![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
প্রতি রাতে ঘুম ভেঙ্গে
ঘুমের ঘোরে দেখি,সে আছে সঙ্গে।
প্রতি বিকেল কেটে যায় আনমনায়,
দূর থেকে দেখি সে ডাকছে ইশারায়;
সন্ধাবেলায় ফুল ছিড়ে জুড়ে দিই খোঁপায়
অবাক হয়ে ভাবি,তার হাসি কেন এত রাঙ্গায়!
রাত্রিতে নির্ঘুম চোখ কি যেন খুঁজে,নিষ্পাপ চাঁদের আলোতে,
অবুঝ মন সাজায় তাকে পাবার বাসনাতে।
এসবই হয়ত ভালবাসার প্রয়াস
যা ছড়ায় প্রতিমূহুর্তে ভালবাসার নির্যাস।
বুঝতে তো চাইনি তার হাজারো বাহানা
ভালবাসি বলে,কেমনে হবো আজ অচেনা?
বি:দ্র: আমার দশম শ্রেণীতে থাকাকালীন লেখা কবিতা । এখন বুড়ি হয়ে গেছি , কবিতা লেখার বৃথা চেষ্টা আর করা হয়না ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৫
নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ ।
পুরাতন কবিতা পাবেন ।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৫
সুমন কর বলেছেন: নতুন যৌবনের কবিতা............ভালোই।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৬
নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যে
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৫
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৬
নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩২
কথাকথিকেথিকথন বলেছেন:
বেশ আবেগী বয়সের কবিতা । তবে আবেক সংবৃত হয়েছে !
কবিতা ভাল লেগেছে ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৭
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যে
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৯
জাহিদ অনিক বলেছেন:
সাঁজের বেলায় ফুল ছিঁড়ে খোপায় দেয়ার ব্যাপারটা দারুণ !
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৮
নূর-ই-হাফসা বলেছেন: নিজেদের ফুলের গাছ থাকলে ব্যাপার টা বেশি দারুন ।
ধন্যবাদ মন্তব্যে
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৩
চাঁদগাজী বলেছেন:
১০ম শ্রেণীর কবিতা? তখন ব্লগ ছিলো না, ভাগ্যিস
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২০
নূর-ই-হাফসা বলেছেন: তখন ব্লগ ছিল । আর পোষ্ট করাও হয়েছিল ।
ধন্যবাদ মন্তব্যে
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৪
জাহিদ অনিক বলেছেন:
বাহ! বেশ !
আমারও একটা ছিমছাম বাগানের শখ
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭
নূর-ই-হাফসা বলেছেন: আমারো সখ আছে ।
কিন্তু অনেক যত্ন নিতে হয় , তাই সাহস হয় না ।
অনেক ধন্যবাদ আবার মন্তব্যে ।
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২২
শাহরিয়ার কবীর বলেছেন: বাহ! আপনার কবি প্রতিভা ছোট বেলা থেকেই আছে।
কবিতা সুন্দর লিখেছেন++
শুভ কামনা রইল।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: কবি প্রতিভা না বৃথা চেষ্টা !
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে ।
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৬
নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ ।
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০
করুণাধারা বলেছেন: দশম শ্রেণীতে পড়ার সময় লেখা এমন চমৎকার ছন্দবন্ধ কবিতা!!!
মুগ্ধতা, আর শুভকামনা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৭
নূর-ই-হাফসা বলেছেন: আপু অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যে ।
বসন্তের অনেক শুভেচ্ছা ।
সর্বদা ভালো থাকুন অনেক শুভকামনা ।
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৯
তারেক ফাহিম বলেছেন: কবিতায় ভালোলাগা, ১০ম শ্রেণিরে কবিতা শুণে অবাক হলুম ++
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৮
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো জেনে ভালো লাগলো ।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যে ।
অনেক শুভকামনা
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ক্লাস টেনে আমি কবিতা লিখতাম না, পড়তামও কম। গল্প পড়তাম। এখনকার ক্লাস টেনের ছেলেমেয়েরা, আমাদের টাইমের থেকে এগিয়ে। তারা অধিক ভালো লিখছে।
কবিতা ভালোই লাগছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪২
নূর-ই-হাফসা বলেছেন: আপনার সময়কার জানি না ।
আমার সময় অনেকেই অনেক ভালো কবিতা আর গল্প লিখতো
এখোনকার ছেলে মেয়েদের টা পড়া তেমন সৌভাগ্য হয়নি ।
ভালো লাগলো জেনে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার সময়টা বেশি দূরের না। এক দশকের এদিক ওদিক। আপনারটা যেহেতু জানা নেই তাই আমারটার প্রেক্ষিতে বলা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: আপনার এক দশক হলে খুব বেশি আগের হ ওয়ার কথা না । কবিতা গল্প প্রতিভা সব সময় এ বাচ্চাদের মাঝে ছিল ।
পার্থক্য হচ্ছে তখন তা ডায়েরি তে স্থান পেতো আর এখন তা ফেসবুক আর ব্লগে কারনে আমাদের চোখে বেশি পড়ছে ।
অনেক ধন্যবাদ আবার মন্তব্যে ।
১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! কি আবেগ!
জীবনটা কত বর্ণিল স্বপ্নিল থাকে সে সময়টায়!
প্রথম স্পর্শের মতো সে সূখানুভব অতুল
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৩
নূর-ই-হাফসা বলেছেন: কলেজ লাইফ পর্যন্ত আবেগ এর ছড়াছড়ি একটু বেশিই থাকে ।
এই বয়সে বাচ্চারা অকারনে হাসে ,আমার ধারণা মতে ।
হা ঠিক । সত্যিই যদি কলেজ জীবনে ফেরা যেতো !
অনেক অনেক ধন্যবাদ ।
১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অসাধারণ! আপনার দশম শ্রেণিতে থাকা কালীন যে ভাব আর ভাবনার লেখা লিখেছিলেন তা অনেক পরিণত আর আবেগময়! আপনার সুন্দর আবেগময় কবিতার জন্য ধন্যবাদ। অনেক শুভকামনা রইলো। ভালো থাকুন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৪
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুন্দর ব্যখ্যা পূর্ণ মন্তব্যে ।
আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা ।
সর্বদা ভালো থাকুন
১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
সালাহ উদ্দিন শুভ বলেছেন: ভাল লিখেছেন। অসাধারণ সৃষ্টি
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৬
নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অসাধারণ মন্তব্যে ।
অনেক অনেক শুভকামনা
১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর লিখেছিলেন আপু, মুগ্ধতা আপনার ভালো লাগার সময় জেনে।
পড়ার সুযোগদানে ধন্যবাদ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৭
নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে ।
অনেক ভালো থাকুন শুভকামনা
১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৭
সোহানী বলেছেন: আরে দারুনতো!!!!!!!!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৮
নূর-ই-হাফসা বলেছেন: আপু অনেক অনেক ধন্যবাদ ।
আর বসন্তের শুভেচ্ছা অনেক অনেক
১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৪
আহমেদ জী এস বলেছেন: নূর-ই-হাফসা ,
কে বলে এই বুড়ি বয়েসে কবিতা লেখার চেষ্টা বৃথা ? এই বুড়ি বয়েসে লেখা উচিৎ এভাবে---
" ভালোবাসিয়াছি বলে , এই বুড়িকালে কেমনে হলাম অচেনা -
তাহলে কিভাবে ভালোবাসার কবিতা আজ করবো রচনা ? "
বোঝা গেলো খুব রোমান্টিক ছিলেন একসময়, সেই মেয়ে বেলায় ।
ভালো লাগলো পুরোনো কবিতাখানি ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৮
নূর-ই-হাফসা বলেছেন: ভালোবাসিয়াছি বলে , এই বুড়িকালে কেমনে হলাম অচেনা -
তাহলে কিভাবে ভালোবাসার কবিতা আজ করবো রচনা ? "
দারুন মজা পেলাম দুই লাইন কবিতায় ।
বেশি আগে রোমান্টিক ছিলাম বলে ,এখন মরা মরা হয়ে গেলাম আরকি ।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে ।
২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০
শ।মসীর বলেছেন: কবিতা লেখার মনে হয় আসলেই একটা বয়স আছে । এখন আর হয়না
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬
নূর-ই-হাফসা বলেছেন: প্রকৃত কবিরা সবসময় এ পারেন ।
আর বাকিরা সময় বিশেষে কবি রূপ ধারন করেন ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে ।
২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৯
সৈয়দ ইসলাম বলেছেন: পদ্যের আঙ্গিকে লেখা কবিতা।
আসলে ঐ সময় আমাদের পাঠ্যপুস্তকে পদ্যই ছিল বেশি। তারই প্রভাব আপনার কবিতায় ফুটে উঠেছে।
ভালোলাগা রেখে গেলাম।
প্লাস+++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১
নূর-ই-হাফসা বলেছেন: পদ্য আর কবিতা র পার্থক্য কি ? জানলে জানাবেন ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে।
অনেক শুভকামনা আর ভালো থাকবেন
২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯
খায়রুল আহসান বলেছেন: আবেগী বয়সে লেখা কবিতা, তাই কবিতায় ভালবাসাময় নিষ্কলুষ আবেগই ফুটে উঠেছে।
কবিতায় ভাল লাগা + +
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যে ।
বসন্তের শুভেচ্ছা ।
২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৯
এম ডি মুসা বলেছেন: ভালো লাগাই যথারীতি
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫
নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
বসন্তের ২য় বৃষ্টির শুভেচ্ছা ।
২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬
নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো জেনে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
বসন্তের দ্বিতীয় বৃষ্টির শুভেচ্ছা ।
২৫| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: মতিভ্রম মনে হয়! আসলে কোথাও কেউ নেই, কখনো ছিলও না!
০২ রা মার্চ, ২০১৮ রাত ১১:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: মতিভ্রম হবে কেন ?
ছিল হয়তো এখন নেই , ঐ সময়টা অন্য রকম ,ফিরতে পারলে ভুল গুলো হয়তো শুধরানো যেত ।
অনেক ধন্যবাদ মন্তব্যে
২৬| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অনেক আবেগ!
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৫
নূর-ই-হাফসা বলেছেন: বয়সটাই তো আবেগের ছিল ।
অনেক ধন্যবাদ মন্তব্যে ।
২৭| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৯
মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা !!!
এখন তাহলে কবিতা আরো গোছানো বর্ণিল হবে।
তাজা আবেগের লেখায় ভালোলাগা নূর।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৩
নূর-ই-হাফসা বলেছেন: জি না আপু , এখোন কবিতা অনেক পঁচা হয় । লিখতেই পারিনা ।
আর এতো আবেগ এর ছড়াছড়ি ও নেই
অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যে
২৮| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৩
সফেদ বিহঙ্গ বলেছেন: ভালো লিখেছেন.........
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৫
নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ ।
অনেক অনেক শুভকামনা ।
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮
ফজল বলেছেন: খুব ভালো লাগলো। আশা করি আরো কবিতা পাবো।