নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

আসুন মাঠে যাই বিপিএল দেখতে, কারণ.....

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

আসুন মাঠে গিয়ে বিপিএল দেখি। কারণ আয়জেকদের শত বার্থতা ঢেকে দিতে পারি আমরা দর্শক আর খেলোয়াড়েরা। খেলোয়াড়েরা তাদের পেরফরমেন্স দেখাচ্ছেন। মোট রান ১২৫ নাসির হোসেনের, ১০৪ আশরাফুলের। মোট উইকেট মোশাররফ হোসেন রুবেলের, ৫ উইকেট। বাক্তিগত পেরফরমেন্সের উভয় তালিকায় সেরা দশের বেশীরভাগ জায়গা দখল করে আছে আমাদের দামাল ছেলেরা।



আগের লেখায় বলেছিলাম, এইবারেরে বিপিএল আমাদের দামাল ছেলেদের। সত্যি হচ্ছে তাই। আআসুন আমরা মাঠে যাই। উৎসাহ যোগাই আমাদের দামালদের। লোলিত মোদীরা যেমন আইপিএলের কলঙ্ক, তেমন কিছু দুর্বলতা, ক্ষুদ্রতা ভুলে গিয়ে আসুন সফল করি এবারের বিপিএল। দল বেধে যাই মাঠে। বিপিএল দিতে পারে আমাদের নেক্সট স্টার প্লেয়ারদের। যেমনটা পেয়েছে ভারত। যার পথ ধরে তাদের ঘরে এসেছে দুইটি ফরমেটের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এইরকম একটি টুর্নামেন্ট দিতে পারে আমাদের উঠতি খেলোয়াড়দের বিশ্ব মঞ্চে পারফর্ম করতে। নিজেদের প্রমাণ করতে।



আজকের খেলা কে কে দেখেছেন? দেশী শামসুর রহমানের ৪০ বলে ৬৬ রানের ইনিংটি কেমন লাগল? দামাল ছেলেদের ধামাল ইনিংস!



তাই, আসুন মাঠে যাই বিপিএল দেখতে, কারণ "এই বিপিএল আমাদের দামাল ছেলেদের"। আবারও বলছি, "এই বিপিএল আমাদের দামাল ছেলেদের"।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: দেশে থাকলে অবশ্যই মাঠে যেতাম ,,, বিপিএল আমাদের , একে সফল করার দায়িক্তও আমাদের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.