![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতিহাস ভাজা খাইতে মজা
================
২য় বিশ্ব যুদ্ধ চলাকালীন সময়ের একটি ঘটনা।
গ্রামের বয়স্ক লোকেরা পন্ডিত মশাই সহ বসেছে গ্রামের মাতাব্বরের বাড়ির উঠানে। সবার হাতেই হুক্কা আছে।
আলোচনার বিষয়: বিশ্ব যুদ্ধ
সবচেয়ে বয়স্ক লোকটি হুক্কায় টান দিয়ে বললো, জার্মানেরা নাকি কি একটা পুর নিয়ে নিছে।
পন্ডিতমশাই হুক্কায় টান দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। টান না দিয়ে হালকা কাশি দিয়ে বলল, পুর না সিংগাপুর্। জার্মানিরা না জাপানীরা নিছে।
দর্শকের (তাদের কারো হাতেই হুক্কা ছিল না)আসনে বসা একজন জিজ্ঞেস করলো, এই সিংগাপুর কোন জেলা হতে পারে পন্ডিত মশাই?
পন্ডিত মশাই একটু দম নিয়ে বললেন, মোদেনীপুর জেলায় পড়েছে এই সিংগাপুর্।
পন্ডিত মশাইয়ের জ্ঞানে মুগ্ধ হয়ে গ্রামবাসী কিছুক্ষণের জন্য ভুলে গেল যুদ্ধের কারনে সৃস্টি হওয়া দুর্ভিক্ষকেও।
এখন অবশ্য পন্ডিত সাহেবদের অবস্থার পরিবর্তন হয়েছে।
এখনকার পন্ডিতমশাইরা পুরা মবিলে ভেজে বিক্রি করছে 'ইতিহাস ভাজা'।
এর যে স্বাদ মুখে লেগে থাকে!
লাইন দিয়ে টাকা খরচ করে কিনে মুখে দিয়ে সবাই বলছে. আহ! কি স্বাদ, ভুলাই যায়না!
সেই ইতিহাস ভাজার এমনই স্বাদ যে, আমরা ভুলে যেতে বাধ্য হই বর্তমান সময়ের দুরাবস্থার কথা।
খাই আর সবাই ছড়া কাটি,
ইতিহাস ভাজা
খাইতে মজা
না খাইলে
তুই দেশের বোঝা।
* মুল ভাবনাটি অশনিসংকেত থেকে নেওয়া।
Click This Link
#ইতিহাসকথাবলে ১০
Click This Link
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪৮
আমিনুর রহমান বলেছেন:
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫৩
হাসান রাজিবুল বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১০
হাসান রাজিবুল বলেছেন: * মুল ভাবনাটি অশনিসংকেত থেকে নেওয়া।
Click This Link
#ইতিহাসকথাবলে ১০
Click This Link