![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধ্য রাতের নির্ঘুম চোখ
তন্বী চাঁদের ম্রীয়মান মূখ
ফিরে এলে দিন কাজ সারাক্ষণ
স্মৃতির হানা যখন তখন
ফিরে এলে রাত স্মৃতির দহন শুরু
শিশু চাঁদ যেন প্রিয়ার বাঁকা ভুরু
সময় বলে আয় সাথে যাবি
অতীত বলে কোথায় পালাবি
ফেলে আসা স্মৃতি বড় নচ্ছার
ছন্দে বর্ণে ফিরে বার বার
যে খেলায় মন মেতেছিলো ভুলে
চলে যায় সে পেছনে ফেলে
দুর থেকে তুমি দেখবে লুকিয়ে
মনের প্রগাঢ় পর্দা সরিয়ে
ফিরে ফিরে আসে অলস দুপুর
অস্ফুটে বাজে স্মৃতির নূপুর
ভুলের ছায়া শুধু বড় হয়
আমার হলো হার তোমারই জয়
©somewhere in net ltd.