নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজিবুল হাসান

হাসান রাজিবুল

হাসান রাজিবুল › বিস্তারিত পোস্টঃ

পদ্মায় ডুবে যাওয়া পিনাক ছয়ের উদ্ধার কার্যে শম্বুক গতির জন্য লজ্জিত নন মন্ত্রীমহোদয়..

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২১

পদ্মায় ডুবে যাওয়া পিনাক ছয়ের উদ্ধার কার্যে শম্বুক গতির জন্য লজ্জিত নন মন্ত্রীমহোদয়..

-----------------------





পিনাক ৬ শরিয়তপুর থেকে দুইশতাধিক যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার সময় দেখতে দেখতে তলিয়ে যায় উত্তাল পদ্মায়। এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি লঞ্চটি। এখন পর্যন্ত এখানে সেখানে ভেসে উঠেছে ২১ টি লাশ।

নৌপরিবহনমন্ত্রী আশংকা করছেন, নিখোঁজ যাত্রীদের কেউ আর বেচে নেই।

"এই ঘটনার জন্য মন্ত্রী মহোদয়ের পদত্যাগ করার সম্ভাবনা আছে কিনা ?" মন্ত্রী সাহেবকে সাংবাদিকদের করা এই প্রস্নের জবাবে জানালেন "কেন পদত্যাগ করব? আমাদের এই আমলের চেয়েও বেশী লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে বিএনপর আমলে।"

উত্তরটি যে খুবই স্মার্ট তা বলার অপেক্ষা রাখেনা।

কিন্ত তিনাদের একে অপরকে স্মার্টলি ঘায়েল করাতে কি লঞ্চ ডুবিতে জনগণের মৃত্যু থেমে থাকছে?

উদ্দার কাজে এখনো ব্যাবহ্রত হচ্ছে মান্ধাতা আমলের পদ্ধতি। সারা দেশ যখন ডিজিটালাইজড হয়ে গেছে বলা হচ্ছে, সেখানে উদ্ধার কার্য কেন ডিজিটালাইজড হচ্ছে না?

সরকার যেখানে সাধারণ মানুষের সাভাবিক জীবন কিংবা মৃত্যুর গ্যারান্টি দিতে পারছে না সেখানে মারা যাওয়ার পর তাদের লাশ যাতে উদ্ধার করে সেই গ্যারান্টি টুকু সরকারের অন্তত দেওয়া উচিত।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৭

জাহিদ ২০১০ বলেছেন: আগে বিএনপি নেতারা পদত্যাগ করুক তারপর উনি পদত্যাগ করবেন।

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪১

হাসান রাজিবুল বলেছেন: যতার্থই বলেছেন।
ধন্যবাদ।

২| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫০

নুরএমডিচৌধূরী বলেছেন: এপরোসিয়েট .......বাংলাদেশের রাজনিতিতে লজজা নেই কাকে কি বলবেন....যত লজজা ত আপনার আর আমার

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৩

হাসান রাজিবুল বলেছেন: ঠিকই বলেছেন,মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৫

কোয়ান্টাম ফ্লাকচুয়েসন বলেছেন: যেই মূহুর্তে লঞ্চটি ডুবে যায় তখন ২ নম্বর সতর্ক সংকেত চলছিল, পিনাক ৬ এর ফিটনেস সার্টিফিকেট ছিল না, তাছাড়া লঞ্চটি যাত্রী ধারন ক্ষমতার তিনগুন যাত্রী পরিবহন করছিলো, এসব অনিয়ম তদারকি করার দায়িত্ব ছিল সংশ্লিষ্ট প্রসাশন এবং নৌ মন্ত্রনালয়ের।

যথাযথ পদক্ষেপ পালন না করে যাত্রীদের এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হত্যার শামিল। তাই দায়িত্বে অবহেলার দায়ে, নৌ মন্ত্রী এবং সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের অপসারন এবং কঠোর শাস্তি দাবি করছি।

পাশাপাশি খোলা হয়েছে একটি অনলাইন পিটিশন, সবাই সাইন করুন এবং আপনার প্রতিবাদ জোড়ালো করুন। http://chn.ge/1noFXDB

চলুন আমরা সবাই ঐকবদ্ধ হয়ে প্রতিবাদ করি, ইভেন্টটি শেয়ার করুন, প্রতিবাদকে উতসাহিত করুন।

হ্যাশট্যাগ: ‪#‎RemoveShahjahan‬ ‪#‎ShahjahanMustGo‬ ‪#‎ProtestBangladesh

যারা মনে করছেন নৌ মন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা উচিত, অনুগ্রহ করে এ পিটিশনটিতে সাইন করুন। এটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। ধন্যবাদ।

Click This Link

০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২১

হাসান রাজিবুল বলেছেন: এরা ভদ্রভাবে যে পদত্যাগ করবে না তা ত বলেই দিয়েছে। তারপরও আমাদের কিছু করা উচিত। আমি আপনার সাথে একমত। আমিও আছি আপনার সাথে।

৪| ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৭

ইসপাত কঠিন বলেছেন: প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করা যায় না। কেউ সাহস করে যুদ্ধ করলেও জেতা যায় না। বর্ষাকালে প্রচন্ড খরস্রোতা পদ্মার বুকের যে অংশে নৌযানটি ডুবেছে, সেটি ঐ নির্দিষ্ট স্থানে নেই বললে চলে। প্রমত্তা পদ্মা তাকে ভাসিয়ে কোথায় নিয়েছে তা বলা সম্ভব নয়। হয়ত বা নৌযানটি এখনো পদ্মার বুকে কোনখানে আছে, হয়ত বা মেঘনার বুকে পড়েছে। প্রমত্ত নদীগুলো এমন আচরনই করে। সেই নদীতে নৌযানটিকে খুঁজে পাওয়া যতটা সহজ ভাবছেন, ততটা নয়। দেখতেই পাচ্ছেন মৃতদেহগুলো বিভিন্ন জেলা থেকে উদ্ধার হচ্ছে। এখানে শম্বুক গতির কিছুই নেই। সাইড স্কয়ানার সোনার দিয়ে আশেপাশের ২০০ মিটার পর্যন্ত ডুবে থাকা বস্তু দেখা যায়। এবার পদ্মার বুকের আয়তন চিন্তা করুন। এবং চিন্তা করুন নৌযানটি স্রোতের টানে মেঘনার কাছেও যেতে পারে। আল্লাহ প্রকৃতির বুকে কি অপরিসীম শক্তি দিয়েছেন তা আমরা কতটুকু জানবো? ওয়াটার প্রেসার দিয়ে ইস্পাত ও কাটা যায়। তাহলে পানির অকল্পনীয় শক্তি চিন্তা করে দেখুন। এসব কথা চিন্তা করলে উদ্ধার কাজের গতি নিয়ে প্রশ্ন তোলা ঠিক হবে না।

তবে হ্যাঁ। আমাদের রাজনীতিবিদদের যদি লজ্জা থাকতো তাহলে এই বান্দা দূর্যোগপূর্ণ আভাওয়ায় চলার অনুপযোগী, ফিটনেস সার্টিফিকেটবিহীন, অতিরিক্ত যাত্রীবোঝাই নৌযানটির চলাচল রোধ করতে না পারায় এতগুলো জীবননাশের দায় নিয়ে পদত্যাগ করতেন।

০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫০

হাসান রাজিবুল বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে উত্তাল পদ্মার দিকটি ফুটিয়ে তুলার জন্য।তারপরও দায়িত্বে লোকদের দায়িত্বহীনতাও দায়ী লঞ্জ ডুবির জন্য। হরহামেশাই যা ঘটছে তার জন্য কিছুটা হলেও উদ্দোগ নেওয়া উচিত। উদ্দোগ না নিয়ে একে অপরকে দোষ দিয়ে কি লাভ?

৫| ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০২

ইসপাত কঠিন বলেছেন: আমি নৌযানডুবির জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যাক্তিবর্গ, মালিক, সারেংদেরকেই দায়ী করছি। শুধু বলতে চেয়েছি ডুবে যাওয়ার পর উদ্ধারকাজটি খুবই দূরুহ।

আমাদের অর্থাৎ যাত্রীদেরও এবিষয়ে সচেতন হতে হবে। ধৈর্য্য ধারন করে অতিরিক্ত যাত্রী হয়ে নৌযানে ওঠার প্রবণতা পরিত্যাগ করতে হবে।

ধন্যবাদ।

০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

হাসান রাজিবুল বলেছেন: আমিও এই ব্যাপারে আপনার সাথে একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.