নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি ব্লগ প্রতিযোগিতায় এটা আমার শেষ পোস্ট ।
আমার এই ছবিগুলো বিভিন্ন সময় আমার ফেবু আইডিতে পোস্ট করে ছিলাম। প্রিয় কিছু গানের পঙক্তি যোগ করা আছে ছবির সাথে। ছবির সাথে পঙক্তিগুলোর খাপ খাওয়ানোর কোন চেষ্টাই করিনি।
১। জীবিকা
স্থানঃ হাওর, বানিয়াচং
২. দূর পাহাড়ে
স্থানঃ বিছনাকান্দির ওপার মেঘালয় ।
৩। তার ভুবনে সে ও সুন্দর।
স্থানঃ হাওর, বানিয়াচং
৪। সারাজীবন শুধু গুনগুন করে গেয়েছি,বুঝতে অনেক দেরি হয়েছে কি ছিল গানের এই দুটি লাইনে,
স্থানঃ ভুলে গেছি।
৫। নব জীবন ।
স্থানঃ ?!?!?
৬। বিশ্বাস
স্থানঃ বোদ্ধা পয়েন্ট, থিম্পু, ভুটান।
৭. খোঁজ the search
স্থানঃ ?!?!?!
৮. কতদিন তুমিহীন ।
স্থানঃ কিনব্রিজ, সিলেট।
৯. হাওয়া সাঁতারু ।
স্থানঃ ?!?!?!
১০. মাওয়ার ইলিশ ।
স্থানঃ মাওয়া ।
*কিছু বলতে চাই। কদিন আগে একটা পোস্ট পড়েছিলাম ব্লগার বস শেরজা তপন এর গোয়ালন্দী জাহাজের 'মুরগির ঝোল',
সেখানে জিবে জল আনা সেই আহাজারি পূর্ণ মুরগির মাংস খাওয়ার স্মৃতিচারন আছে। খুব তারাতারি এই মাওয়া ও থাকবে না, যেমনটা নাই একসময়কার জমজমাট দাউদকান্দি ফেরিঘাট। তাই খুব অল্প সময়ই আছে একটা ইলিশ, সাথে ডিম আর লেজের ভর্তার স্বাদ একবারের জন্য হলেও মাওয়ায় গিয়ে চেখে দেখার। তবে যেতে হবে ফেরিঘাটের টিনের চালের সেই চিরচারিত হোটেল রেস্টুরেন্টে। ভুলেও কোন এক্সপ্রেস রেস্টুরেন্টে গিয়ে বে*ব বনে আসবেন না।
১১. ঝিক ঝিক ।
স্থানঃ মনু ষ্টেশন ।
১২. চৈত্রের তাপদাহ ।
স্থানঃ চাতলাপুর চা বাগান ।
ব্লগে ঢুঁ দেয়ার জন্য অশেষ ধন্যবাদ।
২৪ শে জুন, ২০২১ দুপুর ২:০৮
হাসান রাজু বলেছেন: একি ? কেন?
২৪ শে জুন, ২০২১ দুপুর ২:১৩
হাসান রাজু বলেছেন: ঠিক আছে মনে হয়। কম্পিউটার, মোবাইল দুটোতেই চেক করলাম।
অশেষ ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ২৪ শে জুন, ২০২১ দুপুর ১:৪৭
শেরজা তপন বলেছেন: আমার এখন সাংঘাতিক খিদে লেগেছে- ইলিশ মাছ ভাজা আর ডিম দেখে ঝাপিয়ে পড়ব সেই মুহুর্তে নজরে এল, আমার লেখার
স্মৃতিচারন করে মাওয়া ঘাটের ইলিশের গল্প!
অনেক ধন্বাঃদ ও কৃতজ্ঞতা আমাকে স্মরণ করার জন্য।
এবার আসি ছবির কথায়;
শিরোনামের ছবিটা দুর্দান্ত হয়েছে- যে কেউ লোভে পড়ে ভিতরে ঢুকবে
প্রতিটা ছবির ট্যাগ আর ভেতরের কবিতা, গানের লিরিক্স এবং কোন বিশেষ উক্তিগুলো অন্য এক ব্যাঞ্জন এনে দিয়েছে!
সবগুলি ছবি সুন্দর- বেশ যত্ন নিয়ে বেশীরভাগ ছবি তোলা।
ভাল লাগল- বেস্ট অফ লাক
২৪ শে জুন, ২০২১ দুপুর ২:১২
হাসান রাজু বলেছেন: আপনার দৃষ্টিগোচর হয়েছে। এটা আনন্দের তৃপ্তির। অনেক অনেক ধন্যবাদ এত আন্তরিক মন্তব্যের জন্য।
৩| ২৪ শে জুন, ২০২১ দুপুর ২:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই ভালো লাগা রইলো পোস্টে শুভকামনা
আমারও লাস্ট পোস্ট আছে বাকি
দিয়েন না ফাঁকি,
আসিয়েন রইলো নিমন্তন্ন,
কিছু সুন্দর দৃশ্য রাখবো আপনার জন্য
২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৫
হাসান রাজু বলেছেন: আমি নিমন্তন্নের অপেক্ষায় থেকি না। চুপিচুপি সবার ব্লগবাড়িতে ঢুঁ দিই। আলসেমির কারনে মন্তব্য করি না, তাই অনেকে জানে না, তাদের এক অদৃশ্য অনুসারি আছে। এই খাসিলত এতো বছরেও শুধরাতে পারি নাই।
আপনার পোস্টে সবসময়ই ঢুঁ দেই। ধন্যবাদ জানবেন। মন্তব্যে ভালোলাগা জানবেন।
৪| ২৪ শে জুন, ২০২১ দুপুর ২:৫০
সামিয়া বলেছেন: সুন্দর ছবি
২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৭
হাসান রাজু বলেছেন: আপনার পোস্টের ছবিগুলোও দারুন। ধন্যবাদ মন্তব্যের জন্য।
৫| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:২৩
আমি সাজিদ বলেছেন: চমৎকার ছবি। তবে ভাই, প্লিজ ছবির মধ্যে কিছু লিখবেন না। আপনার এত এত দারুন মুন্সিয়ানায় তোলা ছবিগুলো ভেতরের লেখাগুলোতে একটু হলেও মলিন হয়ে যাচ্ছে।
২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:৪১
হাসান রাজু বলেছেন: আমার ফেসবুকে এই ছবিগুলো পোস্ট করেছিলাম সিরিজ আকারে। সবগুলোর এই বৈশিষ্ট ছিল। এর অনেক ছবি বিভিন্ন সময় এই ব্লগে পোস্ট করেছিলাম। সেখানে অক্ষত অবস্থায় আছে।
সুন্দর পরামর্শ আর সুন্দর মন্তব্যে মনটা ভরে গেল। অশেষ ধন্যবাদ।
৬| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:৩১
মাসউদুর রহমান রাজন বলেছেন: সবগুলা ছবিই সুন্দর। আপনি সুন্দর ছবি তুলেন, ভাই।
২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:৪২
হাসান রাজু বলেছেন: আপনার মন্তব্যে প্রেরনা পেলাম। খুব ভালো থাকবেন। ধন্যবাদ জানবেন।
৭| ২৪ শে জুন, ২০২১ রাত ৮:২৯
কালো যাদুকর বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর। ৮ নং টি কি চিল?
২৫ শে জুন, ২০২১ রাত ১২:৩৪
হাসান রাজু বলেছেন: পাখি, চিল ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
৮| ২৪ শে জুন, ২০২১ রাত ১০:১৮
করুণাধারা বলেছেন: ছবিগুলো সুন্দর, সাথে চমৎকার ক্যাপসন দিয়েছেন। শুভকামনা রইল।
২৫ শে জুন, ২০২১ রাত ১২:৩৯
হাসান রাজু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাললাগা মন্তব্য।
৯| ২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২১
মিরোরডডল বলেছেন:
হাওরের ছবিটা আর দূর পাহাড়ে দুটোই অদ্ভুত সুন্দর ।
আহা, তুমিহীন কেমন যেনো মন খারাপ করা ! ধ্রুবতারা এটাও সুন্দর ।
কাঁটার কারনে মাছ না খেলেও ইলিশের ডিমভাজা খুব পছন্দ ।
হাসানের তিনটা পোস্টেই ছবিগুলো একদম প্রফেশনাল লুক ।
আমার মন বলছে হাসান টপ থ্রিতে থাকবে । আই উইশ ।
তুমিহীন ছবিটার জন্য ফুয়াদের কম্পোজিশনে একটি গান ।
গানের মাঝে বাঁশির অংশগুলো মন কেমন করা ।
২৫ শে জুন, ২০২১ রাত ১০:৩৭
হাসান রাজু বলেছেন: গান ভালো লেগেছে। ধন্যবাদ ।
আপনার কমেন্ট সব সময় মন ভালো করে দেয়।
টপ থ্রি হয়তো হবে না। কিছু ছবি পোস্ট আছে যেগুলো দেখে ‘বাহ্’ শব্দ করতেই হয়।
বলে রাখি সব ছবিই কিন্তু ফটোশপে ঘষামাজা করা হয়েছে।
আমি কোন মাছই খাই না তবে ইলিশ, চিংড়িতে লোভ আছে।
এটা আপনার জন্য। পুরাতন গান নতুন করে শুনছি, ভাল লাগছে। তাই ভাবলাম আপনাকেও শুনাই।
হৃদয়ের একলা প্রান্তরে- জেমস
১০| ২৫ শে জুন, ২০২১ রাত ১০:৫৭
আরইউ বলেছেন:
ছবিগুলো খুবই সুন্দর, কিন্তু ছবির ভেতরে এতো টেক্সট থাকলে ছবি দেখার এক্সপেরিয়েন্স নষ্ট হয়!
ভালো থাকুন।
২৫ শে জুন, ২০২১ রাত ১১:১৫
হাসান রাজু বলেছেন: হ্যাঁ । এমন মন্তব্য আরো পেয়েছি। ভবিষ্যতে মাথায় রাখবো ব্যাপারটা । আমার আগের ছবি ব্লগগুলোয় কিন্তু এমন বিরক্তিকর টেক্সট নাই।
আন্তরিক পরামর্শের জন্য ধন্যবাদ।
১১| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবিগুলো লোড হতে অনেক সময় লাগলো, সুন্দর ছবি।
২৬ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৪
হাসান রাজু বলেছেন: ধন্যবাদ। আপনার ছবি ব্লগ দেখলাম। সুন্দর ছবি।
১২| ২৭ শে জুন, ২০২১ রাত ১২:৪০
অপু তানভীর বলেছেন: আপনার ছবি নিয়ে আর কিছু বলার নেই । আগেই বলেছি । কেবল প্লাস দিয়ে গেলাম ।
২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:০২
হাসান রাজু বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ, সুস্থ থাকবেন।
১৩| ২৮ শে জুন, ২০২১ রাত ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: দুর্দান্ত, আপনার ছবি দেখলে নিজেকে নিঃস মনে হয়।
২৮ শে জুন, ২০২১ রাত ১০:১১
হাসান রাজু বলেছেন: ভাই, আমি আপনার একজন বড় ভক্ত। অন্তত আমারে পঁচাইয়েন না। আপনার ছবির কালেকশন দেখলে যে কেউ “স্ব” শব্দটা নতুন করে ডিকশনারিতে খুঁজবে ।
মন্তব্যে ভালো লাগা থাকলো।
অভিযোগ: ইদানিং ব্লগে আপনার আনাগোনা কম।
১৪| ২৯ শে জুন, ২০২১ বিকাল ৪:৪১
মিরোরডডল বলেছেন:
এটা কি হলো হাসান ?
এতো সুন্দর ছবিগুলো ভেতরে লেখার জন্য যদি বাদ হয়ে যায় !
এ দুঃখ কোথায় রাখি
আমি খুব আশাবাদী ছিলাম হাসানের ব্লগ নিয়ে ।
দেখা যাক কি হয় ।
২৯ শে জুন, ২০২১ বিকাল ৫:০১
হাসান রাজু বলেছেন: না না সেটা ব্যাপার না। উনারা যে এত সুন্দর করে বিষয়টা একটা ফরম্যাটে নিয়ে যাচ্ছে সেটাই বড় কথা। সহজ স্বাভাবিক কিছু হলে আমি চিন্তা করতাম, কেন আমি বাদ পরলাম? কিন্তু যেমনটা আমি বলেছি, কোন শ্রম নাই, ত্যাগ নাই। ফেবু পোস্ট থেকে এনে এনে ব্লগে (রীতিমত) প্রতিযোগিতায় নেমে পড়লে হয় নাকি।? আমি মনে করি এমন প্রতিযোগিতার জন্য অন্তত কিছু ছবি নিয়ে কাজ করে তবেই পোস্ট করা উচিত। কিন্তু আমি ভাবি নাই এই প্রতিযোগিতা শেষে এসে এতো সিরিয়াস হবে।
অসুবিধা নাই। ছবি সংক্রান্ত ব্লগেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ইনশাল্লাহ সামনে কিছু ভালো ছবি পোস্ট করব ।
ধন্যবাদ।
১৫| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:১৯
শেরজা তপন বলেছেন: বেশ -ভাল লাগল জীবিকা-ফটোগাফটা প্রাথমিকভাবে নির্বাচিত হবার জন্য অভিনন্দন
০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৪১
হাসান রাজু বলেছেন: অশেষ ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা রইল।
১৬| ০৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৮
নতুন বলেছেন: হাওড়ের ছবি দেখে মাঝে মাঝে ঐ জীবন কিছুদিন কাটাতে ইচ্ছা করে।
১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০৮
হাসান রাজু বলেছেন: কষ্টের জীবন । পারবেন না। দুদিনের চিত্ত বিনোদনের জন্য বা এডভেঞ্চার হিসেবে ঠিক আছে। ঐ জীবনে কেউ ফিরতেও চায় না।
১৭| ০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৫
মিরোরডডল বলেছেন:
হাসান, প্রতিযোগিতা শেষ হলেও আমাদের জন্য এরকম সুন্দর ছবি ব্লগ দিবে ।
এখনতো আমরা জানি হাসানের এফবিতে এরকম অনেক সুন্দর ছবি আছে
যেগুলো এখানে আমাদের সাথে শেয়ার করবে ।
১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১৪
হাসান রাজু বলেছেন: ভালো আইডিয়া। ব্যাস্ততা কমছে না। এটাই সমস্যা।
আমার এফবি র অবস্থা আরও ভয়াবহ। সামুতে তাও অজানা অচেনা মানুষগুলো হাই হ্যালো করে। ফেবুতে পরিচিত মানুষের বাহিরে কেউ নাই। একটা ছবিতে ৩/৪ তার বেশি লাইক ও আসে না। অবশ্য সেখানে আমার অসামাজিক আচরন ই দায়ী।
১৮| ১৩ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৩১
নতুন বলেছেন: লেখক বলেছেন: কষ্টের জীবন । পারবেন না। দুদিনের চিত্ত বিনোদনের জন্য বা এডভেঞ্চার হিসেবে ঠিক আছে। ঐ জীবনে কেউ ফিরতেও চায় না।
অবশ্যই আমার পক্ষে সম্ভবনা। কয়েক দিনের জন্য যেতে ইচ্ছে করে ঐ জীবনটা কাছে থেকে দেখতে।
১৪ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৫২
হাসান রাজু বলেছেন: সেটা চেষ্টা করে দেখতে পারেন । শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০২১ দুপুর ১:৪৩
নিয়াজ সুমন বলেছেন: সবার ছবি দেখা যাচ্ছে কিন্তু আপনার ছবি গুলো দেখতে পাচ্ছি না কেন???
কি করলেন আপনি..।
সবার ছবি দেখা যাচ্ছে কিন্তু আপনার ছবি গুলো দেখতে পাচ্ছি না কেন???
কি করলেন আপনি..।