নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার কিছুই নেই । পুরোঠাই পদ্য । ছবিতে দেখে নিন ।
ওয়ারফেইজের একটা গান মনে পড়ে?
মনে পড়ে যায় আমার কৈশোর
স্মৃতি হারানো সেই সুর
আজও ভুলিনি সেই দিনগুলি
মনে পড়ে যায় ........
আবার ফিরে আসে
আবার ফিরে আসে ........
০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৩২
হাসান রাজু বলেছেন: মনে পরতেই হবে । ধন্যবাদ ।
২| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:২০
বংশী নদীর পাড়ে বলেছেন: আমারও মনে পড়ে যায়......... বংশী নদীর কথা যার সাথে মিশে আছে আমার কৈশোর.........
০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৩৩
হাসান রাজু বলেছেন: মনে পড়বে । কিন্তু আর ফির আসবে না ।
৩| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৪৩
অপ্সরা বলেছেন: ছবি আর গানের কথাগুলো সব সুন্দর!!!
০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৪৬
হাসান রাজু বলেছেন: অনেক ধন্যবাদ । আপনার সুন্দর লেগেছে সেটাই বড় কথা ।
৪| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৫৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ইচ্ছে করছে এমন দাপাদাপি করি!!
০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৫৮
হাসান রাজু বলেছেন: পাড়বেন তো । আপনার কল্পনার শক্তি যে অনেক বেশি ।
ভাল লাগছে । এমন একটি ইচ্ছে জাগাতে পেরেছি বলে ।
৫| ০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪২
মুদ্দাকির বলেছেন: আমারো খুব ইচ্ছা করে দাপাদাপি করি
০২ রা আগস্ট, ২০১৪ রাত ১২:৩২
হাসান রাজু বলেছেন: সবাই অপরিচিত । বললাম সবাই একসাথে লাফ দাও, ছবি তুলবো । তারা ইতস্তত, আমার বলাতেই লাফ দিবে কি দিবে না টিক করতে পারছে না। শেষে একজন শুরু করলো। ছবি তুলছি আর কাণ্ড দেখে অট্ট হাসি হেসেছি। এক সময় খেয়াল করলাম আমাদের ছবি তুলাকে তারা আর পাত্তা ই দিচ্ছে না । সেই যে শুরু তার পর কখন শেষ হয়েছে তা জানি না । কারন একসময় আমরা অন্য দিকে চলে গেছি কিন্তু তাদের আর শেষ হয় না ।
ছবি গুলো যখন পোস্ট করি তখন মনে পড়ছিল । এমন একটা শৈশবে দাপাদাপি করে চোখ লাল করেছি । দু-হাত সামনের সবকিছু কুয়াশাচ্ছন্ন দেখেছি । মনে হয় কত কাল হয়ে গেছে ।
হ্যাঁ, মুদদাকির ভাই । ইচ্ছে তো করেই কিন্তু যতই চেষ্টা করেন, এই দুরন্তপনা, প্রানচাঞ্চল্য শত চেষ্টাতেও আসবে না । সে দিন চলে গেছে । বড় অবহেলায় । একেবারে চুপিসারে ।
৬| ০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ১:২৬
সুমন কর বলেছেন: চমৎকার !!
০২ রা আগস্ট, ২০১৪ রাত ১২:৩৪
হাসান রাজু বলেছেন: আমি জানি, ছবি থেকে সেই শৈশব বেশি চমৎকার । ধন্যবাদ ।
৭| ০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আহা, সেইসব দিন!
০২ রা আগস্ট, ২০১৪ রাত ১২:৩৮
হাসান রাজু বলেছেন: আর ফিরবে না তাই না ? কখন কবে চলে গেছে বলতে পারেন ? একবার ও জানায় নি "চলে যাচ্ছি কিন্তু "। মৃত্যু ও কিন্তু অনেক সময় অনেক ভাবে জানান দেয় । শৈশব, কৈশোরের এত কি তাড়া ?
ধন্যবাদ, মন্তব্যের জন্য ।
৮| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন: এমন গান আর আজকাল হয়না! কত সুন্দর সুন্দর লিরিক্স ছিল আগের গানের!
সুন্দর পোস্ট!
০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৩
হাসান রাজু বলেছেন: একেবারে সঠিক কথা ।
ধন্যবাদ ।
৯| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০১
যাযাবর বেদুঈন বলেছেন: কৈশোরের অনেক স্মৃতি মনে এলো। খুব ভাল লাগল আপনার এই ছবি ব্লগ। আপনার জন্য অনেক শুভকামনা।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০১
হাসান রাজু বলেছেন: সুর তুমি রঙধনুর মত আজও রঙ্গিন
স্মৃতি তুমি বেদনার কাছাকাছি চিরদিন ......... (রেনেসাঁ)
ধন্যবাদ মন্তব্যের জন্য ।
এত দেরির জন্য ক্ষমা চাইছি ।
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
মনে পড়ে যায় আমার কৈশোর
স্মৃতি হারানো সেই সুর
আজও ভুলিনি সেই দিনগুলি
মনে পড়ে যায় ........
আবার ফিরে আসে
আবার ফিরে আসে ........