![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি,বাংলাদেশী কেউই নই
-------------------------------------------------------
কেউ আওয়ামী লীগ
কেউ বিএনপি,
বাংলাদেশী কেউই নই।
রাজতন্ত্র কায়েমে অতি উত্তম বিভাজন।
গণতন্ত্র গনতন্ত্র বলে গলা দিয়ে রক্ত বের করে রাজতন্ত্র কায়েমের এই অভিনব পন্থা পৃথিবীর আর কোথাও আছে বলে আমার জানা নেই।
বিভাজনটি এত সুন্দর ভাবে করা হয়েছে যে,আমরা ভূলেই গেছি 'আমরা বাংলাদেশী'।
যে জাতি নিজেকেই ভূলে যায় তারা দাসত্বের শিকলে আটকা পরে কোন না কোন ভাবে। ইতিহাস অন্তত তাই বলে।
আমরা যারা আওয়ামী লীগার তারা আওয়ামী নেতাদের ভুলকে সহী মনে করছি। একই অবস্হা বিএনপির লোকেদের ক্ষেত্রে। আমাদের এহেন চিন্তাভাবনায় কখনো কখনো বিকলাঙ্গদেরকেও েতা ত মানছিই সেই সাথে তাদের ত্রুটি গুলোকেও সহীরুপ দিতে জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছি।
একটা কথা না বললেই নয়, যতদিন পর্যন্ত না আমরা আমাদেরকে বাংলাদেশী হিসেবে প্রস্তুত করতে পারব ততদিন পর্যন্ত আমাদেরকে রাজতন্ত্রের গোলাম হয়েই থাকতে হবে। রাজার বদল হবে তাতে আমাদের ভাগ্যের কোনরুপ হেরফের হবেনা। কারন আমরা বাংলাদেশী হওয়ার আগেই কোন না কোন রাজার সন্াদেরকে রাজা বানানোর সপ্ন দেখতে শুরু করি।
আমাদের নেতারাও কি চাইছে আমরা বাংলাদেশী হই?
উত্তর : না।
আমি মনে করি শেখ হাসিনা কিংবা খালেদা জিয়া মধ্যে কেউ যদি এই পদক্ষেপ নিত, সে জনগণের মধ্যমণি হয়ে থাকত।
২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩০
হাসান রাজিবুল বলেছেন: বলতে ারেন।
২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৫
হাসান রাজিবুল বলেছেন: এই পোস্টটির জন্য রাণীমাদের শিষ্যরা আমাকে তিরস্কিত করবে বইকি
২| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫০
মনুমনু বলেছেন: কর্মচারী ছিলেন,
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৯
হাসান রাজিবুল বলেছেন: আপনি কি অর্জুন?
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩২
হাসান রাজিবুল বলেছেন: arjun, byomkesh or feluda?
৩| ২৭ শে মে, ২০১৫ বিকাল ৩:৪৭
মনুমনু বলেছেন: অনেক দেরি! সামুতে আসিইনা। আমি মনুমনুই। আপ্নার এই পোস্টটি বাস্তবতার দাবি করে। ভালো থাকুন, এই কামনা
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৬
খেলাঘর বলেছেন:
আপনি ১ জন বাংলাদেশী?