নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজিবুল হাসান

হাসান রাজিবুল

হাসান রাজিবুল › বিস্তারিত পোস্টঃ

'ক্লু-লেস'

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৬

'ক্লু-লেস'
অভিজিত হত্যা কান্ডের কোন ক্লু পায়নি বলে জানিয়েছে তদন্তকারী পুলিশ।

আজ ওয়াশিকুরকে কুপিয়ে পালানোর সময় পথচারীদের সহায়তায় জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুজনকে আটক করে পুলিশ৷ জিকরুল্লাহ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ছাত্র আর আরিফুল ইসলাম মিরপুর দারুস সালাম এলাকার দারুল উলুম মাদ্রাসার ছাত্র৷ তারা বলছে, ব্লগ কি তা তারা বুঝেই না।
প্রস্ন হচ্ছে,তাহলে তারা কেন খুন করলো ওয়াশিকুরকে?
উত্তরে তারা যা জানিয়েছে তা হলো, একজন হুজুরের আদেশে তারা খুন করেছে ওয়াশিককে।হুজুর তাদেরকে বলেছেন যে, সে ইসলামের বিরোদ্ধে লেখে।
কে সেই হুজুর?
কেন উনার নাম -পরিচয় এখনো জানানো হচ্ছে না?
সংশয়ঃ ' ক্লু ' সহ ধরা পরার পরও এটা একটি 'ক্লু-লেস' কেইস হয়ে যাবে নাতো?

প্রতিটি খুনেরই সুষ্ঠ তদন্ত হওয়া উচিত বলে আমি করি।
তা না হলে যে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চলে যাওয়ার সম্ভবনা থাকে। ।্

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪১

মাঘের নীল আকাশ বলেছেন: সহমত!

৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

হাসান রাজিবুল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.