![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন কিছু লিখি বা বলি...তখন আমার উচিত ভদ্রতা এবং শালিনতা বজায় রাখা।
নোংরা ভাষায় কাউকে আক্রমণ করে কিছু বলা বা লিখার আমার কোন অধিকার নেই,কিন্তু আমি যদি লিখি তখন কেউ আমাকে আক্রমণ করে কিছু বলতেই পারে...
২| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১২
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।
৩| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৫
সুশান্ত হাসান বলেছেন: এটাই হয়...
৪| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩১
হাসান ইমরান বলেছেন: বাংলাদেশে ব্লগার শব্দটা দূষিত হয়ে গেছে এ ধরণের কিছু নোংরা চিন্তাধারার মানুষের করণে,
আর ও দেখছি নিজের ঢোল নিজেই পিটায়...
৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৩
ইসমাইলহোসেন০০৭ বলেছেন: চাইলেই সব কিছু পারা যায় না।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০
প্রামানিক বলেছেন: কথা ঠিক