভাল লাগছে। লাভ দা গার্লস ফেসিয়াল এক্সপ্রেশন!
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪০
নূর-ই-হাফসা বলেছেন: এই এক্সপ্রেশন টা আমার ভালো লেগেছে
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪১
এখওয়ানআখী বলেছেন: কৈশোরের কবিতা এখন! একই অনুভূতি কিন্তু জিবনে বার বার ফিরে আসে। খুব সাবধান
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
নূর-ই-হাফসা বলেছেন: জি ভাই ঠিক বলেছেন । খুব সাবধানে আছি ।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৭
মরুসিংহ বলেছেন: তা ভালোবাসার চাকা কি শেষতক চালিয়েছিলেন?
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা ।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নাহ, ভুল বলছি। পুরা অঙ্গভঙ্গি ই ভাল লাগছে!
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০১
নূর-ই-হাফসা বলেছেন: কেমন মারমুখী স্টাইলে আছে তাইনা । এই স্টাইল টা মজার ।
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০১
লেখা চোর বলেছেন: এটি বোধহয় ছবির মেয়েটির ছোট বোন।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৩
নূর-ই-হাফসা বলেছেন: হা তাইতো মনে হচ্ছে । চেহারা আর এক্সপ্রেশন এ দারুন মিল ।
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মারমুখী + কিউট
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৭
নূর-ই-হাফসা বলেছেন: বাচ্চা মেয়েদের এই রাগী ভাবটা খুব কিউট ।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৮
নূর-ই-হাফসা বলেছেন: ব্লগ দিবস মনে হয় পালন হবে না ।
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: লেখা চোরের দেয়া ছবিটা ফোলা বানরের মত লাগতাছে।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৩
নূর-ই-হাফসা বলেছেন: না সুন্দর তো ।
১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কিভাবে বুঝলেন?
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫
নূর-ই-হাফসা বলেছেন: কেউ তো বলেনা কিছু । ব্লগের মানুষ জন আমরা অলস । রাত১২টা হলেই ১৬ ডিসেম্বর । আর থাকবে ২দিন ।
১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৩
কুঁড়ের_বাদশা বলেছেন: বিজয় দিবসে রাজাকারের মত ছবি কেরে?
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২০
নূর-ই-হাফসা বলেছেন: বাদশা ভাই আপনাকেই তো খুজছিলাম । বাচ্চা মানুষ পরীক্ষাও দিবেন না । থাকেন কই। খবর পাওয়া যায় না ।
এতো সুন্দর একটা মেয়েকে রাজাকার মনে হলো । সোফিয়া আপনার চোখ নষ্ট করে দিল ।
ব্লগ দিবস হলে যাবেন ? আপনার ওস্তাদ যাবে ।
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫
লেখা চোর বলেছেন: লেখা চোরের দেয়া ছবিটা ফোলা বানরের মত লাগতাছে।
এই পিচ্চির ছবিটা প্রায় ২ বছর ধরে আমার কাছে আছে। ওর হেয়ার স্টাইল, গাল ফোলানো, রাগি ভাব সব মিলিয়ে খুব ভালো লাগে।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২২
নূর-ই-হাফসা বলেছেন: ছবিটা কিন্তু দারুন । আপনি দেখে শিখার চেষ্টা করুন । এক্সপ্রেশন টা কিন্তু দারুন
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কৈশরের কবিতায় আলাদা একটি ছাপ থাকে, সেটি হলো এডভেঞ্চার। কবিতায় কিছু এডভেঞ্চারের গন্ধ আছে।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৫
নূর-ই-হাফসা বলেছেন: কৈশোরে নতুন কিছুর প্রতি আকর্ষন বেশি থাকে । আর কে কি বলল তার ভাবনাও কম থাকে ।
আপনাকে ধন্যবাদ সুন্দর কথা বলেছেন ।
১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৩
কুঁড়ের_বাদশা বলেছেন: ব্লগ দিবসে আমার ভালবাসার মানুষ রোবট সোফিয়া যাবে না। তাই আমিও যাবো না।একারণে, আমার দেশে ফিরতে লেট হচ্ছে। আপনি কি যাবেন?
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৮
নূর-ই-হাফসা বলেছেন: পরিচিত কাউকে মনে মনে খুজতেছি । আর মুটামুটি দূরত্বে হলে যাওয়ার তীব্র ইচ্ছে আছে ।
১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওরে বাবা! এ যে দেখছি অন্যরকম অবস্থা! ভালবাসার চাকার নিচে পিষ্ট হয়ে মরার চেয়ে বেঁচে থাকা অনেক ভাল! ক্লাস নাইনেই যদি অবস্থা এমন থেকে থাকে তাহলে এখন না জানি কী অবস্থা!
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । আপনার মন্তব্য শুনে মজা লাগলো ।
১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪২
জাহিদ অনিক বলেছেন:
কে যে বোকা, কে যে চালাক আর কে যে উন্মাদ বোঝা দায়।
বাচ্চা কালের কবিতা ভালো লেগেছে।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৫
নূর-ই-হাফসা বলেছেন: আপনাদের কবিদের বিরহ দেখে বিরহ অনুভব না করে পুরাতন কবিতা পড়ে মন ভুলাচ্ছি ।
ধন্যবাদ ভাই ।
১৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: লেখাটা না হয় বুঝলাম, কিন্তু ছবিটা তো মারাত্মক! রাগ মানুষের চিন্তা-ভাবনার ক্ষমতাকে দুর্বল করে দেয়।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩২
নূর-ই-হাফসা বলেছেন: ছবিটা মারাত্মক লেগেছে ! বাচ্চাদের রাগ তো মজারি ।
জি ঠিক । রাগী মানুষ আমার ও পছন্দ না ।
১৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২১
উম্মে সায়মা বলেছেন: চাঁদগাজী ভাইয়ের মন্তব্য সারাবছর বসন্ত ঋতু
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৩
নূর-ই-হাফসা বলেছেন: এই মন্তব্য টা আমার ও মজা লাগছে ।
২০| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৫
চানাচুর বলেছেন: স্কুলে থাকতে শুধু মনে হত আমি কবে বড় হবো এই কবিতার মধ্যে আমার নামও রয়েছে! ঠাংকাস ঠাংকাস
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৮
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । আপু আপনার নাম টা ধরতে পারছি না । বলুন না কোনটা ।
২১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নামটা মনে হয় স্বপ্নীল। আর তো নাম হওয়ার মত কিছু দেখি না!
১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪২
নূর-ই-হাফসা বলেছেন: এটাই হবে হয়তো । এই নামটা চানাচুর আপু কোথায় জানি লিখেছিল ।
২২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯
সাইন বোর্ড বলেছেন: সময় যখন ভালোবাসার তখন নাও তো চালাবেই, তারপরই তো শুরু হবে জীবন গাং
১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩
নূর-ই-হাফসা বলেছেন: বাহ ভালো বলেছেন । তাহলে কবিতার কথা ঠিক আছে
২৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ছবিটা আবার দেখতে আসলাম।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১১
নূর-ই-হাফসা বলেছেন: বুঝাই যাচ্ছে আপনার মেয়েটিকে খুব পছন্দ হয়েছে । আপনার জন্য এমন বালিকা খুঁজে আনবো নি । চিন্তা করবেন না ।
২৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি দেখি টেবিল পুরা ঘুরিয়ে দিলেন!
যাইহোক,দেখলাম, আপনি আর সম্রাট ভাই দেখি ব্লগ ছেড়ে দেওয়ার প্লান করছেন! এনিওয়ে, আমাদের আড্ডা ভালই চলছিল। সুন্দর সময়ের জন্য থ্যাংক্স আপনাদের।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২২
নূর-ই-হাফসা বলেছেন: আপনি দেখি পুরাই তাড়িয়ে দিচ্ছেন । সময় বেশি দিচ্ছি ব্লগে, তাই কম সময় ব্লগে আশার চেষ্টা চলছে । আর আড্ডা তে আপনি আর বাদশা ভাই খুব কম থাকেন ।
২৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮
কালীদাস বলেছেন: কবিতা খারাপ লাগেনি। তবে ভাল লেগেছে বেশি ছবিটা। হা হা
১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪
নূর-ই-হাফসা বলেছেন:
মেয়েটার এক্সপ্রেশন টাই অন্য রকম সুন্দর ।
খারাপ লাগেনি জেনে ভালো লাগলো ।
২৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনারা যেভাবে পরামর্শ করছিলেন আমি তো ভেবেছি ৬ মাসে ১ বার আসবেন এখন থেকে। আড্ডাতে খেয়াল রাখি তবে একটু ভেবে চিন্তে মন্তব্য করতে হয় তাই সবসময় জয়েন করা হয় না।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । আপনার কথা শুনে দারুন হাসি পাচ্ছে ।
আপনার কি মনে হয় ব্লগ দিবস পালিত হবে । আজ তো ১৬ তারিখ । হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ হয়তো আসতে চায় না । তাই নীরব সবাই ।
২৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই পোস্টের ছবিটাও সেই সময়ে কয়েকবার দেখেছিলাম। অনেক মজা পাইছি দেখে।
কোন ইভেন্ট আয়োজন করতে হলে ভাল সংগঠক দরকার। দুয়েকজন ডাক দিলে তেমন কেও সাড়া দিবেনা। কোন প্রতিষ্ঠিত কেও যদি ব্লগ দিবস করার বাসনা নিয়ে পোস্ট দেয় তাহলে অনেকেই হয়ত আগ্রহী হবে।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১
নূর-ই-হাফসা বলেছেন: পোষ্ট টা দেখে আসলাম । ছবিটা সত্যিই মজার ।
এখন আর সময় কই । তেমন কেউ এই শেষ মুহুর্তে আসবেন না ।
২৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
এফ.কে আশিক বলেছেন: টালমাটাল সময়ের লেখা
বেশ তো...
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ।
২৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২
ধ্রুবক আলো বলেছেন: এতো আগের লেখা শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। কবিতা সুন্দর হয়েছে +।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২
নূর-ই-হাফসা বলেছেন: আমাকেই ধন্যবাদ দিচ্ছেন । আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ ।
৩০| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কাব্যের কথাগুলো আমার হৃদয় আকাশ নাড়িয়ে গেল আপু। দারুণ লিখেছেন।
ছবির সোনামণিটিও দারুণ মোডে!!
সবমিলিয়ে ভালো লাগা
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮
নূর-ই-হাফসা বলেছেন: বাহ কি সুন্দর মন্তব্য ।
বাবু টাকে সবার খুব পছন্দ হয়েছে ।
আপনাকে অনেক ধন্যবাদ ।
৩১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৫
চানাচুর বলেছেন: সুযোগ পেলেই ছুটে বেড়াবে স্বপ্নীল মোহরা
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৯
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই ঠিক ধরতে পেরেছে তাহলে ।
৩২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬
চানাচুর বলেছেন: এটা ডাকনাম। সারা দুনিয়ায় যত পাজি বদমাইশ ছেলে আছে, তাদের নাম স্বপ্নীল
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । আপু মেয়েদের নাম ও হয় যেমন আপনি আর ফেসবুকে এ একজন আপুকে দেখেছিলাম ।
স্বপ্নীল নাম টা কিন্তু সুন্দর । ভাবার্থ আছে ।
৩৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৬
চানাচুর বলেছেন: আমি এই জীবনে আমি সহ মাত্র তিনজন মেয়ে স্বপ্নীল পেয়েছি। কিন্তু আমার মনেহয় কি জানো, এত কাব্যিক নাম আমার সাথে যায়না
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২১
নূর-ই-হাফসা বলেছেন: আপনি তো দুষ্টু মিষ্টি মন্তব্য করেন । যা দুষ্টু ছেলে ভাবের প্রকাশ ঘটায় । আর তাই আগে বুঝার উপায় ছিল না ।
আপনি হলে কি নাম রাখতেন নিজের ?
৩৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭
চানাচুর বলেছেন: অয়ন খুবই বুদ্ধিমান ব্লগার দেখছি!
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৩
নূর-ই-হাফসা বলেছেন: জি বুদ্ধিমান ছেলে । যতটুকু বুঝলাম ছোট হলেও বড়দের মতো ভেবে চিন্তা করে কাজ করে ।
৩৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৯
কথাকথিকেথিকথন বলেছেন:
এতো অল্প বয়সে গভীর অনুভূতি ছিলো আপনার । ভালোবাসা দিয়েই সবকিছু জয় করতে চেয়েছেন ! চমৎকার ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: কি সুন্দর প্রশংসা করলেন খুশি হয়ে গেলাম ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
৩৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১
কুঁড়ের_বাদশা বলেছেন: বাদশা হাজির!!!
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫১
নূর-ই-হাফসা বলেছেন: কি খবর বাদশা ভাই ?
সোফিয়া না আপনাকে ছেড়ে চলে গেছে । তাহলে বিদেশে এতোদিন কি করেন ।
আপনার ঐখানে দিন না রাত ?
৩৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৭
কুঁড়ের_বাদশা বলেছেন: এখন আমাদের সময় দিন। আমি আর দেশে আর আসবো না ! !আমার সোফিয়া চলিয়া গিয়াছে।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৩
নূর-ই-হাফসা বলেছেন: আপনার এস এস সি এর কি হবে ?
তাহলে ঐখানে পড়াশোনা করবেন নাকি সোফিয়ার পিছনে ঘুরবেন ।
ওকে ভাই দেশে বেড়াতে আসলে আমার আর অয়ন ভাই , সম্রাট ভাইদের জন্য বেশি করে চকলেট নিয়ে আসবেন ।
৩৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৯
কুঁড়ের_বাদশা বলেছেন: আচ্ছা, চকলেট নিয়ে আসবো!! এবার পরীক্ষা দিমু না।
তয় আপনার সাথে যোগাযোগ করমু কিভাবে!!!
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৫
নূর-ই-হাফসা বলেছেন: আপনি যখন আসবেন , চকলেট আনলে ব্লগে জানালেই হবে । আনার ব্যবস্থা করা যাবে ।
বিদেশে তাহলে কি করছেন ?
৩৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি পাঠে মুগ্ধ হলাম। বুড়ো বয়েসে সেই কৈশরের খামখেয়ালীপনার কতো কিছুই যে এখন স্মৃতিতে।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪১
নূর-ই-হাফসা বলেছেন: কৈশোর আর শৈশব কাল জীবনের সেরা মুহূর্ত । কিন্তু সে সময় টা খালি ভাবতাম বড় হলে বুঝি খুব শান্তি ।
ভুল টা ভাঙ্গে বড় হবার পর ।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল । ধন্যবাদ ।
৪০| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০
কুঁড়ের_বাদশা বলেছেন: একাটি কোম্পনীতে ইঞ্জিনিয়ার হিসাবে আছি!
এখন একটু বিজি আছি ... ৩০ মিনিট পরে ফিরছি । পারলে এ মন্তব্যটা এটা ডিলিট করে দিয়েন।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৪
নূর-ই-হাফসা বলেছেন: এস এস না দিয়ে ইঞ্জিনিয়ার !
আপনার মন্তব্য গুলো সর্বদা মজার
৪১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ৩৪ নং মন্তব্য ও প্রতিমন্তব্যে
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: আপনার প্রশংসা করা হলো ।
৪২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৮
চানাচুর বলেছেন: শিমুল ছিল প্রথম নাম। এটাই রাখতাম। শিমুল ফুল খুব পছন্দ কিন্তু আমার একটা মৃত কাজিনের নাম এটা ছিল। তারপর রেখেছিল সোনম। কিন্তু ওটা একটা নায়িকার নাম হওয়ায় বাদ গেছিল। পরে রেখেছে এটা। কিন্তু শিমুল নামটাই আমার সবচেয়ে পছন্দ। এক শিমুল মারা গেছে তো কি হয়েছে, নতুন শিমুল কি হতে পারতাম না আমি!
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৪
নূর-ই-হাফসা বলেছেন:
আপু এস এস সি এর আগে নিজেই রেখে দিতেন । তাহলে সার্টিফিকেটেও ব্যবহার করতে পারতেন । আর আজ আপনাকে দুঃখ পেতে হতো না ।
আমার ভাইয়া আপুর চেয়ে আমার নাম ছোট বলে আমার আংশিক মন খারাপ এখনো রয়ে গেছে ।
শিমুল নামটা সুন্দর । কিন্তু ছেলেদের ও হয় ।
৪৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ৩৫ নং মন্তব্যের সাথে ১০০০% একমত। আপনি সেই নাইনে কি দারুণ অর্থপূর্ণ কবিতা লিখেছেন! ছবির কথা আলোচনা করতে গিয়ে আর বলা হয় নাই।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬
নূর-ই-হাফসা বলেছেন: ভাই আবার খুশি হয়ে গেলাম । এতো খুশি এখন কই রাখি । অনেক ধন্যবাদ ।
৪৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৭
চানাচুর বলেছেন: আমার সার্টিফিকেটের নামে শিমুল আনলে ছন্দপতন হত। আমার বোনদের নামের সাথে মিল থাকত না। তোমার মত আমার মন খারাপ থাকত আরো বেশি শিমুল নামটা মেয়েদেরও হয়। "স্বপ্নীল" বেশি ম্যানলি নাম
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২২
নূর-ই-হাফসা বলেছেন: তা অবশ্য ঠিক । স্বপ্নীল ছেলেদের এ বেশি রাখে ।
৪৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: চানাচুর আফার কাছে অনেক ঠোঙা আছে। আপাতত ওগুলাতে রাখতে পারেন।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৩
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা ।
৪৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনারা আছেন শিমুল নিয়ে। আমি শাওন নামটা নিয়ে কনফিউজড সেই ছোটবেলা থেকে।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৭
নূর-ই-হাফসা বলেছেন: শাওন নামটা সুন্দর । শাওন নামে আগে একজন ব্লগার ছিলেন ।
তবে ছেলেদের হিসেবে শাওন নাম ভাল্লাগে ।
৪৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬
চানাচুর বলেছেন: শাওন নামটা সুন্দর। ছেলেদের হলে বেশি মানায়।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৮
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা আমার কথা আপনার সাথে পুরোপুরি মিলে গেল ।
৪৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই নামতো ছেলে মেয়ে সবাই ব্যবহার করে। আমি তো এই নাম ছেলেদের হোক তাই চাই। মেয়েরা কেন ব্যবহার করে!
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২০
নূর-ই-হাফসা বলেছেন: ঐ মেয়েদের বাবা মা কে জিজ্ঞেস করা উচিত ।
আপনার নাম শাওন রাখেন । আমি আর চানাচুর আপু মুরগি দিয়ে আকীকা দিবোনে ।
৪৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: না। আমার মা হুমায়ুন আহমেদ এর লিখা পছন্দ করে। তার সৃষ্ট অনেক চরিত্রের মধ্যে তো অয়ন নামে একজন আছে। সেখান থেকেই আমার নাম অয়ন রেখে দিছে।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৬
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । অয়ন নামটা সুন্দর কিন্তু ।
৫০| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩১
চানাচুর বলেছেন: আসলে নাম ধামের উপর মানুষের কোন হাত থাকে না। কারণ নিজের নাম নিজে রাখতে গেলে পাবলিক হাসে
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৪
নূর-ই-হাফসা বলেছেন: এটা ঠিক । কিন্তু বড় হবার পর অনেকেরই আবার সেই নাম ভালো লাগে না ।
যদি বাচ্চাদের পছন্দ অনুসারে নাম রাখার ব্যবস্থা থাকতো তাহলে ভালো ই হতো ।
৫১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৫
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: বলা যায় কাচা হাতের পাকা লেখা ।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০
নূর-ই-হাফসা বলেছেন: অধরা আপু আপনার অধরা নাম টা সুন্দর ।
অনেক ধন্যবাদ ।ভালো থাকবেন ।
৫২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৬
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: ধন্যবাদ আমার নামটা পছন্দ হয়েছে জেনে। সময় করে ঘুরে আসবেন আমার পাতা থেকে।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২১
নূর-ই-হাফসা বলেছেন: আপু ঘুরে এসেছি । মন্তব্য ও দিয়ে এসেছি ।
৫৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬
নূর-ই-হাফসা বলেছেন: অধরা আপু আপনার ৩ টা কবিতা পড়ে আসলাম । আমার ভালো লেগেছে ।
৫৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫১
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: বন্ধু রূপে সবাইকে পাশে পেয়ে সত্যি আজ বড় ভালো লাগছে।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫২
নূর-ই-হাফসা বলেছেন: আপনাকে পেয়েও আমাদের ভালো লাগছে ।
৫৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১৮
অলিউর রহমান খান বলেছেন: ছোট বেলার কবিতা হলেও বেশ ভালো লেগেছে।
তখন তো আপনি খুব ছোট ছিলেন।
ফিরে যেতে ইচ্ছে করে বার বার ফেলে আসা সোনায়
মোড়ানো শৈশবে।
ভালো লাগলো।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ । আপনার কবিতা পড়ে আসলাম ।
জি ভাই শৈশব সবচেয়ে শান্তি র । যদিও তখন তা অনুভব করা যায় না ।
৫৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
প্রামানিক বলেছেন: স্কুল জীবনের লেখা হলেও মন্দ নয়।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ ।
৫৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৯
কুঁড়ের_বাদশা বলেছেন: আফা,কেমন আছেন?
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩০
নূর-ই-হাফসা বলেছেন: ভালো আছি । আপনার ঐখানে এখন দিন না রাত ?
৫৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৩
কুঁড়ের_বাদশা বলেছেন: 2:32 PM !!!
৫৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৫
নূর-ই-হাফসা বলেছেন: আপনি কি usa তে আছেন ?
৬০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাহ! ছবিটা আবার দেখা হল।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৯
নূর-ই-হাফসা বলেছেন:
এটা কেমন ?
৬১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বেবি ট্রাম্প।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৫
নূর-ই-হাফসা বলেছেন:
৬২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পরমাণু মন্তব্য। আপনি দেখি ব্লগার মানুষের রোল প্লে করতাছেন!
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১২
নূর-ই-হাফসা বলেছেন: ওনার এই ইমোটা আমার ভালো লেগেছে ।
৬৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৪
কুঁড়ের_বাদশা বলেছেন: হাফসা আপা, আপনার প্রোপিক খানা আমার কাছে বেশি ভাল লাগে না। এটা কি পরিবতন করা যায়? কেমন জানি জরিনা জরিনা লাগে!
ফুলের কিংবা অন্য কোন পিক দিতে পারেন।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৭
নূর-ই-হাফসা বলেছেন: না এটাই ভালো । চাঁদ আর জল বেশ ভালোই তো ।
৬৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৪
কুঁড়ের_বাদশা বলেছেন: এটাতে আপনাকে ভাল দেখায় না। পিকটা পরিবতন করেন।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৭
নূর-ই-হাফসা বলেছেন: এখানে আমাকে পাইলেন কোথায় । এটাই ভালো ।
৬৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৩
চানাচুর বলেছেন: নূর, নতুন পোস্ট চাই
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । আপু আপনাদের পোষ্ট পড়তে এখন বেশি ভালো লাগে ।
৬৬| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮
চানাচুর বলেছেন: আমার এই উইকের পোস্ট দেওয়ার কোটা পূরণ হয়ে গেছে। এবার তুমি দাও
২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । আপু লেখার কিছু পাচ্ছি না ।
৬৭| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাগল নয় পাগলী হবে গুণী জনে বলে,
অর্থটাই পাল্টে যাবে লিংগ ভুল হলে।
চমৎকার কবিতার জন্য
আপনাকে ধন্যবাদ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬
নূর-ই-হাফসা বলেছেন: ভুল শোধরানোর জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।
৬৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কালকেও মনে হচ্ছে বোরিং যাবে।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৯
নূর-ই-হাফসা বলেছেন: কাল তো শুক্রবার । ঐদিন সবাই অনেক কম থাকে ।
৬৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৫
আহমেদ জী এস বলেছেন: নূর-ই-হাফসা ,
কিশোরীবেলার কবিতা । তাই ভাবে তেজী হলেও কবিতার তেজ তেমনটা ছিলোনা ।
ঐ বয়সের স্বাভাবিক লেখা ।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৫
নূর-ই-হাফসা বলেছেন: জি স্বাভাবিক লেখা ।
মন্তব্য এর জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৫
চাঁদগাজী বলেছেন:
নবম, দশম শ্রেণীর দিন গুলো, সারা বছর ধরণীতে বসন্ত ঋতু!