নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোয়াই পাড়ের রাজু ।

হাসান রাজু

ডুব দিয়ে দিয়ে স্বপ্ন তুলে আনি ।

হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

ফটো, ছবি ব্লগ । - ২

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:৪৫

অধিকাংশ ছবিই হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথলং গ্রামে যাওয়ার পথের হাওর এলাকার।

উপাসনালয় ।


বৃক্ষ ফসল গেল তল । এই অধম জিগায় কত জল ?


হিজল গাছ ।


সারি সারি হিজল ।


পাল তোলা নৌকা । এখনো দেখা যায় ?


হা হা হা হাঁস ।


আখড়ার মন্দির ।


জিভে পানি ।

মহিষ । জবাই করার পর মাংস গরুর ।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন: ছবি পোষ্ট এর সাথে ছবির স্থান উল্লেখ করলে আমাদের জন্য উপকার হতো, ছবির সাথে স্থান বা এলাকা চিনতে পারতাম ।
ধন্যবাদ ।।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ২:০৮

হাসান রাজু বলেছেন: প্রথমেই ধন্যবাদ । স্থানটা হল, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথলং গ্রামে যাওয়ার পথের হাওর এলাকা।

* চেষ্টা করছি এডিট করে স্থান উল্ল্যেখ করার।

২| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ২:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন: প্লিজ এলাকার নাম দিন, বিচিত্র কারণে আমার মনে হয়েছিলো এই এলাকা সম্ভবত মাধবপুর / হবিগঞ্জ পথে হবে - আমার বাড়ী সরাইল ব্রাক্ষণবাড়ীয়া, হবিগঞ্জ আমার খুবই প্রিয় এলাকা, ধন্যবাদ ও ছবিতে লাইক ।

৩| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ২:২৬

হাসান রাজু বলেছেন: আপনার উচ্ছ্বাস আমাকে আপ্লুত করেছে। আমিও হবিগঞ্জের। এলাকার নাম বিথলং গ্রাম থানা বানিয়াচং, হবিগঞ্জ।

৪| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ২:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আমাদের ব্রাক্ষণবাড়ীয়া ও হবিগঞ্জ হাওড় এলাকায় বেশ কিছু গাছ আছে যা ঝড় তুফান বন্যা জলোচ্ছাসে মারা যাবে দুরে থাক তেমন কিছুই হয়নি, হাওড় ও বিলের মাঝে যেমন তেমন বড় ধরেনের বন্যা ও এই গাছ গুলো মোকাবেলা করে টিকে গেছে, কর্ম জীবনে আমি একটি আন্তর্জাতিক সার্ভে প্রতিষ্ঠানে বেশ কয়েকবছর ছিলাম - যাতে করে এই গাছ সম্পর্কিত অদ্ভুত বেশ কিছূ তথ্য আমি জানতে পারি, আজকে শুধু বলছি এতোটুকু “গাছগুলো অভিশপ্ত” সময় ও সুযোগে বিস্তারিত লিখবো ।
- ( মাহমুদুর রহমান ঠাকুর )

৫| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ২:৩৩

হাসান রাজু বলেছেন: অপেক্ষায় রইলাম। আমার সামান্য এই ব্লগ আপনাকে এতটা আবেগ তারিত্ব করবে ভাবিনি। ধন্যবাদ।

৬| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ২:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: বিক্ষ্যাত শিল্পি পাবলো পিকাসো’র একটা কথা জানি “ছবি কথা বলে”, আপনার সামান্য ব্লগে অসামান্য ছবি পোষ্ট করেছেন, ভালো থাকুন এই কামনা করি ।।

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:২৬

হাসান রাজু বলেছেন: আপনার কাছে অসামান্য লেগেছে । এটা আমার জন্য বড় উৎসাহের । কিন্তু যে উক্তি আর যার উক্তি ব্যাবহার করেছেন সেটা অনেক ভারি ।

৭| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৭:১৫

জাহিদ নীল বলেছেন: Photo gulo onak valo laglo,,

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:২৬

হাসান রাজু বলেছেন: অনেক ধন্যবাদ ।

৮| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:১৯

অেসন বলেছেন: চমৎকার ছবি। ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৩

হাসান রাজু বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

৯| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:১০

সুমন কর বলেছেন: ছবিগুলো দু'বার এসেছে। ঠিক করে দিয়েন।

ছবিগুলো সুন্দর !!

০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০২

হাসান রাজু বলেছেন: ঠিক করে দিয়েছি । ধন্যবাদ মন্তব্যের জন্য ।

১০| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৮

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি।

০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৫

হাসান রাজু বলেছেন: অনেক ধন্যবাদ ।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

হাসান রাজু বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.