নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোয়াই পাড়ের রাজু ।

হাসান রাজু

ডুব দিয়ে দিয়ে স্বপ্ন তুলে আনি ।

হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

ক্লিক ক্লিক বাহ! কি সুন্দর ছবি । ছবি ব্লগ।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৬

আমি তো এমনি এমনি ছবি তুলি । কেমন হয়েছে ছবি গুলি ?

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৩

টুম্পা মনি বলেছেন: ওয়াও!!!!!!! ছবিগুলো খুব সুন্দর!!!!!

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৩

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ ।

২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৪

রাজীব নুর বলেছেন: ১০০ তে ৩৩ এর বেশী দিতে পারবো না।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৪

হাসান রাজু বলেছেন: ভাই, বাহানা তো আছে ই ।
১। আমি ফটোগ্রাফির ফ ও জানি না ।
২ । সাধারন ডিজিটাল ক্যামেরা দিয়ে তুলা ছবি ।
প্লিজ , একটু দয়া করেন । অন্তত ৪৫ দিয়া ইজ্জত বাচান ।

৩| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৬

মিনহাজুল হক শাওন বলেছেন: আসলেই সুন্দর হইছে।

@রাজীব নুর, আপনার ব্রেইনরে আমি ৩৩ ও দিতে পারলামনা, সরি। :(

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৩

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ ভাই ধন্যবাদ । রাজীব নুর ভাই বুজতে ই চায় না। ওই ফুলের উপর প্রজাপতিটারে পাইতে কতো বেগ পাইতে হইছে । যারা কখনো ফরিং ধরছে তারাই বুজবে কতো কষ্ট ।

৪| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৭

মিনহাজুল হক শাওন বলেছেন: ব্যাকগ্রাউন্ডটা ব্লার হইছে কেমতে? কি ক্যাম আপনার?

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ২:১০

হাসান রাজু বলেছেন: ব্লার হইছে কেমতে? আমি কইতে পারলে তো হইছলই । সব দোষ ওই ক্যামেরার । আমারে তো কেউ ছবিই তুলতে দিতে চায় না । পোজ দিয়া খাঁড়ায় কিন্তু মাথাটাই কাটা পরে ।
সেই রাম ক্যামেরা সনি ডি এস সি - ডব্লিউ ৩৩০ । হা হা হা ...

৫| ২৪ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:১৯

আমিই মিসিরআলি বলেছেন: ছবি তুলতে ফটোগ্রাফার হওয়া লাগে নাকি
চোখটাই আসল ক্যামেরা
খুব ভালো লাগলো ১ম প্লাস+++++

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১২

হাসান রাজু বলেছেন: দারুন বলেছেন । ১ম প্লাস এর জন্য লক্ষ কোটি ++++ ধন্যবাদ ।

৬| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৭

আমিনুর রহমান বলেছেন:



সুন্দর +++

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৭

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ ।

৭| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :)

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭

হাসান রাজু বলেছেন: :) :) X ২

৮| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর ফটোগুলো ......

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩

হাসান রাজু বলেছেন: :D অনেক ধন্যবাদ ।

৯| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:০৫

bakta বলেছেন: বাহ - কে তুলেছে এমন ছবি ?
হার মেনে যায় শশী রবি,
হার মেনে যায় শীতের সকাল
জোছনা ভেজা রাত,

কাঁচা হাতে এমন ছবি
সত্যি ছবি দেখনদারি
হার মেনে যায় পেশাদারি
উল্টে কুপোকাত ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০১

হাসান রাজু বলেছেন: হ্যাঁ, আমি তুলেছি এমন ছবি ।
হার তো মানবেই শশী রবি,
শীতের সকাল, জোছনা রাইত
সবই হবে আইজ কাইৎ ............

..... মাফ চাই । আর পারতেছি না ।

ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য ।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

জনাব মাহাবুব বলেছেন: মিনহাজুল হক শাওন বলেছেন: আসলেই সুন্দর হইছে।

@রাজীব নুর, আপনার ব্রেইনরে আমি ৩৩ ও দিতে পারলামনা, সরি। :(

রাজীব নূর নিজেই ফটোগ্রাফার তো তাই অন্যের ফটো ব্লগ উনার কাছে ভালো লাগতে নাও পারে।


উনার কাছে নিজের ফটোগুলো সুন্দর কিন্তু অন্যের ফটোগুলো ভালো না :P :P :P

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

হাসান রাজু বলেছেন: একজন ভালো ফটোগ্রাফার ৩৩ দিছেন । ভালো তো, ভাল না । না পইড়াই পাস মার্ক । পরলেতো গোল্ডেন এ+
অনেক ধন্যবাদ আপনাকে জনাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.