![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক রাক্ষুস এক রাজকুমারীকে বন্দী করে রেখেছিল। অনেক দিন রাক্ষুসের কাছে বন্দী থাকার পর একদিন রাজকুমারী রাক্ষুস কে মিষ্টি করে বলল । আচ্ছা রাক্ষুস তোমার তো অনেক শক্তি ,তুমি তো যা ইচ্ছা তাই করতে পারবে তাই না। তোমার এমন শক্তি যে , আমার মনে হয় তোমাকে কেউই মারতে পারবে না। রাক্ষুস রাজকুমারীর মিষ্টি কথায় উতফুল্ল হয়ে তাকে বিশ্বাস করে নিজ থেকেই বলতে লাগলো , কেন আমাকে মারতে পারবে না। ঐ যে একটি বাকস দেখছ তার ভিতরে একটি ছোট কৌটায় রাখা আছে আমার প্রাণ ভ্রোমরা। সেই প্রাণ ভ্রমরা হাতে নিয়ে আমাকে প্রাণে মারতে পারবে।
রাজকুমারী তো মনে মানে অনেক খুশি হলো, পরের দিন রাজকুমারী রাক্ষুস কে জিজ্ঞেস করলো আজকে কোথায় যাবে সে বলল কাছেই যাবে। তার মানে উল্টো করে বলে আজ দূরে যাবে। যেই রাক্ষুস চলে গেল রাজকুমারী খাঁচা থেকে বেড়িয়ে ঐ কোটা থেকে রাক্ষুসের প্রাণ ভ্রমরা টা হাতে নিল।
প্রাণ ভ্রমরা হাতে নিতেই রাক্ষুস বুঝে গেল এবং তার ছদ্মবেশ ছেড়ে আকাশ পাতাল গর্জন করে রাজকুমারীর দিকে ছুটে আসতে লাগলো। রাজকুমারী প্রথমে তার একটা হাত ভেঙ্গে দিল। সে তারপর আরো ভয়ংকর হয়ে চিতকার করতে করতে আসতে লাগল। তারপর রাজকুমারী তার একটি পা ভেঙ্গে দিল । তারপরও আরো ভয়ংকর হয়ে রাজকুমারীর কাছাকাছী আসতেই রাজকুমারী তার ঘাড় ভেঙ্গে একেবারে প্রাণটা কেড়ে নিলো রাক্ষুসের।
মনে রাখবেন বন্ধুগণ বি,এন,পির প্রাণ ভ্রমরা হলো , জামাত শিবির।
তাদের রুখে দাড়াতে হবে এখনই।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
কেএসরথি বলেছেন: আমি আপনার সাথে একমত যে, রাজাকার দের তাদের প্রাপ্য বিচার করতেই হবে!!! কিন্তু বিএনপিকে ধ্বংস করে বা নির্মূল করার পর, এদেশে আওয়ামী লীগের একক রাজত্ব কে কি আপনি মেনে নিতে পারবেন?
ঠিক একই ভাবে, আওয়ামী লীগকে নষ্ট করে দিয়ে, শুধু মাত্র বিএনপির রাজত্ব কি মেনে নেয়া যায়? তাহলে আমাদের আর ভোট দেয়ার কি দরকার থাকবে? কারন সবসময় তো একটি দলই জয়লাভ করবে।
রাজাকারদের ফাসী - এর সাথে বিএনপি/আ:লীগ এর কোন সম্পর্ক নেই। যদি থাকে তাহলে তো আমরা দল দেখে বিচার করা শুরু করব, যেটা আওয়ামী লীগ বর্তমানে করছে। আমি এই ধরনের বিচার দেখতে চাই না।
যারা '৭১ এ নির্বিচারে মানুষ খুন করেছে, এরা কোন দলের নন।
এরা জামাত/আ:লীগ/বিএনপি নন।
এদের শুধু একটাই পরিচয়, এরা রাজাকার!
আমি এই রাজাকারদের বিচার চাই!
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: কেনো, দেশে কি বিএনপি থাকতে পারবে না ? এই জামাত নিয়া শেখ হাসিনা তার কোলে বসাইয়া আদর কইরা বুইরা আযমকে ্যেখদমত করছিলো , তখন ছিলেন কই ? আওয়ামী লীগে অনেক রাজাকার আছে যেমন, মখা আলমগীর, মোশারফ হো েসন ( হাসিনার বিয়াই ), আরও অনেকে । তাদেরকে কিছু বলতে পারছেন ? বিএনপির পিছে লাগতে যাইয়েন না । জামাতীরে ঝাড়ু মারেন । আলীগ তো জামাতীরে নিয়া ইলেকশন করতে ব্যস্ত হয়ে পড়ছে , তখন কি করবেন ? বিএনপি আছে বলেই দেশ এখনো আছে । বিএনপির নাম নিতে হলে দাত পরিস্কার করে অজু করে তারপরে নাম নিবেন ।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
টয় বয় বলেছেন:
কিরে হারামীর বাচ্চা? বিএনপি না থাকলে তোদের লুট-পাট, চুরি, খুন-ধর্সনে সুবিধা হয়??
তুই একটা বেজন্মা, বাকশালী কোন অমানুষের রক্ত তোর শরীরে|
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০
নবদূত বলেছেন: আমি কোনো দল বুঝিনা যারা ৭১ বাংলাদেশের বিপক্ষে যারা কাজ করেছে তাদের বিচার চাই, কিন্তু তার সাথে বি এন পিকে জড়ানো ঠিক না যদি বি এন পির ভিতর প্রকৃত রাজাকার থাকে তাহলে যেমন বিচের চাই তেমনি আওমিলীগেরও কারণ রাজাকারের পরিচয় শুধু রাজাকের আবার জামায়াত মানেই যে রাজাকার হবে তাও মনে হয় ঠিক না!
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৪
টুনির জামাই বলেছেন: লীগ যদি ভালোই হয় তাহলে জামাত কে নিষিদ্ধ করেনা কেন ?
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
রসের হাড়ি বলেছেন: ভাই.. আমাদের শত্রু বি.এন.পি না...
আমাদের দেশের শত্রু রাজাকার-যুদ্ধপরাধীরা। দল-মত নির্বিশেষে রাজাকারের ফাঁসি চাই।
জয় বাংলা..