নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোয়াই পাড়ের রাজু ।

হাসান রাজু

ডুব দিয়ে দিয়ে স্বপ্ন তুলে আনি ।

হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

আয়কর উপদেষ্টা হৈছি :D অন কিত্তাম ? হাউ পরামর্শ দি হেল্পান ।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২১

পাইয়াছি আমি ইহাকে পাইয়াছি । ইনকাম ট্যাক্স প্রেকটিশনার এর সার্টিফিকেট পাইয়াছি । অবশেষে আমি একজন আয়কর উপদেষ্টা হইতে পারিয়াছি । জাতীয় রাজস্ব বোর্ড আমাকে একজন আয়কর আইনজীবী হিসেবে সনদ দিয়াছে । এবং জাতীয় রাজস্ব বোর্ডের তালিকাভুক্ত করিয়া লইয়াছে । এখনও বাংলাদেশ ট্যাক্স বার এসোশিএশন এর তালিকাভুক্তিকরন বাকি রইয়াছে । এটা হলেই প্র্যাকটিস শুরু করিতে পারিব ।

গতকাল প্রশিক্ষনের নামে ২ ঘণ্টার আগ্রুম-বাগ্রুম শুনাইয়া সনদ হাতে ধরাইয়া আমাদের বিদায় দেয়া হইয়াছে । উল্লেখ্য, প্রফেশন ও লেখাপড়ার সুবাদে ট্যাক্স বিষয়ক কিছু তাত্ত্বিক জ্ঞান আছে, TIN ও ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন দাখিলের অভিজ্ঞতা ও আছে ।

এখন এই প্রফেশনে সাফল্য পাইতে হইলে কি করিব ? অভিজ্ঞদের পরামর্শ চাইছি । আর সকলের দোয়া ও সহযোগিতা ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

জোনাক আলো বলেছেন: আপনি "আয়"+"কর" উপদেষ্টা হয়েছেন!!
খুব ভাল কথা... বেশি বেশি "আয়" "করুন"...
সবাইকে বলুনঃ বেশি বেশি "আয়" "কর"...
এবং আপনাকে তাদের উপদেষ্টা করে নিন...

"কর"টুকু দেশের কাছে না দিয়ে আপনার পকেটে দিলেই আপনি যে কৃতজ্ঞ হবেন, তা বিনয়ের সাথে বুঝিয়ে বলুন...

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৩

হাসান রাজু বলেছেন: আচ্ছা বুঝিয়ে বলি, আপনারা বেশি বেশি "আয়" "করুন"... । আয়ের উপর কর দিন। কর দিতে কত্ত ঝাক্কি ঝামেলা, তাই আপনি আমাকে স্মরণ করুন । আপনার কর সরকারের হিসেবে জমা দিয়ে চালান নিন, আর খুশি হয়ে আমার পারিশ্রমিক টুকু আমার ঘাম শুকানোর পর ও দিতে পারেন, শুধু সেটা আদায়ে যেন আমার আবার ঘাম ঝরাতে না হয়।

২| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

একাকী বালক বলেছেন: এখন এই প্রফেশনে সাফল্য পাইতে হইলে কি করিব ? অভিজ্ঞদের পরামর্শ চাইছি ।

>>> আমারে আপনার প্রথম মুরগী বানায় নেয়। :) টাকা দিমু না আমি। টাকা ছাড়াই আমার টা কইরা দিয়েন। ;)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭

হাসান রাজু বলেছেন: থেঙ্কু, হাত চালু করতে যে সুযোগ আপনি দিতে চাচ্ছেন তা আমি হারাতে চাই না। আপনি মহান ।

৩| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

স্বাধীন শোয়েব বলেছেন: তাহলে এইখানে আপনের মতামত দিন।

Click This Link

৪| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫১

রাজীব বলেছেন: আপনেরেই তো আমর দরকার,
গতবছর আয়কর দেই নাই এখন কি করুম কন?

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২২

হাসান রাজু বলেছেন: এবার দিবেন, যদি ট্যাক্স দেয়ার মত আয় হয় ।

৫| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯

পুংটা বলেছেন: ইহা রাজু হয়, আপনার আয়করটা আগে সরকারের ঘরে জমা দিয়ে তারপর উকিলগিরি ফলান।

সংসারে শান্তি থাকবে না, সন্তান হবে না, সন্তান বিকলাঙ্গ বা বখে যাবে, মেয়ে বিধবা হয়ে ঘরে ফিরবে, দুরারোগ্য রোগে বউ ভুগতে থাকবে............. এ পেশায় যারা আসে সেইসব পেশাজীবিদের প্রোফাইলের দিকে নজর দিলে এমনটিই দেখা যায়।

তাই সৎ এবং সাবধান থাকুন।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭

হাসান রাজু বলেছেন: ভাই আমার টাকা আমার হাতে দেয়ার আগে ট্যাক্স কেটে রাখে (চাকরী করিতো)।
ভাই গর্ত খুড়ি, বদদোয়া দিয়েন না।
আল্লাহ যেন সৎ এবং সাবধানে থাকার মত সাহস, বুদ্ধি আর বিবেক বেবহারের শক্তি দেন । দোয়া করবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.