নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজিবুল হাসান

হাসান রাজিবুল

হাসান রাজিবুল › বিস্তারিত পোস্টঃ

ওনাদের খুউব 'কস্ট' হয়, তবুও ঘটনা গুলি অবিরাম ঘটছে..

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩২

ওনাদের খুউব 'কস্ট' হয়, তবুও ঘটনা গুলি অবিরাম ঘটে চলছে

……………



ডুবে যাওয়া পিনাক ছয়ের মালিক আবু বকর সিদ্দিক ওরফে কাল্লু লঞ্চডুবিতে নিহতদের উদ্দেশ্যে বলে, 'যারা মারা গেছে, তাদের জন্য আমার খুব কস্ট লাগছে। আমার বুকটা ফাইট্টা গেছে।'



পিনাক ছয় ডুবে যাওয়াতে আমাদের নৌপরিবহনমন্ত্রীও এতোটাই কস্ট পেয়েছিলেন যে, জনসমক্ষে উনি উনার কান্না চেপে রাখতে পারেননি।



কাল্লু যদিও অনেক কস্ট পেয়েছে , ধরা পরার পরে সে যথারীতি লঞ্চডুবির দায় অন্যের উপর চাপিয়ে দিয়েছে।

সংবাদ সম্মেলনে কালু মিয়া বলে, ‘ঈদের আগে ও পরের ১০ দিন লঞ্চের নিয়ন্ত্রণ মালিকদের থাকে না। এই নিয়ন্ত্রণ বিআইডব্লিউটিএ এবং ঘাট কর্তৃপক্ষ নিয়ে নেয়। এজন্য লঞ্চডুবির ঘটনার দায় তাদেরই নিতে হবে।’



এই দুর্ঘটনার জন্য সে অনুতপ্ত কিনা - সাংবাদিকদের এই প্রস্নের জবাবে পিনাক ছয়ের মালিক বলে, 'আমি যদি একটা বড় লঞ্চ কিনতে পারতাম, তাহলে এই দুর্ঘটনা ঘটত না।'

আসলেই তো আমাদের সাধারণ জনগণের উচিত ছিল তাকে বড় লঞ্চ কিনার জন্য আর্থিক ভাবে সহায়তা করা। তা না করে তাকে দোষী সাব্যস্ত করছি।

বাহ কি সুন্দর আবদার কাল্লু মিয়ার!

অবাক না হয়ে পারা যায় না।

আর তাকেই বা দোষ দিয়ে কি লাভ?

কিছুদিন আগে আমাদের সমাজকল্যাণ মন্ত্রী সাংবাদিকদেরকে লম্পট, চরিত্রহীন বলার পরদিনই সাংবাদিকদের খারাপ লাগাতে তিনিও খুব 'কস্ট ' পেয়েছিলেন।এবং তা তিনি গনমাধ্যমকেও জানিয়েছিলেন। বলা হয়ে থাকে এমপি মন্ত্রীরা হচ্ছে জনপ্রতিনিধি। তাহলে এটাইতো সাভাবিক যে, কাল্লুরাও জনপ্রতিনিধিদের দেখানো পথে হাটবেন।





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৭

হাসান রাজিবুল বলেছেন: সংবাদ সম্মেলনে কালু মিয়া বলেন, ‘ঈদের আগে ও পরের ১০ দিন লঞ্চের নিয়ন্ত্রণ মালিকদের থাকে না। এই নিয়ন্ত্রণ বিআইডব্লিউটিএ এবং ঘাট কর্তৃপক্ষ নিয়ে নেয়। এজন্য লঞ্চডুবির ঘটনার দায় তাদেরই নিতে হবে।’

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.