![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে ২০০৮ সালে।আর তার সাথে থমকে যায় ৫৫ হাজার শ্রমিকের জিবন,যারা মালয়েশিয়াতে তাদের ভিসার খরচ সহ প্রায় সব টাকাই পরিশোধ করেছিল।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় পর আমাদের প্রবাসী কল্যান মন্ত্রী শ্রমিকদের প্রতি ওনার অতিমাত্রায় ভালবাসা থাকাতে উদ্দোগে নেয় কম খরচে তাদেরকে বিদেশ পাঠানোর,
উদ্দোগটি অবশ্যই প্রশংসনীয়...
তবে উনি বেমালুম ভুলে গেলেন আগের ৫৫হাজার ভিসার কথা।
কেন উনি ভুলে গেলেন?এই ব্যাপারটা আমার কাছে কেন যাদের বিবেকবুদ্ধি তাদের সবার কাছেই খটকা লেগেছিল।শ্রমিকদের প্রতি যে মন্ত্রী মহোদয়ের এত মমতা তিনি এতবড় একটা ভুল কিভাবে করল?নাকি আমাদের দুতাবাস মন্ত্রীকে এই ব্যাপারে অবগতই করেনি?
যাই ঘটুক না কেন ৫৫হাজার শ্রমিকদের জীবনে নেমে এসেছে অভিশাপ....
শুধু এরাই নয়,কম খরচে মালয়েশিয়া পাঠাবে বলায় আরোও ১৪ লক্ষ শ্রমিক মালয়েশিয়া যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করে।
প্রাথমিক ভাবে ১০০০০ বাছাই হয়েছে বললেও ২৭৩জনএর মতো মালয়েশিয়াতে এসেছে বিগত দুইবছরে..
মন্ত্রী মহোদয়ের কাছে এই হিসাব মনে হয় নেই। উনি শ্রমিকদের মৃত্যু সম্মন্ধে যা বললেন তাতে মনে হওয়া সাভাবিক যে উনার ধ্যান ধারনা আধ্যাত্মিক টাইপের্।উনাকে এরকম অতি সাধারন বিষয় সহজে স্পর্শ করেনা.....
এদিকে শ্রমিকরা মন্ত্রী মহোদয়ের কথায় আস্থা রাখতে না পেরে কিংবা ধৈর্য্যএর বাদ ভেংগেই হোক কক্সবাজার থেকে সাম্পানে করে মালয়েশিয়া যাওয়ার জন্য সাহস জুটিয়ে ফেলে অনেকে।তারপরের ঘটনা ত সবারই জানা।অগনিত শ্রমিক লাশ হয়ে মিশে গেছে বংগোপসাগরের লোনা জলে।
এর জন্য দায়ী কে আমাদের আধ্যাত্মিক মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে।
রাজিবুল হাসান
২১/০২/২০১৪
©somewhere in net ltd.