নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোয়াই পাড়ের রাজু ।

হাসান রাজু

ডুব দিয়ে দিয়ে স্বপ্ন তুলে আনি ।

হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

গনজাগরন মঞ্চ যখন চূড়ায় আঃ লীগ তখন মই নিয়া দিল দৌড় .....

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪



দুধের সর খাওয়া হয়ে গেছে। আর দরকার নেই এই মঞ্চের। যে দিন লাকিকে কিল ঘুষি দেয়া হয়েছিল সেদিনই বুঝা উচিত ছিল এই মঞ্চ অপদার্থদের খপ্পরে পড়েছে। বাংলাদেশে বিদ্যমান সবগুলো বর্তমান দলই ........ । তা না হলে এদেশের সাধারন জনগনের আবেগের সাথে এরা এত নির্মম ভাবে খেলে রাজাকারদের হাতে জাতীয় পতাকা দিত না বা পরম আত্মীয় ও বানাতো না। আর স্বৈরাচারকে নিয়ে গণতান্ত্রীক সরকার গঠন (দখলের) বেহায়াপনায় লিপ্ত হত না।

রাজাকারদের ফাসি না দিয়ে জনগনের আবাগের সাথে খালার জন্য কোথায় জাগরন মঞ্চ সরকারের বিরোদ্ধে দাড়াবে উল্টো সরকারের লেজুড়বৃত্তি করন .....। আজ হয়েছে মুখোশ উম্মোচন।

সাধারন জনগন যখন দেখেছে এই মঞ্চে কোন দলীয় নেতারা বক্তৃতা দিতে পাড়ছে না, পাত্তা পাচ্ছেনা, তখন সাধারন জনগন যে ভাবে স্বত:স্ফুর্ত হয়ে আন্দোলনে যোগ দিয়েছে। সেই জনগনের উপর বিশ্বাস না রেখে কেন আ:লীগএর মত অপদার্থদের বিশ্বাস করতে গেলে জনাব ইমরান এইচ সরকার । এবার বুঝও ।

এখনো আমাদের বুঝা উচিত জামাতের ইসলাম যেমন ইসলাম না, আ: লীগের মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনা না ক্ষমতায় যাওয়ার সিড়ি মাত্র।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৭

নানাভাই বলেছেন: আমাদের বুঝা উচিত জামাতের ইসলাম যেমন ইসলাম না, আ: লীগের মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনা না ক্ষমতায় যাওয়ার সিড়ি মাত্র। X(

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

হাসান রাজু বলেছেন: কি ভুল কইলাম ??? X((

২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫০

রমনা টেক বলেছেন: নানাভাই জাতীয়তাবাদীদের কাছেও তো জাতীয়তাবাদের কিছু দেখলাম না।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:০০

হাসান রাজু বলেছেন: এদের কারো কাছে ভালো কিছু নাই। তারপর ও ওরা এতো সময় ধরে ক্ষমতায় ! কারন আমরা জনগণরা ও যে বিবেকহীনের মত এদের সমর্থন করেই যাচ্ছি ।

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: ক্ষমতায় যাওয়ার সিড়ি
একমত

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ ।

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

মুহসিন বলেছেন: তাহলে কি বলতে চাচ্ছেন, আওয়ামী লীগই মই দিয়ে গণজাগরণ মঞ্চকে উপরে উঠতে বা প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছিলো?

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২

হাসান রাজু বলেছেন: না । জাগরণ মঞ্চ স্বয়ংসম্পূর্ণ ই ছিল। দু-চারজন নেতাকে মঞ্চে উটতে না দিয়ে, নিজেদের অবস্থানটা ও বেশ পরিষ্কার করে ফেলেছিল ।
বুঝলাম না কি ভাবে হটাৎ ছাত্রলীগের নেতা (!) রা মঞ্চ দখল করে লাকিদের গায়ে হাত তোলার মত সাহস করে ফেললো।
আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করবে কি, এরা এসে বরং সাধারন জনগনকে এ থেকে বের করে দিয়েছে । জনমনে প্রতিষ্ঠিত করেছে এই মঞ্চ তাদেরই পরিকল্পিত । এরা এই মঞ্চকে পুঁজি করে বাকি দলগুলোকে তার ক্ষমতা, নোংরামো আর হিংসার একটা স্যাম্পল দেখাল মাত্র।
বলতে পারেন, তবে মই এর প্রসঙ্গ এলো কোত্থেকে ? আসলে বুঝাতে চাচ্ছি, আওয়ামী লীগের কারনে পুলিশ নিরাপত্তাটা পেয়েছিলো এই মঞ্চ। এখন নতুন কোনও ফন্দি থাকলে লীগ এই মঞ্চকে প্রয়জনে ধ্বংস করতেও দ্বিধা করবে না।

৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হতাশ!

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬

হাসান রাজু বলেছেন: সত্যি হতাশ ।

৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯

নানাভাই বলেছেন: লেখক@ নাহ, আপনে ভূল কন নাই! আমি কই কি, আর আমার সারিন্দা কয় কি? :D
রমনা টেক@ জাতীয়তাবাদীরা বাল সরকারের একটার পর একটা খেইল দেইখ্যা মনে হয় টাসকি খাইয়া গ্যাছে! :P

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

হাসান রাজু বলেছেন: চরম টিক। এরা কয় দিন পর খালি খাবি খাইব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.