![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#ফ্লাইট এমএইচ -১৭//
হতে পারেভুল বুঝাবুঝি কিন্ত দুনিয়ে ছেড়ে চলে গেল ২৯৮ টি তাজা প্রান//
ফ্লাইট এমএইচ-১৭ নিয়ে ইউক্রেন বিদ্রোহীদের টেলিফোন রেকর্ড থেকে পাওয়া গেছে তিনটি টেলি কনভার্সেশন//
………………
#১
বিকাল চারটা বেজে চল্লিশ মিনিট
বিদ্রোহী গ্রুপের কমান্ডার ইগর বেজলর ও রুশ সেনাবাহিনীর কর্নেল ভাসিলিয়েভস্কি জেরানিনের কথোপকথন:
ইগর্: এখনই একটি বিমান লক্ষ্য করে ক্ষেপনাস্র ছুড়েছি।
ভাসিলি: আপনার পাইলট রা কোথায়?
ঈগর্: ধংসাবশেষ দেখতে গিয়েছে।ছবিও তুলবে,ধোয়া দেখা যাচ্ছে।
ভাসিলি: কতক্ষন আগের ঘটনা?
ইগর্: প্রায় আধাঘন্টা.
…………
#২
বিকাল ৫টা ২০
মেজর ও গ্রিক নামে দুই বিদ্রোহীর কথা
মেজর: চেরনুখিনের কসাওকরাই এসব কাজ করেছে।
গ্রিক: আপনি কি দেখলেন?
মেজর্: ওহ, গড! আমি একশোভাগ নিশ্চিত যে,এটা একটি যাত্রীবাহী বিমান।
গ্রিক : কোন অস্ত্রের ধংসাবশেষ দেখেছেন?
মেজর: না, কিছুই নেই. শুধু ওষুধ,তোয়ালের মতো সাধারন জিনিস পরে আছে।
#৩
বিদ্রোহী নেতা নিকোলের সাথে আরেক বিদ্রোহীর কথোপকথন:
বিদ্রোহী: গ্রাভোবোর কাছে বিমানটি পড়েছে।টিভিতে বলছিল পন্যবাহী বিমান কিন্তু ইউক্রেনের আকাশে কি করছিলাম?
ণিকোলে: তাহলে নিশ্চয়ই গুপ্তচর নিয়ে যাচ্ছিল। যুদ্ধ চলাকালীন সময়ে মোটেও এখান দিয়ে ওড়া উচিত হয়নি।
২| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:১৫
ওপেস্ট বলেছেন:
এইা পেন্সিল গুলানের এত পা্ওয়ার
১৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:১৭
হাসান রাজিবুল বলেছেন: এর নাম বুক
‘বুক’কে এস-১৭ গ্রিজলিও বলা হয় এবং বিমান বিধ্বংসী ভ্রাম্যমাণ এ ব্যবস্থা ট্রাকে স্থাপন করা যায়। বিভিন্ন দিক থেকে উড়ে আসা ছয়টি লক্ষ্যবস্তুতে একই সঙ্গে এ থেকে আঘাত হানা সম্ভব। সামরিক বিষয়ক ওয়েবসাইট গ্লোবালসিক্যুরিটি ডট কম এ তথ্য জানিয়েছে।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:০৬
ওপেস্ট বলেছেন: পুতিনের বিমান ভেবে এমএইচ১৭ ফেলে দিয়েছে সিআইএ!