নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হরিশ চন্দ্র রায়

আমি হারিশ চন্দ্র রায় । আমি ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সিটিউট এ পড়ি আর এসি ডিপামেন্টে।

হরিশ চন্দ্র রায় › বিস্তারিত পোস্টঃ

ব্রন থেকে মুক্তি পাওয়ার ১১ টি বেস্ট উপায়

০১ লা জুন, ২০১৩ রাত ১:৩২

১. বরফ ব্যাবহারঃ

মুখে উপর বরফ ঘষুন ১০ মিনিটের মত ।

এতে ব্রন

কম বের হবে এবং ইতিমধ্যে যদি ব্রন

বেরিয়েও

থাকে, কমে যাবে ।

২. টুথপেস্ট ব্যবহারঃ

ব্রনের উপর সামান্য করে টুথপেস্ট

লাগিয়ে রাখুন

সারারাত । সকালে ধুয়ে ফেলুন । এতে ব্রন

আকারে কমে যাবে । এবং শুকিয়েও যাবে ।

৩. রসুন ব্যবহারঃ

ব্রনের উপরে এবং চারপাশে কাচা রসুন

ঘষে দিন ।

এতে খুব দ্রুত সমস্যার সমাধান

হবে এবং দাগ ও

অনেক কমে যাবে ।

৪. কমলার খোসা ব্যবহারঃ

কমলার খোসা বেটে পেস্ট

তৈরি করে মুখে মাখুন ।

ব্রন কমে যাবে ।

৫. মধু ব্যবহারঃ

ব্রন ওঠার সাথে সাথে এর উপরে মধু

লাগিয়ে দিন ।

এটা আর বাড়তে পারবে না ।

৬. কাগজি লেবু ব্যবহারঃ

ঘুমানোর আগে মুখে কাগজি লেবুর রস মাখুন

এবং সকালে ধুয়ে ফেলুন । মুখ ব্রন মুক্ত

থাকবে ।

৭. ভিনেগার ব্যবহারঃ

সামান্য পানি এবং ভিনেগার প্রথমে গরম

করুন

একসাথে । তারপর ঠাণ্ডা করে এই মিশ্রন

মুখে ব্যবহার করুন । ৫ মিনিট পর

ধুয়ে ফেলুন ।

৮. আলু ব্যবহারঃ

আলু স্লাইস করে কেটে ব্রনের উপর ঘষুন

৫-৭

মিনিট । ব্রনের আকার অনেক কমে যাবে ।

৯. শশা ব্যবহারঃ

শশা থেতো করে সামান্য লেবুর রস

একসাথে করে মিশিয়ে নিন

এবং মুখে লাগান ।

আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন । ব্রন হবে না ।

থাক্লেও

অনেক কমে যাবে ।

১০. মুখের পরিচ্ছন্নতাঃ

ভাল ফেস ওয়াশ দিয়ে দিনে অন্তত ২ বার

মুখ ভাল

করে পরিস্কার করবেন । মুখে কখনই সাবান

ব্যবহার

করবেন না । নোংরা কাজ করার পর

এবং প্রতিবার

বাইরে থেকে এসে ভাল করে মুখ ধোবেন ।

১১. চোখের ড্রপ ব্যবহারঃ

খুবই কার্যকরী পদ্ধতি । ব্রনের উপর ১

ফোটা করে ইউজ করলেই অনেক কমে যাবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.