নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজিবুল হাসান

হাসান রাজিবুল

হাসান রাজিবুল › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তান,সাহেবজাদা ইয়াকুব খান ও আমার সাধীন দেশের পরাধীন পুলিশ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

পাকিস্তান,সাহেবজাদা ইয়াকুব খান ও আমার সাধীন দেশের পরাধীন পুলিশ।

-------------------------

ইয়াহিয়া খান পুর্ব পাকিস্তানীদের স্তব্ধ করাতে ইয়াকুব খানকে অর্ডার করেছিলেন,"Shoot,kill,terrorise and destroy the so called spirit of joy Bangla. Restore the full authority of the central government of Pakistan."

ইয়াকুব খান উত্তর দিয়েছিলেন আমি আমার সেনাবাহিনীকে নিজের দেশের জনগনের উপর গুলি ছোড়ার নির্দেশ দিতে পারব না।

যে কারনে তাকে সরিয়ে বসানো হয়েছিল টিক্কা খানকে।

সাহেবজাদা ইয়াকুব খান পাকিস্তানী হয়ে যে কাজটি করতে পারেন নি,তাই অবলিলায় করে যাচ্ছে আমার সাধীন দেশের পুলিশ। কাল্পনিক এক দানবের ভয় দেখিয়ে দেশের জনগণের মধ্যে যে বিভেদের দেয়াল তৈরী করা হয়েছে তাতে শোষকদল সফল হয়েছে।অন্তত আইন সৃঙ্খলা বাহিনীর উগ্র রুপ আর আ:লীগ কর্মীদের বর্বর ও হিস্র আচরন তো তাই প্রমান করছে।

বইয়ে পড়া সোনার বাংলা বাস্তবে এখনো আমরা গড়ে তুলতে পারিনি। একটি জাতিকে যদি তিনশ বছর পরেও divide and rule এর একই ফরমুলায় কেউ শোষণ করতে পারে তাহলে বুঝতে হবে আমরা গভীর সমস্যায় জর্জরিত।,,যার থেকে মুক্তি পাওয়া অনেকই কঠিন তবে অসম্ভব নয়।

তা নাহলে সোনার বাংলা শুধু বইয়ের পাতায়ই থেকে যাবে অথবা শেখ হাসিনা খুনিদের যেভাবে সোনার ছেলে বলে ডাকছেন তাতে একদিন দেখা যাবে এর অর্থই পাল্টে গেছে।



রাজিবুল হাসান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.