![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেলজিয়াম রুয়ান্ডা ছাড়ার সময় হুতু এবং তাতসীদের মধ্যে বিভেদের দেয়াল তৈরিতে সক্ষম হয়েছিল।যার ফলে রুয়ান্ডার এই দুটি জাতি লিপ্ত হয়েছিল একটি রক্তক্ষয়ী গৃহযুদ্ধে..
মারা গিয়েছিল অগনিত জনগন যার অধিকাংশই ছিল তাতসী। তেলাপোকার সাথে তুলনা করে নির্বিচারে হুতুরা চালিয়েছিল এই হত্যাকান্ড এবং তা করেছিল জাতিসংঘের সৈন্যদের সামনেই। সাধারন জনগনের সপ্ন দেখত যে,একদিন জাতিসংঘের সৈন্য আসবে আমাদেরকে রক্ষা করতে।
জাতিসংঘের সৈন্য রুয়ান্ডায় পৌচেছিল কিন্তু তারা কুটনৈতিক মিশন ও অন্যান্য মিশনের শুধুমাত্র বিদেশিদেরই উদ্ধার করেছিল।
লজ্জায় জাতিসংঘের রুয়ান্ডার দায়িত্বে থাকা সেনা অফিসার সেদিন শুধু বলেছিলেন,"western world don't care about you".তুমাদের থেকে নেওয়ার মতো তেমন কিছুই নেই।তাই পসচিম দুনিয়ার কোন মাথাব্যাথা নেই তুমাদেরকে নিয়ে।
অন্যদিকে,যদিও UN জানত আফগানিস্তানের নিরীহ ভেড়া ও ছাগলের পালদের টুইন টাউয়ার ধংসের ব্যাপারে কোনরুপ ভুমিকাই নেই তারপরও তারা আফগানিস্তানে আক্রমণ করেছিল শুধুমাত্র পশ্চিমী দুনিয়ার সার্থ ছিল বলেই।
বাংলাদেশে নির্বাচন উপলক্ষে জাতিসংঘের প্রেরিত দুত তারানকোর উপস্তিতিতেই কিন্তু আওয়ামিলীগ সরকার আজকের এই নির্বাচন কার্যক্রমের অনেকটাই এগিয়ে নিয়ে যায়।তারানকো যখন সমজোতার রাস্তা বের করতে ব্যস্ত তখন সরকার ব্যস্ত ছিল প্রহসনের নির্বাচন এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে।অনেকটা যেন তারানকো আওয়ামীলীগের হয়েই কাজ করেছে।দেশবাসী যেখানে সপ্ন দেখতে শুরু করেছিল তারানকো একটা সমাধানের পথ খুজে বের করবে।সমাধানের পথ বের করাও সম্ভব ছিল যদি সেই অর্থে জাতিসংঘ এগিয়ে আসত।কার সার্থে জাতিসংঘ এখানে ইউ-টার্ন করলো?
মাজেনাও সমজোতার কথা বলে শুধুই সময় নস্ট করেছেন।তবে তার কাজ সে করেছে ইতিমধ্যেই।টিফকা চুক্তি,যার জন্য হুমকির মুখে পড়েছে আমাদের ঔষধ শিল্প।
হিলারী ক্লিনটন ও আমাদের মাননীয় প্রধান মন্ত্রীর মধ্যকার টেলিকনভার্সনও ঈংগিত দিয়েছিল যে,ফকরুদ্দিন-মঈনূদ্দীন সরকার আওয়ালীগকে ক্ষমতায় আনার পিছনেও পশ্চিমী দুনিয়ার সার্থ জড়িত ছিল।
এবারের এই প্রহসনের নির্বাচনেও ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়া কাওকেই জোড়ালো প্রতিবাদ করতে দেখিনি বর্ংচ তাদের প্রতিনিধিদের উপস্তিতিতে নির্বাচন কার্যক্রম এগিয়ে নিয়েছে সরকার্।
এখানেই ভয় যে,বাংলাদেশ কি কি হারালো এই নির্বাচন আয়োজন করতে!আমাদের সার্থ নিয়ে আমাদেরকেই ভাবতে হবে।যতদিন আমরা তা করতে না পারব ততদিন আমাদের উন্নয়নের পথে আমরাই বাধা হয়ে থাকব।
রাজিবুল হাসান
০৫/০১/২০১৪
©somewhere in net ltd.