নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ যেন বুয়েট না হয়!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

আজ বারবার মনে পরে যাচ্ছে, বুয়েট ভিসির পদত্যাগের আন্দোলনের কথা। প্রবল সে আন্দোলন মুখ থুবড়ে পরে সরকারি নেতাদের হস্তক্ষেপে। পর্দার আড়ালের খেলা ঘুরিয়ে দেয় বহু কিছু। আজ শাহবাগের মহাসমাবেশে যে সকল মুখ দেখা গেল, তাদের অনেকেই পরিচিত অরাজনৈতিক আওয়ামী লীগার, নাম বলার দরকার আছে কি? শাহবাগ চত্বরে এদের পদচারণ কিসের ইঙ্গিত দিচ্ছে? আর এদিকে ফখরুল আর মওদুদ কি বললেন আজ? জনগণের জয় হবেই? আরে ব্যাটা তোদের কি লাজ-লজ্জা নাই। দুইদিন আগে না তোরা জামাতিদের নৈতিক সমর্থন দিলি?



ভাই, আমরা কোথায় যাবো? লালন সঙ্গীতের লাইন মনে পরে গেল, "লালন সাইজি বিনয় করে, সিরাজ সাঁইয়ের পায়; স্বামী মারিলে লাথি, নালিশ করিব কোথায়?" আসলেইতো আমাদের দেশের গার্ডিয়ান এইসব এইসব রাজনৈতিক দল ও নেতারা। বেহায়া আর ধান্দাবাজদের খপ্পর থেকে কি মুক্তি নেই? আছে! শাহবাগ চত্বরের মতো গণজাগরণ।তাই, যুদ্ধপরাধিদের ফাঁসির আন্দোলনের ন্যায় কখনো কি রাজনৈতিক মুক্তির আন্দোলন হবে? যেখানে আমরা নতুন প্রজন্ম পাবো মুক্ত চিন্তার আধুনিক নেতৃত্ব, যারা আমাদের দেশটাকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে......

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: ছাত্রলীগের জয়জয়কার....

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬

পত্রনবিস বলেছেন: ভাই পাবলিক কিন্তু তা করতে দেয় নাই কাজেই এই নতুন গনজোয়ার নিয়া চিন্তা কইরেন না । আইজকা বিনপির নেতা দের কথা সুনেন আরও তাস্কি খাইবেন । মনে রাখবেন এইদারে রাজনৈতিক পকেতস্ত করার চিন্তা আসে তা কিন্তু হইতে দেয়া যাবেনা । কাজেই মাঠে থাকেন আর ছাগু আর দুরনিতিকারি হইতে সাবধান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.