![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
So peace is on me the day I was born, the day that I die, and the day that I shall be raised up to life (again) (১৯:৩৩)
আজকে একই দিনে দুইটা ঘটনা ঘটেছে।
১।প্রথমত ব্লগার “নাজিব হোসেন আকাশ”এর ব্লগে “ইমাম মেহেদী (আঃ) এর মাধ্যমে রাসুল (সাঃ) এর প্রকাশ” –এই জাতীয় শিরোনামে (সঠিক শিরোনাম মনে নেই) লেখার মধ্যে আমি কমেন্ট বক্সে গতকাল তার লেখার জবাব দেই। আজকে দুপুরে উনি আমাকে একটা ছোট উত্তর দেন, সাথে একটা প্রশ্ন করেন।আমি উনার প্রশ্নের উত্তর লেখার পর পোস্ট বাটনে ক্লিক করে দেখি মেসেজ এসেছে “এই ব্লগটি সরিয়ে ফেলা হয়েছে”। আমি উনার ব্লগে ঢুকে দেখলাম যে উনি তার সব পোষ্ট সরিয়ে ফেলেছেন।
২। ব্লগার “সাইফুল্লাহ” এর সাথে প্রথম কথা হয় তার পোষ্ট “নিম হাকিম খাতরায় জান, নিম মোল্লা খাতরায় ঈমান” (Click This Link) এই পোস্টে। কথা প্রসঙ্গে উনি আমাকে প্রশ্ন করেন আমি উত্তর দেই, উনি আমার যুক্তি খন্ডন করে বলেন আমার উত্তর হয়নি। কেন হয়নি তার ব্যখা স্বরুপ উনি কোরআনের একটা আয়াত বলেন। এর প্রেক্ষিতে আমি উনাকে কোরআনের রেফারেন্স সহ প্রশ্ন করি, উনি সেই উত্তর এড়িয়ে যান। এর প্রসঙ্গ অন্যদিকে মোড় নেয়। উনার কথা অনুযায়ী “ হাদিস আল্লাহর ওহী এবং যে একটা হাদিস অস্বীকার করবে সে অমুসলিম”। আমি এর উত্তরে তাকে কয়েকটা স্পেসিফিক প্রশ্ন করি। উনি কোন উত্তর দেন নাই। এইটা সমস্যা না, সমস্যা হচ্ছেঃ
উনার আরেকটি পোস্টে “আল্লাহ কি সত্যি আছেন” (Click This Link )এই শিরোনামে একটি পোস্টে উনি কোরআনের একটা রেফারেন্স দেন। আমি সেই একই রেফারেন্স ধরে তাকে প্রশ্ন করি। উনি আমার প্রশ্ন পাশ কাটিয়ে উত্তর দেন। আমি তাকে আবার কমেন্ট করতে গেলে দেখি আমার কমেন্ট ব্লক। এর পর উনার ব্লগে গিয়ে দেখি উনার “নিম হাকিম খাতরায় জান, নিম মোল্লা খাতরায় ঈমান” এই পোস্টে আমার শেষ কমেন্ট যেটাতে আমি উনাকে স্পেসিফিক ১,২,৩ ধরে প্রশ্ন করেছিলাম, উনি তা মুছে দিয়েছেন।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭
শতদ্রু একটি নদী... বলেছেন: এদের নিয়ে সময় নস্ট করবেন না। এরা ব্লগার না। এরা হচ্ছে গর্ধবের স্যাম্পল, ছাগলের নমুনা।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই সমস্ত গর্ধবের স্যম্পলদের ছাগলামীর কারণেই ইসলাম নিয়ে আজ এতো সমালোচনা.........
মাঝে মাঝে মনে হয় এরাও বুঝি পেইড রিক্রুটেড !
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮
মারুফ তারেক বলেছেন: এদের বিরুদ্ধে অভিযোগ করা দরকার।