নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

আসুন মৃত্যুর মিছিল একটু কমাই…

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩

বন্ধুদের দৃষ্টি আকর্ষন করছি…

…….সাভারে ”রানা প্লাজা” ধ্বসে পড়ার কারনে অনেক লোক আহত হয়ে মুমূর্ষ অবস্থায় এখন হসপিটালে আছে। তাদের জন্যে বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন। যারা রক্ত দিতে আগ্রহি দয়াকরে হসপিটালে যোগাযোগ করুন। …স্থান- এনাম মেডিকেল কলেজ হসপিটাল, সাভার, ঢাকা। ….যোগাযোগ- 01681212777 (রন্তু)

এনাম মেডিকেল– 027743779-82,01716358146



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার লোক প্রশাসন ট্রেনিং সেন্টার সহ যেসব জায়গায় আমার আপনার বন্ধুরা আছেন, তাঁদেরকে অনুরোধ করুন। এনাম মেডিকেল সহ আশেপাশের হাসপাতালগুলোতে শতশত শ্রমিককে ভর্তি করা হয়েছে, দয়াকরে রক্তদানে এগিয়ে আসুন।



যারা রক্ত দিতে পারবেন তারা উক্ত নাম্বারে ফোন করুন, রক্ত না দিতে পারলে পোস্টটি লাইক করুন অথবা শেয়ার করুন নিজের স্ট্যাটাসে, বিভিন্ন বাংলা পেইজে ও গ্রুপে, যেন অন্য কেউ এটি দেখে রক্ত দিতে এগিয়ে আসেন।



৮টি অপারেশন থিয়েটারে প্রায় ১৩০ জন চিকিৎসক আহতদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আহতদের জন্যে বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন। যারা রক্ত দিতে আগ্রহি দয়াকরে হসপিটালে যোগাযোগ করুন। জরুরী যে কাজটি করতে হবে তা হল যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদের বাঁচাতে হবে। আমাদের এক ব্যাগ রক্তই বাঁচাতে পারে একটি জীবন।

রক্ত দিন, জীবন বাচান।



গণজাগরণ মঞ্চে রক্ত সংগ্রহ চলছে।

মেডিকেল টীমের সাথে যোগাযোগঃ

ডাঃ উজ্জ্বল-০১৭১৭৬৪৩২০৫

সাগর- ০১৯২৫১৫০২০৪

রক্ত দানে আগ্রহীরা দ্রুত চলে আসেন শাহবাগ প্রজন্ম চত্বরের মিডিয়া সেলে।



‘পজেটিভ’ গ্রুপের রক্তগুলোর পাওয়া গেলেও ‘নেগিটিভ’ গ্রুপের রক্তগুলো পাওয়া যাচ্ছে প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম।।। যাদের নেগেটিভ রক্ত আছে তাদের কাছে হাত জোর মিনতি দ্রুত রক্ত দিয়ে সহায়তা করুন।।। এ-, বি -, এবি -, ও- সহ যাবতীয় নেগেটিভ গ্রুপের রক্ত জরুরি ভিত্তিতে খুব ই প্রয়োজন। মানুষ মানুষের জন্য।।। দয়া করে একটু এগিয়ে আসুন এই বিপদের মুহূর্তে।।।



আপনি আপনার ব্লাড গ্রুপ জানেন না ? সমস্যা নাই। কাছাকাছি থাকলে সাভারের এনাম মেডিকেলে চলে যান। গেলেই রক্ত দিতে পারবেন। সব গ্রুপেরই প্রচুর রক্ত দরকার। প্লিজ যান … মোবাইল করার চেয়ে সশরীরে গেলেই ভালো হয়…



সাভার ভবন ধসের ঘটনায় আটকেপড়া মানুষদের জন্য অক্সিজেন, শুখনো খাবার, পানি ও টর্চ লাইট/আলোর ব্যবস্থার প্রয়োজন ।

● আটকেপড়া মানুষদের জন্য বিভিন্ন স্বস্থ্য সেবা প্রিতিষ্ঠান সমূহকে অক্সিজেন সরবরাহ করার অনুরোধ জানানো করা হচ্ছে ।



আসুন মৃত্যুর মিছিল একটু কমাই…



যারা রক্ত দিতে পারবেন তারা উক্ত নাম্বারে ফোন করুন, রক্ত না দিতে পারলে পোস্টটি লাইক করুন অথবা শেয়ার করুন নিজের স্ট্যাটাসে, বিভিন্ন বাংলা পেইজে ও গ্রুপে, যেন অন্য কেউ এটি দেখে রক্ত দিতে এগিয়ে আসেন।



জরুরী যে কাজটি করতে হবে তা হল যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদের বাঁচাতে হবে। আমাদের এক ব্যাগ রক্তই বাঁচাতে পারে একটি জীবন।

রক্ত দিন, জীবন বাচান।



আপনি আপনার ব্লাড গ্রুপ জানেন না ? সমস্যা নাই। কাছাকাছি থাকলে সাভারের এনাম মেডিকেলে চলে যান। গেলেই রক্ত দিতে পারবেন। সব গ্রুপেরই প্রচুর রক্ত দরকার। প্লিজ যান … মোবাইল করার চেয়ে সশরীরে গেলেই ভালো হয়…



সাভার ভবন ধসের ঘটনায় আটকেপড়া মানুষদের জন্য অক্সিজেন, শুখনো খাবার, পানি ও টর্চ লাইট/আলোর ব্যবস্থার প্রয়োজন ।

● আটকেপড়া মানুষদের জন্য বিভিন্ন স্বস্থ্য সেবা প্রিতিষ্ঠান সমূহকে অক্সিজেন সরবরাহ করার অনুরোধ জানানো করা হচ্ছে ।



আসুন মৃত্যুর মিছিল একটু কমাই…

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.