![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পঞ্চাশ বছর ধরে পলাতক থাকার পর এক নাৎসি যুদ্ধাপরাধী ধরা পড়লো সিআইএ’র অপারেটিভ এবং ভ্যাটিকানের সিক্রেট সার্ভিসের সদস্য ফাদার অ্যান্থনি ফাউলারের হাতে। সাবেক নাৎসির কাছে তিনি একটি জিনিস চান-বহুদিন আগে এক ইহুদি পরিবারের কাছ থেকে চুরি হওয়া সোনার পাতে মোড়ানো একটি মোমবাতি।
কিন্তু ফাদারের আসল উদ্দেশ্য এই মোমবাতিটা নয়-একটি সিক্রেট মানচিত্র। সেই প্রাচীন মানচিত্রের একটি অংশ আবিস্কারের পর পরই ধনী এক লোকের সহায়তায় ফাউলার নেমে পড়ে এ বিশ্বের সবচাইতে শক্তিশালী আর প্রাচীন একটি সম্পদের খোঁজে। সুদূর জর্ডানে গিয়ে অনুসন্ধান করতেই দলের মধ্যে বিশ্বাসঘতকতার শিকার হয় যাজক। ঘটনা মোড় নিতে থাকে রোমাঞ্চকর ক্লাইমেক্সের দিকে। একটি সন্ত্রাসীদল আমেরিকার বুকে আঘাত হানার অপেক্ষায় আছে...তারপর?
কন্ট্রাক্ট উইথ গড আপনাকে আরো একবার শিহরিত করবে!
মূল: হুয়ান গোমেজ-হুরাদো, অনুবাদ: শরীফুল হাসান
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১
হাসানশরিফুল বলেছেন: বাতিঘর প্রকাশনী, স্টল নং ৭৮, বের হয়েছে বইমেলায়
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪২
শের শায়রী বলেছেন: কোন প্রকাশনী। নিউ মার্কেটে রাইফেল গেটের দিকে ঢোকার সময় যে বইর দোকান আছে ওখানে কি পাওয়া যাবে? আমি ওখান থেকে বই কিনি। ভাল থাকুন অবশ্যি কিনব। বই আমার শখ
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২
হাসানশরিফুল বলেছেন: বাতিঘর প্রকাশনী, স্টল নং ৭৮, বের হয়েছে বইমেলায়
আপনার পরিচিত দোকানে পাওয়া যাবে
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪
আদিম পুরুষ বলেছেন: বেস্ট অব লাক। বাজারে আসলে অবশ্যই কিনব।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২
হাসানশরিফুল বলেছেন: বাতিঘর প্রকাশনী, স্টল নং ৭৮, বের হয়েছে বইমেলায়
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩
মহামহোপাধ্যায় বলেছেন: তন্ময় ফেরদৌস বলেছেন: কোন প্রকাশনী ? এবারের বইমেলাতে বেরুচ্ছে ?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২
হাসানশরিফুল বলেছেন: বাতিঘর প্রকাশনী, স্টল নং ৭৮, বের হয়েছে বইমেলায়
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: অনেক আগের লেখা মনে হচ্ছে! নাকি এবছর বের হচ্ছে?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
হাসানশরিফুল বলেছেন: বাতিঘর প্রকাশনী, স্টল নং ৭৮, বের হয়েছে এই বইমেলায়
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: আজ একুশের বই-মেলায় বিকেল ৩টায় বাতিঘর প্রকাশনী, স্টল নং ৭৮-এ গিয়েছিলাম। আবার গেলে কিনব।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৬
তন্ময় ফেরদৌস বলেছেন: ্কোন প্রকাশনী ? এবারের বইমেলাতে বেরুচ্ছে ?