![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কবিতারা অধূনা সারাবেলা আমারে পাশে ডাকে !
চেনা মুখ চারু সুর জীবনের সব চেনা পথ
অচেনা সরণে মেশে , মিছিলে মিছিলে অনিবার
অনুরাধা স্বাতীদের মাঠে - নক্ষত্র নহর ; ভেজে
ঝরা পাতা বুনোফুল এলোমেলো স্মৃতির শহর ।
মেঠো রোদ উড়োমাঠ- বিকেলের বেলোয়ারি দ্বিধা
চিলের ডানায় ভাসে ; উচাটন - যাবে কি যাবেনা -
উড়ে যায় ! কুয়াশায় ভেজা চোখ ফিরে ফিরে আসে
গোধূলীর মতো ম্লান- বিবস্বান ; বেদনার নদী ।
বুকের ভেতরে এক পাখি ডাকে , অচেনা কুহক
ইশারায় শিস দেয় - ‘চলো’ ! আনমনা মুঠো রোদ
বেদনার দিহি - দ্রোহের বিভায় কাঁপে , এলোসুর -
'যাবোনা যাবোনা' বোধি ; সোহমে শানিত আকুলতা !
০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৪
হাসান আল জামী বলেছেন: ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষণ !
মনোযোগ দিয়ে পড়েছেন বলে খুব খুশী হলাম ।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: