নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারদিকে তোলপাড় । বাঙ্গালীর অনন্য এক ঈদ হয়ে গেল চার চারটি সিটি কর্পোরেশনে । আর এ নিয়ে টক শো, কলাম, ফেসবুক আর ব্লগে সে কি গলাবাজি । কেউ বলে গনতন্ত্রের জয়, আর কেউ বলে জনগনের উচিৎ জবাব ।
গলায় বেল্ট পড়া কুকুরের মত স্বাধীন জনগনের সামনে ছিল দুটি বিকল্প । খবিশ নয়তো খাটাশ, আর ' বেছে নাও' টাইপের আদেশ । বেকুব জনগণ এমন ঈদের উপহার কেমনে ফেলে ! তাই ' যা ই পাও তা ই খাও ' নীতিতে বিশ্বাস রেখে খবিশ রেখে খাটাশ অথবা খাটাশ রেখে খবিশে তথাকথিত গণতন্ত্র প্রয়োগ করে বাড়ী ফিরেছে । আর এতেই আমরা আমাদের সব খবিশি জ্ঞান ঢেলে নিজেদের আরও নোংরা করছি ।
২০ শে জুন, ২০১৩ সকাল ১০:২৫
হাসান রাজু বলেছেন: আমাগো ভোট, ১০ টাকা দামের চালের ভাওতাবাজিতে । ১০ দিন হরতাল, দাঙ্গা না দেখলে আমাগো গীরায়, গীরায় ব্যথা করে । কয়দিন পর পর নেতা, নেত্রী গো মুখ থেকে খাটাশ টাইপের কথা না বের হলে, আমাদের কাছে ওদের যোগ্য মনে হয় না।
আমরা যেমন আমাদের নেতা-নেত্রী ও তেমন ।
২| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৭
গেস্টাপো বলেছেন: চিয়ার্স ব্রাদার
বেজন্মা হাম্বারা হারছে এইটাই অনেক বড় কিছু
২০ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৩
হাসান রাজু বলেছেন: বেজন্মা হাম্বারা হারছে ঠিক,আবার কুজন্মা হাম্বারা জিতছে ।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৫
রাফােয়ল িসদ্িদক বলেছেন: তো এখন আমাদের কি করা উচিত? খালি চিল্লাইলেই দেশ স্বাধীন হয় না।এই নিরবাচনে হাম্বা হারলেই ভাল।দশ টাকায় চাল কেমনে খাওয়াইতে হয় আমরা বুঝামু।