নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যেস সেই ছোটকাল থেকেই ছিল . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . না ।
লিখতে ক্লান্তি লাগে। ব্লগে আছি অনেকদিন হল। চুপিচুপি বাকিদের লেখা পড়ে ডুব দেই। অস্বস্তি লাগে, আইডি থেকে সত্ত্বেও কোন লাইক বা কমেন্ট না করে এভাবে চলে যেতে। আমি ভাবি, আমি একজনে কি আসে যায় (অলসের বাহানা দরকার আর কি)।
ছবিব্লগ আমার পছন্দ। এতে লেখা কম, ছবি বেশি। তাই ছবি ব্লগ প্রতিযোগিতা উদ্যোগটা মিস করতে পারলাম না।
আমার এই ছবিগুলো বিভিন্ন সময় আমার ফেবু আইডিতে পোস্ট করে ছিলাম। প্রিয় কিছু গানের পঙক্তি যোগ করা আছে ছবির সাথে। ছবির সাথে পঙক্তিগুলোর খাপ খাওয়ানোর কোন চেষ্টাই করিনি।
লাল
স্থানঃ ভুটানের কোন এক পাহাড়ের শ্যাওলার কোলে ……
একা
স্থানঃ লৌহজং
শুষ্ক/বসন্ত
স্থানঃ শিমুল বাগান। সুনামগঞ্জ
আগমনী
স্থানঃ মানগাঁও, কুলাউড়া
শৈশব
স্থানঃ হাওর, হবিগঞ্জ।
শিকার
স্থানঃ বিছনাকান্দি, ওপারের মানুষজন ।
বৃষ্টিস্নাত
স্থানঃ সাতমসজিদ রোড, ঢাকা।
কংক্রিটশিল্প
উড়োজাহাজ থেকে সংসদ ভবন।
কেশ
স্থানঃ কোন এক পর্যটক, ভুটান।
সবশেষে
স্থানঃ ঢাকা, আমার বাসায়।
২১ শে জুন, ২০২১ বিকাল ৩:১১
হাসান রাজু বলেছেন: ধন্যবাদ জানবেন। আসলেই, শৈশবের দুরন্তপনা লজ্জাকেও হার মানায়।
২| ২১ শে জুন, ২০২১ দুপুর ২:০৬
মিরোরডডল বলেছেন:
মাছটার এ অবস্থা করলো কে হাসান ?
ছবির সাবজেক্টের জন্য খুবই অভিনব
প্রথমেই লাল বনফুলটা আমার পছন্দ হয়েছে ।
মানগাঁও, কুলাউড়া জায়গাগুলো বাংলাদেশের কোন প্রান্তে ?
গানের কলির সাথে ছবিব্লগ সুন্দর হয়েছে ।
২১ শে জুন, ২০২১ বিকাল ৩:২৪
হাসান রাজু বলেছেন: সম্ভবত পিঁপড়া। আমার কিচেনে এক কোনায় পড়েছিল। হয়ত ধোয়ার সময় অলক্ষ্যে হারিয়ে যাওয়ায় আমার পেটে না গিয়ে পিঁপড়ের খিদা মিটিয়েছে। পরে ক্যামেরার।
লাল বনফুলটা আমারও পছন্দ।
মানগাঁও এখানে -
অনেক অনেক ধন্যবাদ ।
৩| ২১ শে জুন, ২০২১ দুপুর ২:২৮
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সবগুলো ছবি কি আপনার তোলা ? বাহ্ দারুণ তো
২১ শে জুন, ২০২১ বিকাল ৩:২৫
হাসান রাজু বলেছেন: হ্যাঁ ভাই। এই নাদানেরই তোলা। পরে পালিশ করা।
অশেষ ধন্যবাদ।
৪| ২১ শে জুন, ২০২১ দুপুর ২:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
লাল ছবিটা সবচেয়ে বেটার। অন্যগুলোও সুন্দর।
২১ শে জুন, ২০২১ বিকাল ৩:২৬
হাসান রাজু বলেছেন: অনেক অনেক ভালো লাগলো আপনার মন্তব্য।
ভালো থাকবেন। ধন্যবাদ।
৫| ২১ শে জুন, ২০২১ দুপুর ২:৩৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই-ভাইরে , ইতা কিতা করছইন।এত এত সুন্দর ছৈ কিভাবে তুলছইন আপনে?
সব গুলা ছবিই সেইরম অইছে ,এরলাই পোস্টে +++ তয় ভাইরাসের যন্ত্রণায় দেশ-দুনিয়া অস্থির আর আপনি সেই ভাইরাসটাকেই ইভাবে সবার সামনে বের করে নিয়ে আসলেন (যদিও ভাইরাসটা খুবই ছোট)।
২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৩২
হাসান রাজু বলেছেন: ইতা হক্কলতা আফনাইনতর দোয়া।
মাছ ইগু ছিঞ্চইন নি? হুগা মাছ।
ভালা থাক্কইওইন। শুকরিয়া সুন্দর কমেন্টর লাগি ।
৬| ২১ শে জুন, ২০২১ দুপুর ২:৪৭
মোঃমোজাম হক বলেছেন: ছবিগুলি সত্যই চমৎকার
২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৭
হাসান রাজু বলেছেন: অনেকদিন পর আপনার কমেন্ট পেলাম।
আপনাকে মধুমিতা নামক ব্লগারের পোস্টে অনেক কমেন্ট করতে দেখতাম উনার পোস্ট অনেক দিন হল চোখে পড়ে না।
ভালো থাকবেন। ধন্যবাদ জানবেন।
৭| ২১ শে জুন, ২০২১ বিকাল ৩:১৪
আখেনাটেন বলেছেন: সবগুলো ছবিই সুন্দর......এয়ার থেকে সংসদ ভবনের ছবিটি দুর্দান্ত এসেছে........। মাছের ছবিটি বেশ......
২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৪০
হাসান রাজু বলেছেন: অশেষ ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য। আমার কপাল ভালো ছিল সাধারণত আকাশ পরিস্কার থাকে না। একজন বলেছিল তার জানালা ঘোলাটে ছিল।
মাছের ছবি আমারও পছন্দ। ভালো, সুস্থ থাকবেন।
৮| ২১ শে জুন, ২০২১ বিকাল ৩:২৯
শেরজা তপন বলেছেন: ১,৪,৫,১০ আমার বিশেষ ভাল লেগেছে। বেশ কিছু ছবিতে মুন্সিয়ানার ছোঁয়া আছে
২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৩
হাসান রাজু বলেছেন: আপনার মন্তব্য পেয়েই ভালো লাগলো। এর উপর কমপ্লিমেন্ট (!) ।
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো থাকবেন। ধন্যবাদ জানবেন।
৯| ২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৬
নতুন বলেছেন: মাছের আইডিয়া ভালো। প্লাস +
২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৮
হাসান রাজু বলেছেন: ধন্যাবাদ। কমেন্টে আপ্লুত হলাম। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
১০| ২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৭
ঢুকিচেপা বলেছেন: প্রতিটি ছবি চমৎকার।
২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৯
হাসান রাজু বলেছেন: অশেষ ধন্যবাদ। মন্তব্য ভালো লাগলো। ভালো, সুস্থ থাকবেন।
১১| ২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো ছবি
২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৯
হাসান রাজু বলেছেন: জেনে ভালো লাগলো। ধন্যবাদ। ভালো, সুস্থ থাকবেন।
১২| ২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৪০
মাকার মাহিতা বলেছেন: সাতমসজিদ রোডের ছবিটা দেখে ভেবেছিলাম গুলশান-বাড্ডা লিংক রোডের ছবি হয়তো?
সুন্দর ছবি ব্লগ।
শুভকামনা।
২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৪
হাসান রাজু বলেছেন: হা হা ...... । গোলক ধাঁধার ঢাকা।
মন্তব্য ভালো লাগলো। ভালো, সুস্থ থাকবেন।
১৩| ২১ শে জুন, ২০২১ বিকাল ৪:৫৯
মনিরা সুলতানা বলেছেন: দারুণ !!!
সত্যি ই দারুণ সব ছবি, আপনার সবগুলো ছবিতেই ভালোলাগা।
২১ শে জুন, ২০২১ বিকাল ৫:২২
হাসান রাজু বলেছেন: কমেন্টে আপ্লুত হলাম। ভালো থাকবেন। সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।
১৪| ২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার সব ছবি।
২২ শে জুন, ২০২১ সকাল ১০:২৩
হাসান রাজু বলেছেন: আপনার ভ্রমন ব্লগের (অ)নিয়মিত পাঠক আমি। সেইসব পোস্টগুলোর ছবিতে আমি মুগ্ধ সবসময়।
অনেক ধন্যবাদ । ভালো থাকবেন।
১৫| ২১ শে জুন, ২০২১ রাত ৮:৫০
আহমেদ জী এস বলেছেন: হাসান রাজু,
চমৎকার আর অপূর্ব ।
লাল ফুল, আগমনী আর শৈশব ছবি তিনটি দারুন, প্যানারোমিক।
ছবি পালিশ করাতে কারিশমা আছে আপনার।
সফলতা কামনায় ।
২২ শে জুন, ২০২১ সকাল ১০:২৬
হাসান রাজু বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব ভাল লাগলো। ধন্যবাদ জানবেন। সবার সুস্থতা কামনা করি।
১৬| ২১ শে জুন, ২০২১ রাত ১০:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ছবি ব্লগ।
২২ শে জুন, ২০২১ দুপুর ১২:০৮
হাসান রাজু বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকবেন।
১৭| ২২ শে জুন, ২০২১ রাত ২:১৭
সোহানী বলেছেন: অংশগ্রহনের আগেই উইড্রো করলাম নিজের নাম। এরকম দূর্দান্ত ছবি দিলে আমি কোন তেলাপোকা এ প্রতিযোগিতায় অংশ নিবো । নিজের ইজ্জত বাঁচাতে অংশগ্রহন করা উচিত নয় .......হাহাহাহাহা
ছবি কথা ডয়ালগ থিম ........... অসাধারন!!!
২২ শে জুন, ২০২১ সকাল ১১:১১
হাসান রাজু বলেছেন: হা হা হা ....... । মন্তব্য ভালো লাগলো।
বাংলাদেশ আজো অলিম্পিকে অংশ নেয় অংশগ্রহণই বড় কথা'র ফাঁপরে।
আপনি দেখছেন নিশ্চয়ই, কত কত পোস্ট এসেছে আগঢ়ুম বাগঢ়ুম দৈনন্দিন সব ছবি নিয়ে। সত্যি হল, ব্লগারদের সেগুলো ভালো লাগছে। ছবি গুলোতে নিজেদের কানেক্ট করতে পারছে। নুরু ভাইয়ের একটা পোস্টে দেখলাম একটা ছবিতে দুই প্রৌঢ় সবজী কেনায় ব্যাস্ত, খুবই সহজ সরল নিত্যদেখা একটা সাধারন ঘটনা। আমার ভালো লেগেছে।
এখন যদি বলি প্রতিযোগিতা, ১ম/২য়/৩য় হওয়া, ছবির চাকচিক্য, সাথে আমার কথা। আমার তো কাভা ভাইয়ের ছবি ব্লগের ঘোষণা পড়েই ভালো লেগেছে। আমি জীবনে কোন প্রতিযোগিতায় ১ম/২য়/৩য় হইনি, ঘরে কোনদিন ট্রফি, মেডেল আনতে পারিনি। তাই প্রতিযোগিতার কনফিডেন্স আমার তুলনায় কম মনে হয়না কারো হওয়ার কথা। আর চাকচিক্য দেখে সোনা চেনা যায় না।
তাই জলদি আসুন, ছবি পোস্ট করুন।
ভালো থাকবেন, সুস্থতা কামনা করি।
১৮| ২২ শে জুন, ২০২১ সকাল ১১:২১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ যতসব ছবি। আপনার জন্য শুভকামনা।
ভালো থাকুন নিরন্তর।
২২ শে জুন, ২০২১ সকাল ১১:৪৬
হাসান রাজু বলেছেন: সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন।
১৯| ২২ শে জুন, ২০২১ সকাল ১১:২৩
সুমন জেবা বলেছেন: সুন্দর সুন্দর ছবি
২২ শে জুন, ২০২১ সকাল ১১:৪৮
হাসান রাজু বলেছেন: অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থতা কামনা করি।
২০| ২২ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৮
নিয়াজ সুমন বলেছেন: এক, দুই, ছয় নম্বর ছবি গুলো বেশি সুন্দর হয়েছে।
২২ শে জুন, ২০২১ দুপুর ১:০৬
হাসান রাজু বলেছেন: আপনার ভালো লেগেছে এটাই আমার জন্য বড় কথা।
অনেক ধন্যবাদ । ভালো থাকবেন।
২১| ২২ শে জুন, ২০২১ দুপুর ১:০৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর ছবিগুলো।
২২ শে জুন, ২০২১ বিকাল ৪:০৬
হাসান রাজু বলেছেন: মন্তব্যে শুভেচ্ছা, অনেক ধন্যবাদ । ভালো থাকবেন।
২২| ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:১৭
জুন বলেছেন: অসাধারণ ছবি হাসান রাজু আমি সত্যি মুগ্ধ ছবিগুলো দেখে।
অনেক ভালো লাগা রইলো।
+
২২ শে জুন, ২০২১ বিকাল ৪:২০
হাসান রাজু বলেছেন: ভালো লাগলো এমন আন্তরিক মন্তব্য। অশেষ ধন্যবাদ।
২৩| ২৫ শে জুন, ২০২১ রাত ১২:২৫
অপু তানভীর বলেছেন: সুনামগঞ্জের শিমুল বাগানে গিয়েছিলাম ২০১৯ সালে । আপনার ছবি দেখে খানিকটা কনফিউজড হয়ে গেলাম । এটা কি একেবারে র ছবি নাকি এডিট করা হয়েছে?
আর সংসদ ভবনের ছবিটাও এডিট করা হয়েছে?
একা শিরনামের ছবিটা সব থেকে বেশি পছন্দ হয়েছে ।
২৫ শে জুন, ২০২১ রাত ১২:৪৯
হাসান রাজু বলেছেন: সব ছবি ই কম বেশি এডিটেড। সংসদ ভবনের মুল ছবি ঘোলাটে ছিল । এডিট করে ক্লিয়ার করা হয়েছে।
একা ছবিটাও এডিট করা ।
ধন্যাবাদ। সুস্থতা কামনা করছি।
২৪| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:১৬
শেরজা তপন বলেছেন: আপনার ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হবার জন্য অভিনন্দন ও শূভকামনা!
০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৯
হাসান রাজু বলেছেন: তার মানে আমার এখনো আশা আছে। শরৎ ভাইয়ের মন্তব্যের পর ভাবছিলাম আমি নাই (disqualified)।
আপনার জন্য ও শুভকামনা।
২৫| ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৩
মিরোরডডল বলেছেন:
হাসানকে অভিনন্দন
০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৫:১৮
হাসান রাজু বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০২১ দুপুর ১:৩৪
শাহ আজিজ বলেছেন: শৈশব ছবিটা অপূর্ব ।