নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

Mohammad Ashraful এর ১৯০ নিয়ে তামিম ইকবাল:

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:১৩

Mohammad Ashraful এর ১৯০ নিয়ে তামিম ইকবাল:



" রান করা এক জিনিস আর চাপের মধ্যে রান করা আরেক জিনিস। সবকিছু পক্ষে থাকলে যেকোনো ব্যাটসম্যানের জন্যই রান করাটা সহজ হয়ে যায়। আশরাফুল ভাইয়ের ইনিংসটাকে আমি “স্পেশাল” বলব, কারণ কোনো কিছুই তাঁর পক্ষে ছিল না। ২৫ জনের দলে ছিলেন না। প্রস্তুতি ম্যাচেও খেলবেন কি না খেলবেন না ঠিক ছিল না। উনি বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার। উত্থান-পতন সবই দেখেছেন। এবারও তাঁকে নিয়ে প্রশ্ন ছিল। এই অসম্ভব চাপ মাথায় নিয়ে যে ইনিংসটা খেলেছেন, সেটির তুলনা হয় না। বাংলাদেশের পক্ষে এর চেয়ে ভালো ইনিংসও হয়তো আমি দেখেছি, তবে এত দৃঢ়প্রতিজ্ঞ হয়ে কাউকে খেলতে দেখিনি। উনি প্রমাণ করেছেন, চাইলে উনি মেন্টালি কত স্ট্রং হতে পারেন। "



একমত, সহমত পোষণ করলাম। আনি কি বলেন?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:১৫

পাইলট ভয়েচ বলেছেন: ১০০% সহমত

২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২১

গুরুভাঈ বলেছেন: সাবাস তামিম। গল টেস্টের সেরা খেলোয়ার আশরাফুল (আমার মতে)

৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৭

শান্তা273 বলেছেন: সহমত।

৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৬

নিরব বাংলাদেশী বলেছেন: আমি ১০০% দ্বিমত। কারন আমরা রান বুঝি ক্রিকেট বুঝি না।:(

১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:১৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনি ক্রিকেট না বুঝলে, এইখানে কথা কইয়েন না। রান ক্রিকেট খেলার অংশ, কিন্তু ক্রিকেট শুধু রানের খেলা নয়।

৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:০৯

অন্য পুরুষ বলেছেন: আফসোস.......... ২০০..।
:( :( :(

৬| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৭

এ হেলাল খান বলেছেন: তামিম বলেছেন @উনি বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার@ অথচ এই তামিমই বাংলাদেশের এই সুপারস্টারকে গরোয়া খেলায় ধাক্কা দিয়ে মারতে গেছেন। আশরাফুলের দূর্দিনে তামিমরা তার সাথে অনেক বাজে আচরন করেছেন। আশরাফুলই বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। যার সুফল তামিমরা ভোগ করছে।

আশরাফুলের জন্য শুভ কামনা রইল।
পোষ্টে +++

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ এ হেলাল খান ভাই, প্রথম কোন পোস্টে +++ পেলাম

৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬

দি সুফি বলেছেন: দুজনের জন্যই অনেক শুভকামনা রইল !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.