নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তো এমনি এমনি ছবি তুলি । কেমন হয়েছে ছবি গুলি ?
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৩
হাসান রাজু বলেছেন: ধন্যবাদ ।
২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৪
রাজীব নুর বলেছেন: ১০০ তে ৩৩ এর বেশী দিতে পারবো না।
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৪
হাসান রাজু বলেছেন: ভাই, বাহানা তো আছে ই ।
১। আমি ফটোগ্রাফির ফ ও জানি না ।
২ । সাধারন ডিজিটাল ক্যামেরা দিয়ে তুলা ছবি ।
প্লিজ , একটু দয়া করেন । অন্তত ৪৫ দিয়া ইজ্জত বাচান ।
৩| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৬
মিনহাজুল হক শাওন বলেছেন: আসলেই সুন্দর হইছে।
@রাজীব নুর, আপনার ব্রেইনরে আমি ৩৩ ও দিতে পারলামনা, সরি।
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৩
হাসান রাজু বলেছেন: ধন্যবাদ ভাই ধন্যবাদ । রাজীব নুর ভাই বুজতে ই চায় না। ওই ফুলের উপর প্রজাপতিটারে পাইতে কতো বেগ পাইতে হইছে । যারা কখনো ফরিং ধরছে তারাই বুজবে কতো কষ্ট ।
৪| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৭
মিনহাজুল হক শাওন বলেছেন: ব্যাকগ্রাউন্ডটা ব্লার হইছে কেমতে? কি ক্যাম আপনার?
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ২:১০
হাসান রাজু বলেছেন: ব্লার হইছে কেমতে? আমি কইতে পারলে তো হইছলই । সব দোষ ওই ক্যামেরার । আমারে তো কেউ ছবিই তুলতে দিতে চায় না । পোজ দিয়া খাঁড়ায় কিন্তু মাথাটাই কাটা পরে ।
সেই রাম ক্যামেরা সনি ডি এস সি - ডব্লিউ ৩৩০ । হা হা হা ...
৫| ২৪ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:১৯
আমিই মিসিরআলি বলেছেন: ছবি তুলতে ফটোগ্রাফার হওয়া লাগে নাকি
চোখটাই আসল ক্যামেরা
খুব ভালো লাগলো ১ম প্লাস+++++
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১২
হাসান রাজু বলেছেন: দারুন বলেছেন । ১ম প্লাস এর জন্য লক্ষ কোটি ++++ ধন্যবাদ ।
৬| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৭
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর +++
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৭
হাসান রাজু বলেছেন: ধন্যবাদ ।
৭| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭
হাসান রাজু বলেছেন: X ২
৮| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর ফটোগুলো ......
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩
হাসান রাজু বলেছেন: অনেক ধন্যবাদ ।
৯| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:০৫
bakta বলেছেন: বাহ - কে তুলেছে এমন ছবি ?
হার মেনে যায় শশী রবি,
হার মেনে যায় শীতের সকাল
জোছনা ভেজা রাত,
কাঁচা হাতে এমন ছবি
সত্যি ছবি দেখনদারি
হার মেনে যায় পেশাদারি
উল্টে কুপোকাত ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০১
হাসান রাজু বলেছেন: হ্যাঁ, আমি তুলেছি এমন ছবি ।
হার তো মানবেই শশী রবি,
শীতের সকাল, জোছনা রাইত
সবই হবে আইজ কাইৎ ............
..... মাফ চাই । আর পারতেছি না ।
ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য ।
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯
জনাব মাহাবুব বলেছেন: মিনহাজুল হক শাওন বলেছেন: আসলেই সুন্দর হইছে।
@রাজীব নুর, আপনার ব্রেইনরে আমি ৩৩ ও দিতে পারলামনা, সরি।
রাজীব নূর নিজেই ফটোগ্রাফার তো তাই অন্যের ফটো ব্লগ উনার কাছে ভালো লাগতে নাও পারে।
উনার কাছে নিজের ফটোগুলো সুন্দর কিন্তু অন্যের ফটোগুলো ভালো না
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪
হাসান রাজু বলেছেন: একজন ভালো ফটোগ্রাফার ৩৩ দিছেন । ভালো তো, ভাল না । না পইড়াই পাস মার্ক । পরলেতো গোল্ডেন এ+
অনেক ধন্যবাদ আপনাকে জনাব।
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৩
টুম্পা মনি বলেছেন: ওয়াও!!!!!!! ছবিগুলো খুব সুন্দর!!!!!