নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

........পথ বড্ড অচেনা

হাসান খা

প্লিজ দেশটাকে বেচবেন না...দেশ কিন্তু আপনার আরেকটা মা...

হাসান খা › বিস্তারিত পোস্টঃ

সেই ছোট্টটি আমি আর নেই মা

৩০ শে মে, ২০১৫ রাত ১১:৪৭

সেই ছোট্টটি আমি আর নেই মা
তোমার হাত ধরে হাটতে শেখা ছোট্ট হাসান
আর আমি নেই মা।

আমার সেই হাতটি ধরে আছে এক আফ্রিকান গোলাপ
তোমরা যাকে ডাক নাসরীন
আমার সপ্নপূত্র সাজিদের মা।

মাগো, আমার ঠোট ফুলানি, চোখের দৃষ্টির চাওনি
এখন আর কেউ তোমার মত করে তাকায়না
বিহবল আমাকে আর কেউ তোমার মত আদর করে না
আমার দূঃখের গান শুনার জন্য কারও সময় হয় না।

তুমিতো আজ সব দেখেও নীরব
বুঝেও বোঝনা, শুনেও শোননা
আমার জন্য আমি ছাড়া আর কেউ নেই মা
দায়িত্ববোধ, কর্তব্যগুলোর মাঝে ছেলেমানুষিতে মগ্ন থাকা
তোমার ছোট্ট হাসানকে আর এখন মানায় না।

শখ করে যে গোলাপ কিনলাম, তার সব কাটায় ভরা
আমার দুঃখ শোধন কাটার আদর ছাড়া আর কিছুই না
তোমার জীবনযুদ্ধের সপ্নের হাসান
আজ তোমায় তার সব কথা বলতে পারে না
তাই তোমার দুঃখ দেখার সময় সে রাখে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৫ রাত ১২:৪৩

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: মা এর কথা মনে করিয়ে দিলেন ভাই। গত কুরবানী ঈদে বাড়ি গিয়েছি। আজ কতদিন পার হল। ভালো থাকুক পৃথিবীর সকল মা।

২| ৩১ শে মে, ২০১৫ দুপুর ১২:৪২

হাসান খা বলেছেন: ভাল থাকুক পৃথিবীর সকল মা.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.