নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - জুন ২০১৪ (ভ্রমণ সংকলন - জুন ২০১৪)

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৩





অন্নদাশঙ্কর রায় বলেছিলেন, “ভ্রমণ থেকেই হয় ভ্রমণ কাহিনী। কিন্তু ভ্রমণকারীদের সকলের হাত দিয়ে নয়।' কিন্তু তাই বলে ভ্রমণকারীরা কিন্তু থেমে থাকে নাই। বিশেষ করে আমাদের প্রিয় এই সামু ব্লগের ব্লগাররা যখনই কোথাও বেড়াতে গিয়েছেন, ভ্রমণ শেষ করে এসে সেই ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেছেন সহ ব্লগারদের সাথে। প্রতিদিন দু’তিনটি করে ভ্রমণ বিষয়ক লেখা কিন্তু আমরা পেয়েই থাকি আমাদের সামহোয়্যারইন ব্লগ প্লাটফর্মে। যারা ভ্রমণ বিষয়ক লেখা পড়তে পছন্দ করে থাকি তাদের সব সময় আশা ছিল প্রতি মাসের ভ্রমণ বিষয়ক লেখাগুলো একসাথে করে একটি সংকলন করা হোক। গত মার্চ মাসে সুমন কর তার “ফিরে দেখা: ফেব্রুয়ারি ২০১৪। একটি সংকলন পোস্ট।” এ আমার অনুরোধে একটা ভ্রমণ বিভাগ যুক্ত করে আমাকে উৎসর্গ করেন। এছাড়াও তার আগে পরে অনেক সংকলন পোস্টে আমি ভ্রমণ বিভাগ নিয়ে লেখা দেখেছি। কিন্তু একটি পৃথক ভ্রমণ সমগ্র দেখার খুব ইচ্ছা ছিল। গত সপ্তাহে ডি মুন এর জুন মাসের ৬ টি মনোমুগ্ধকর গল্প ( Click This Link ) নামক একটি লেখায় সামু ব্লগের ইবনে বতুতা খ্যাত ব্লগার জুন একটি কমেন্ট ভ্রমণ সংকলন এর কথা উল্লেখ করেন। আমি ঘুরে বেড়াতে পছন্দ করি আর যেহেতু বেশীরভাগ পোস্ট দেই ভ্রমণ সম্পর্কিত, তাই ভাবলাম আমি দায়িত্ব নেই না কেন? সেই ভাবনা থেকেই এই পোস্ট। ও হ্যাঁ এই পোস্টটি উৎসর্গ করা হল সামু ব্লগের ইবনে বতুতা ব্লগার জুন কে



গত জুন মাসে প্রায় সাড়ে চার হাজারের বেশী লেখা থেকে ভ্রমণ সম্পর্কিত মাত্র ৮৪টি লেখা আমি খুঁজে পেয়েছি। এ ব্যাপারে সদ্য চালু হওয়া সামুর বিভাগ ভিত্তিক ব্লগ ‘ভ্রমণ ব্লগ’ এর উপর নির্ভর করতে পারি নাই কারণ গত জুন মাসে আমার ভ্রমণ বিষয়ক দুয়েকটি লেখা আমাই এখানে খুঁজে পাই নাই। তাই পুর সাড়ে চার হাজার লেখা আমাকে চেক করতে হয়েছে।



আমি প্রথমে আমার নির্বাচিত সেরা লেখাগুলো দিয়ে দিলাম। এই লেখা নির্বাচনে আমি প্রতিটি লেখা পড়েছি। ভ্রমণ বিষয়ক লেখা অনেকেই সহজে পড়তে চায় না, কারণ এগুলো পাঠক টানতে বা ধরে রাখতে পারে না। আমি প্রতিটি লেখা পড়ে পড়ে নম্বর দিয়েছি এবং সেই নম্বরের ভিত্তিতে যে সকল লেখা সর্বাধিক নম্বর প্রাপ্ত হয়েছে সেগুলো গত মাসের ভ্রমণ বিষয়ক সেরা লেখা বলে বিবেচিত হয়েছে। পুরো নির্বাচনটা সম্পূর্ণরুপে আমারে ব্যাক্তিগত মতামত। পাঠকরা দ্বিমত থাকলে মন্তব্যে জানিয়ে যাবেন প্লিজ। আর শেষে জুন মাসের প্রতিটি ভ্রমণ বিষয়ক লেখা ‘লেখার শিরোনাম-লিংক-ব্লগারের নাম’ আকারে দিয়ে দেয়া হয়েছে। কোন লেখা বাদ পরে গেলে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন, এড করে দিব।





সেরা পাঁচ (বাংলাদেশ)



(১) ঘুরে এলাম আমাদের দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনঃ “লোহাগড় মঠ” - বেনিইয়ামিন সিয়াম



(২) লোনলী ট্রাভেলারঃ রোড টু হামহাম ওয়াটারফল - মীর মফিজুল ইসলাম মানিক



(৩) বিছনাকান্দি : জল পাহাড়ের কাব্য - অসামাজীক এবং

ঘুরে আসুন সিলেটের স্বর্গ: বিছানাকান্দি (ছবিসহ ভ্রমন পোষ্ট) - খলিলুর রহমান ফয়সাল



(৪) বান্দরবান ভ্রমণ ! এবং বান্দরবান ভ্রমণ ২ ভুং ভাং



(৫) রোড টু কুয়াকাটা:: ট্যুর উইথ মুরগি - েমারতাজা এবং বিরুলিয়া'র প্রাচীন স্থাপনাসমূহ - হতে পারতো আরেক 'পানাম নগরী'!!! - বোকা মানুষ বলতে চায়



(এখানে বিছানাকান্দি নিয়ে দুটি লেখা দেয়া হল কারণ দুটি লেখাই আমার কাছে খুব ভালো লেগেছে। একটির ইনফরমেশন এন্ড প্রেজেন্টেশন ছিল খুব সুন্দর, আরেকটির ছবিগুলো অসাধারণ। তাই পাঁচ এর জায়গায় ছয়। কিন্তু সাত নম্বরে আমার বিরুলিয়া নিয়ে লেখাটি দিয়েছি শুধুমাত্র সামহোয়্যারইন এর মডারেশন প্যানেলকে সম্মান জানিয়ে, কেননা এই লেখাটি গত মাসে প্রায় এক সপ্তাহ স্টিকি পোস্ট আকারে ছিল)





সেরা পাঁচ (বিদেশ)ঃ



(১) থাইল্যান্ডের সাফারী ওয়ার্ল্ডে একদিন। - জুন



(২) বিলেত: পাখির চোখে দেখা – সতেরো - রেজওয়ানা আলী তনিমা



(৩) হায়দ্রাবাদের দিনগুলি: পর্ব- ১ (হায়দ্রাবাদী বিরিয়নি, সালার জাঙ্গ যাদুঘর এবং পথে পথে কিছু সময় এবং হায়দ্রাবাদের দিনগুলি: পর্ব-২.১ (রামুজী ফ্লিম সিটির ফ্লিম্মি জগত) - সাইফুল আজীম



(৪) কুমারী মাতার দেশে - তাহসিন মামা



(৫) আমার বিদেশ ভ্রমন - ১ – পূর্বকথা , আমার বিদেশ ভ্রমন - ২ - আকাশে উড়াউড়ি , আমার বিদেশ ভ্রমন - ৩ - উড্ডয়ন ও অবতরন এবং আমার বিদেশ ভ্রমন - ৪ – কুয়েত - ব্লগার কেএসরথি





তথ্যভিত্তিক ভ্রমণ পোস্টঃ



(১) দ্যা ব্লাক তাজমহল, মসলিয়াম এবং ভালোবাসা - শের শায়রী



(২) নিমজ্জিত সভ্যতাঃ বিশ্বের সাত জলতলের বিস্ময় - কান্ডারি অথর্ব



(৩) *** বিশ্বের অসম্ভব সুন্দর সব স্থানগুলো যা আপনার মনকে আকর্ষন করবে*** পর্ব-১ - সময়ের ডানায়



(৪) পৃথিবীর পরিত্যাক্ত কিছু দর্শনীয় স্থান - সেচ্ছাচারী



(৫) ড্রাইভ টু নাজরান (আরব ডায়েরি-৮১) - মধুমিতা





ফটো ব্লগঃ



(১) ঢাকা টু সিলেট..(ইটাখোলা, স্টেশন নং-৩০) - সাদা মনের মানুষ



(২) জাবেল হাফিত পর্বতের অপরূপ সৌন্দয্য (ছবিব্লগ) - রফিকুজজামান লিটন



(৩) কুয়াকাটায় সাতদিন ।। - জাকরিন কাদির



(৪) বণ্য প্রাণীর অভয়ারণ্য চুনারুঘাট এর কালেঙ্গা পাহাড়....... এবং বণ্য প্রাণীর অভয়ারণ্য চুনারুঘাট কালেঙ্গা পাহাড় এর কিছু ছB...... - কাজী ফাতেমা



(৫) লেক কিভু থেকে লেক টাঙ্গানিকা- বুকাভু, কঙ্গো - ১ ছবি ব্লগ , লেক কিভু থেকে লেক টাঙ্গানিকা- বুকাভু, কঙ্গো - ২ ছবি ব্লগ এবং লেক কিভু থেকে লেক টাঙ্গানিকা- বুকাভু, কঙ্গো - ৩ ছবি ব্লগ - শোভন শামস এবং সাইবেরিয়া ও বৈকাল - পার্থ সুমিত ভট্টাচার্য্য



==========================



জুন মাসে প্রকাশিত ভ্রমণ বিষয়ক সব লেখা প্রকাশের সময় মোতাবেক দেয়া হলঃ



1. মাধবপুর লেক (ছবিসহ) Click This Link ওমর বিশ্বাস



2. রোড টু কুয়াকাটা:: ট্যুর উইথ মুরগি Click This Link েমারতাজা



3. পানাম নগর (সোনারগাঁ, নারায়ণগঞ্জ) Click This Link ফারুক রহ্মান



4. পাহাড় সমুদ্র আর পশু পাখির মেলায় কিছু সময় Click This Link মাহমুদকলী



5. ছবি ব্লগ - মানিকগঞ্জের বালিরটেক, সানবান্ধা ভ্রমন (ভিজিট বাংলাদেশ এর সদস্যদের সাথে) Click This Link wasim_khan29



6. যারা বান্দরবান দেখেনি তারা হতভাগা Click This Link রঙীন রবীন



7. থাইল্যান্ডের সাফারী ওয়ার্ল্ডে একদিন। Click This Link জুন



8. বনে বাঁদাড়ে....২৫ Click This Link সাদা মনের মানুষ



9. সাইবেরিয়া ও বৈকাল Click This Link পার্থ সুমিত ভট্টাচার্য্য



10. দ্যা ব্লাক তাজমহল, মসলিয়াম এবং ভালোবাসা Click This Link শের শায়রী



11. বান্দরবান ভ্রমণ ! Click This Link ভুং ভাং



12. কবিতাভ্রমন: দরিয়ানগর-সোনাদিয়া প্রজাপতি বনে Click This Link মনির ইউসুফ



13. বগালেক জার্নি-ছবিব্লগ-২(পদব্রজে) Click This Link পাজল্ড ডক



14. নিমজ্জিত সভ্যতাঃ বিশ্বের সাত জলতলের বিস্ময় Click This Link কান্ডারি অথর্ব



15. বান্দরবন ভ্রমণ – “শৈলপ্রপাত” Click This Link পগলা জগাই



16. ভ্রমন কাহিনী ৩ - চট্টগ্রাম অভিযান Click This Link গোঁফওয়ালা



17. আমার দেখা থাইল্যান্ডঃ পর্ব- ৪ Click This Link টুটুল মাহমুদ



18. আমার বিদেশ ভ্রমন - ১ – পূর্বকথা Click This Link কেএসরথি



19. কুমিল্লা, কেন ভাল লাগে না তোমার !! ( অল্প কথায় আমার চোখে কুমিল্লা ) Click This Link চটপট ক



20. চিকিৎসা শেষে ঘুরে এলাম ভিক্টোরিয়া Click This Link এম দাস



21. কুমারী মাতার দেশে Click This Link তাহসিন মামা



22. ভ্রমন কাহিনী ৪ - কক্সবাজার অভিযান Click This Link গোঁফওয়ালা



23. ******সর্বাধিক আকর্ষনীয় বিশ্বের ১০টি প্রাকৃতিক আর্চ ****** Click This Link সময়ের ডানায়



24. ঘুরে আসুন সিলেটের স্বর্গ: বিছানাকান্দি (ছবিসহ ভ্রমন পোষ্ট) Click This Link খলিলুর রহমান ফয়সাল



25. কুনমিং থেকে বেইজিং হয়ে শেনজেন- চীন ভ্রমন-২ ছবি ব্লগ Click This Link শোভন শামস



26. কাপ্তাই লেকের জলে... কার ছায়া গো...? (তিন দিনে তিন পার্বত্যজেলা ভ্রমণ – পর্ব ০২) Click This Link বোকা মানুষ বলতে চায়



27. আমার বিদেশ ভ্রমন - ২ - আকাশে উড়াউড়ি Click This Link কেএসরথি



28. কুয়াকাটায় সাতদিন ।। Click This Link জাকরিন কাদির



29. সাগরের বুকে অচেনা দ্বিপ সোনার চর (গলাচিপা,পটুয়াখালি)। Click This Link আই এস শাকিল



30. রাঙ্গামাটি ছবি ব্লগ (পর্ব-এক) Click This Link অগ্নি সারথি



31. ভ্রমন কাহিনী ৫ - ষাট গম্বুজে একদিন... Click This Link গোঁফওয়ালা



32. নীলাচলে সূর্য মেঘের খেলা Click This Link পগলা জগাই



33. বিরুলিয়া'র প্রাচীন স্থাপনাসমূহ - হতে পারতো আরেক 'পানাম নগরী'!!! Click This Link বোকা মানুষ বলতে চায়



34. ঢাকা টু সিলেট..(ইটাখোলা, স্টেশন নং-৩০) Click This Link সাদা মনের মানুষ



35. বিরুলিয়ায় একবেলা Click This Link সিরাজ সাঁই



36. রাঙ্গামাটি ছবি ব্লগ (পর্ব-তিন) Click This Link অগ্নি সারথি



37. ভ্রমন কাহিনী ৬ – বিয়ে, বগুড়া, মহেস্থানগড়। Click This Link গোঁফওয়ালা



38. আনন্দ ভ্রমণঃ লক্ষীপুর মোতির হাট Click This Link নাজিমুদ্দিন পাটোয়ারী



39. রাঙ্গামাটি ছবি ব্লগ (পর্ব- চার) Click This Link অগ্নি সারথি



40. ড্রাইভ টু নাজরান (আরব ডায়েরি-৮১) Click This Link মধুমিতা



41. *** বিশ্বের অসম্ভব সুন্দর সব স্থানগুলো যা আপনার মনকে আকর্ষন করবে*** পর্ব-১ Click This Link সময়ের ডানায়



42. বিলেত: পাখির চোখে দেখা – সতেরো Click This Link রেজওয়ানা আলী তনিমা (9)



43. ঘুরে এলাম আমাদের দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনঃ “লোহাগড় মঠ” Click This Link বেনিইয়ামিন সিয়াম (9)



44. রাঙ্গামাটি ছবি ব্লগ (পর্ব- পাঁচ) Click This Link অগ্নি সারথি



45. ***বিশ্বের অসম্ভব সুন্দর সব স্থানগুলো যা আপনার মনকে আকর্ষণ করবে*** (পর্ব-২) Click This Link সময়ের ডানায়



46. ঘুরুন্তিস দিকব্দিক ১: গেলাম মাওয়া, দেখি মাদারীপুর Click This Link অন্যমনস্ক শরৎ



47. আমার বিদেশ ভ্রমন - ৩ - উড্ডয়ন ও অবতরন Click This Link কেএসরথি



48. যৌবনা ঝরণা, আনন্দময় পাহাড় সমুদ্র ভ্রমণ Click This Link েমারতাজা



49. ‘ ডুয়ার্সের পথে পথে ’ পর্ব- ১ Click This Link তাহসিন মামা



50. বাংলার প্রাচীন নির্দশন : মুক্তা গাছা রাজবাড়ী Click This Link আমি গাঙচিল



51. লোনলী ট্রাভেলারঃ রোড টু হামহাম ওয়াটারফল Click This Link মীর মফিজুল ইসলাম মানিক



52. বান্দরবানের রূপের ছোট্ট বাঁকে (তিন দিনে তিন পার্বত্যজেলা ভ্রমণ – শেষ পর্ব) Click This Link বোকা মানুষ বলতে চায়



53. ছবিতে আমার গ্রাম Click This Link নাজিমুদ্দিন পাটোয়ারী



54. কলকাতা ভ্রমন (ঢাকা - কলকাতা - আগ্রা) পর্ব-২ Click This Link বািক িবল্ল্াহ



55. কাশ্মীর- Click This Link ব্যতীপাত



56. বান্দরবন ভ্রমণ – “নীলাচল” Click This Link পগলা জগাই



57. ‘ডুয়ার্সের পথে পথে’ পর্ব- ২http://www.somewhereinblog.net/blog/shahed5555/29959940 তাহসিন মামা



58. সেন্ট মার্টিন্স দ্বীপ Click This Link বাবেষ্ট



59. কি করে যাবেন হাকালুকি হাওড় Click This Link অর্ফিয়াস



60. হায়দ্রাবাদের দিনগুলি: পর্ব- ১ (হায়দ্রাবাদী বিরিয়নি, সালার জাঙ্গ যাদুঘর এবং পথে পথে কিছু সময়) Click This Link সাইফুল আজীম



61. বিছনাকান্দি : জল পাহাড়ের কাব্য Click This Link অসামাজীক



62. কলকাতা ভ্রমন (ঢাকা - কলকাতা - আগ্রা) পর্ব-৩ Click This Link বািক িবল্ল্াহ



63. আমার বিদেশ ভ্রমন - ৪ – কুয়েত Click This Link কেএসরথি



64. হায়দ্রাবাদের দিনগুলি: পর্ব-২.১ (রামুজী ফ্লিম সিটির ফ্লিম্মি জগত) Click This Link সাইফুল আজীম



65. ঘুরে এলাম আমের রাজধানী Click This Link এএইচ ছোটন



66. লেক কিভু থেকে লেক টাঙ্গানিকা- বুকাভু, কঙ্গো - ১ ছবি ব্লগ Click This Link শোভন শামস



67. বনে বাঁদাড়ে....২৬ Click This Link সাদা মনের মানুষ



68. বণ্য প্রাণীর অভয়ারণ্য চুনারুঘাট এর কালেঙ্গা পাহাড়....... Click This Link কাজী ফাতেমা



69. পৃথিবীর পরিত্যাক্ত কিছু দর্শনীয় স্থান Click This Link সেচ্ছাচারী



70. রুপকথার রাজবাড়ী কেমন দেখতে? Click This Link ঢাকাবাসী



71. বলিয়াদি জমিদার বাড়ী - চারশত বছরের ইতিহাস ("বাংলার জমিদার বাড়ী" - পর্ব ১৩) Click This Link বোকা মানুষ বলতে চায়



72. লেক কিভু থেকে লেক টাঙ্গানিকা- বুকাভু, কঙ্গো - ২ ছবি ব্লগ Click This Link শোভন শামস



73. ঢাকা - কলকাতা (ভ্রমন বিষয়ক) দরকারী তথ্য সহ Click This Link টানিম



74. সিলেট ভ্রমণ।(ছবি সহ) Click This Link ফারুক রহ্মান



75. ঢাকা - কলকাতা (ভ্রমন বিষয়ক) দরকারী তথ্য সহ পর্ব – ২ Click This Link টানিম



76. বণ্য প্রাণীর অভয়ারণ্য চুনারুঘাট কালেঙ্গা পাহাড় এর কিছু ছB...... Click This Link কাজী ফাতেমা



77. কি নেই এই ভিরুঙ্গা পার্কে Click This Link িজলশািন্ত



78. লেক কিভু থেকে লেক টাঙ্গানিকা- বুকাভু, কঙ্গো - ৩ ছবি ব্লগ Click This Link শোভন শামস



79. ভ্রমণ যখন দার্জিলিংয়ে Click This Link মুহাম্মদ মোস্তাফিজুর রহমান



80. ‘সাংগ্রাই’, ‘পানখাইয়া পাড়া’ এবং আবু বকর ভাইয়ের অজানা প্রেমানুভুতি (ভ্রমণ কাহিনী) Click This Link বোকা মানুষ বলতে চায়



81. জাবেল হাফিত পর্বতের অপরূপ সৌন্দয্য (ছবিব্লগ) Click This Link রফিকুজজামান লিটন



82. বান্দরবান ভ্রমণ ২ Click This Link ভুং ভাং



83. উত্তর-পূর্ব ভারত // ভারত এর পাহাড়- পর্বতে ৯০ দিন // ধারাবাহিক প্রকাশ // ১ম পর্ব // Click This Link তারাবেষ্ট



84. কলকাতা ভ্রমন (ঢাকা - কলকাতা - আগ্রা) পর্ব-৪ Click This Link বািক িবল্ল্াহ

মন্তব্য ৫৫ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সামুর সার্ভারের ডিস্টার্বেন্স এর কারণে সকাল থেকে এই পোস্ট করতে গিয়ে মহা হ্যাপায় আছি। সব লিংক এবং ব্লগের অংসজ্জা বিকেলের মধ্যে ধীরে ধীরে এডিট করে ঠিক করে দিতে পারবো আশা করি X( :(( :(

২| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: ওরে পোষ্ট।++++।

০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ অন্যমনস্ক শরৎ

৩| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৫

খাটাস বলেছেন: মারাত্মক সাংঘাতিক অদ্ভুত প্রশংসনীয় - আপাতত একটা ঝাঁক প্লাস দিয়ে সোজা বক্সে.।.।।। +++++++++++++++

০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: খাটাস ভাই এত্তগুলান বিশেষণে বিশেষায়িত করলেন!!! :)

৪| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাইরে করছেন কি ? +++++++

০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই ভুল হইয়া থাকলে মাফ কইরা দেন পিলিচ... =p~ =p~ =p~

৫| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৬

অচেনা পথিক ১৮ বলেছেন: বিশাল ++++++++++++++

০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এত্ত এত্ত প্লাস... রাখতাম কৈ? :||

৬| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৩

আমি ইহতিব বলেছেন: সংকলন পোস্ট সবসময়েই ভালো লাগে।
অনেক ধন্যবাদ ভ্রমণ সংক্রান্ত পোস্টের সংকলন পোস্টের জন্য।

০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আপু। শুভকামনা জানবেন।

৭| ০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১২

রাহুল বলেছেন: প্রিয়তে চলে গেলো।ধন্যবাদ। :)

০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।

৮| ০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

সুমন কর বলেছেন: চমৎকার উদ্যোগ। সাথে আছি।

এরপর থেকে ভ্রমণ বিষয়ক পোস্ট দরকার হলে, আপনার ব্লগেই ঘুরতে যাব এবং আমার কাজও কিছু কমে গেল। =p~

যদিও এখন, সময়ের অভাবে সংকলন করতে পারছি না। |-)

দেখি সময় করে উঠতে পারি কিনা !! :P

প্লাস।

০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সামনে কণ্টিনিউ করতে পারবো কতদিন জানিনা, কিন্তু ইচ্ছা আছে। আর সুমন কর যে বরাবরের মত সাথে থাকবে তা আমি জানি।

শুভকামনা রইল।

৯| ০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

মায়াবী ছায়া বলেছেন: বিশাল অবস্থা,,,,,+++

০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কঠিন, তরল না বায়বীয়? ;) :P =p~

১০| ০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্ট ।+

০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।

১১| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ৮:১০

জুন বলেছেন: সবার সাথে তাল মিলিয়ে আমিও বলি চমৎকার একটি পোষ্ট। অনেকদিন আগে প্রিয় ব্লগার রেজোওয়ানা ভ্রমনের উপর এমন একটি সংকলন পোষ্ট দিয়েছিল। যতদুর মনে হয় সামুতে এ ধরনের পোষ্ট এরপর আর চোখে পড়েনি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে বোকামানুষ অবহেলিত এই খাতটির প্রতি নজর দেয়ায়। আমি দেখেছি দেশ বিদেশের বিভিন্ন ভাষাভাষী সব রকম পত্রিকা আর ম্যাগাজিনেই কিন্ত ভ্রমন কাহিনীগুলো নিয়মিত এবং গুরুত্বপুর্ন বিষয় হিসেবে অন্তর্ভুক্ত থাকে।

উৎসর্গে সন্মানিত বোধ করছি। কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলেন আমাকে।
+

০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপু আপনাকে বড় ঈর্ষা হয়, কত জায়গায় ঘুরে বেড়ান! আমি ইদানীং চুপি চুপি (লগ আউট থাকাকালীন) আপনার ব্লগে গিয়ে পুরাতন লেখাগুলো পড়ে আসি। একেবারে শুরু থেকে শুরু করেছি (প্রথম দিককার লেখাগুলো পড়ে খুব মজা লাগে... :P )

পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

আর হ্যাঁ, আরও বেশী বেশী ভ্রমণ নিয়ে লিখবেন, মাসে একধিক (আমরা নতুন ব্লগার হিসেবে নিশ্চয়ই এই আবদারটুকু আপনার নিকট করতেই পারি? :) )।

১২| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৫

সাজিদ ঢাকা বলেছেন: অস্থির কাজ করতেসেন ভাই , , এরকম কিছু একটা চাচ্ছিলাম :)

০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই মিয়া সাজিদ, আপনার একটা লেখাও এই মাসে খুঁজে পেলাম না কেন? ইদানীং কি ফাঁকিবাজ হয়ে গেছেন? :P

এই মাস থেকে আবার আপনার লেখা চাই।

১৩| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৭

কেএসরথি বলেছেন: এতপোস্ট একসাথে করাটা বিশাল কষ্টের কাজ। আপনি তারপরও করেছেন, তাই অশেষ ধন্যবাদ। :)

১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কৃতজ্ঞতা জানবেন কেএসরথি। নিয়মিত লেখা চাই আপনার কাছ থেকে।

১৪| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৭

রাজিব বলেছেন: চমৎকার পোস্ট। সবার অনেক কাজে লাগবে।

১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:০২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাদের কাজে লাগলেই আমার শ্রম সফল হবে।

১৫| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: এবং এবং প্রিয়তে গেল ... B-)

১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনিতো অনেক আগেই প্রিয়তে আছেন :)

১৬| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ৮ম প্লাস ...

যদিও এমন সুন্দর জিনিসের মূল্যায়নে জিনিসটা নগণ্যই লাগে ...

১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনাদের পাঠ এবং মন্তব্যই অনেক বড় পাওয়া।

১৭| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: খুব ভালো একটি কাজ। আমি নিজে ঘুরতে না পারলেও অন্যের চোখে পৃথিবী দেখতে পছন্দ করি। এসব ভ্রমন ব্লগ পড়তে পড়তে আমার আমিটার ঘোরাঘুরি হয়ে যায়।

ভ্রমন ব্লগের সংকলনের দায় নিজে কাঁধে তুলে নিয়েছেন বলে ধন্যবাদ।

১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার মন্তব্য অনুপ্রেরণা জোগানিয়া।

আমি স্বপ্ন দেখি ভ্রমণ বিষয়ক লেখা বাংলা ব্লগিং জগতে স্বকীয় এবং স্বাতন্ত্র্য একটি স্থান করে নিয়েছে।

১৮| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১:২০

মামুন রশিদ বলেছেন: অসাধারণ! এই বিষয়ে সংকলন করা ছিল সময়ের দাবী, আপনি সেই দাবী পূরণ করেছেন । আর সবচেয়ে বড় কথা এমন একজন ব্লগার ভ্রমন পোস্ট নিয়ে সংকলন করেছেন যিনি নিজেই চমৎকার সব ভ্রমন পোস্ট নিয়মিত লিখে যাচ্ছেন । আর যেকোন সংকলন করার ক্ষেত্রে একজন ব্লগারের এই যোগ্যতা অবশ্যই থাকা উচিত । আপনি নিঃসন্দেহে এই বিষয়ে উপযুক্ত একজন ।

সংকলন উৎসর্গ যথার্থ হয়েছে ।

নিয়মিত চলতে থাকুক । শুভকামনা :)

১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মামুন ভাই এভাবে বললে লজ্জা পাই। আমি খুব ভালো লিখতে পারি না, তারপরও লিখে যাই। লেখালেখি আমার আশৈশব স্বপ্ন।

অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন।

১৯| ১০ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৪৬

জাফরুল মবীন বলেছেন: কঠোর পরিশ্রমের ফসল এই অসাধারণ পোষ্টটি সোজা ভ্রমণ করে আমার ব্লগের প্রিয় তালিকায়... :) ।সংকলককে অসংখ্য ধন্যবাদ।যাদের পোষ্ট সংকলিত হয়েছে সবাইকে অভিনন্দন।বিশেষ অভিনন্দন জুন অাপাকে।

১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

২০| ১০ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১১

আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায় ,




শ্রমসাধ্য পোষ্ট । সহ-ব্লগার মামুন রশিদ এর সাথে কন্ঠ মিলিয়ে বলি --- একজন যোগ্য লোকের হাতে গড়ে তোলা যথার্থ একটি পোষ্ট । পোষ্ট বাছাইয়ে "মার্কিং" পদ্ধতিটা ভালো লাগলো ।

আর পোষ্টটি উৎসর্গ করেছেন ,সহ-ব্লগার জুন কে । এটাও যোগ্যতম হয়েছে ।

আমি যদিও ভ্রমন বিলাসী হতে পারিনি , শুধু সাধ পুষে রাখি , তাই প্রিয়তে নিয়ে রাখছি ।



১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই সাধ পুষে রাখলে হবে কেম্নে? সাধ্যের সাথে সমন্বয় করে সাধকে বাস্তবায়ন করে অত্যন্ত জরুরি।

২১| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০১

ভুং ভাং বলেছেন: ভ্রমনের উপর এমন একটি সংকলন পোষ্ট এর জন্য অনেক ধন্যবাদ।

১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভুং ভাং এর কাছ থেকে সেইরাম ভ্রমণ পোস্ট চাই।

শুভকামনা জানবেন।

২২| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর আয়োজন !

১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ অভি, এই আয়োজনে সাথে থাকার জন্য।

২৩| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: নাইস েপাস্ট।

১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ।

২৪| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৬

রাবার বলেছেন: কাজের পোস্ট বোকাভাই :)
সোজা প্রিয়তে আর +++++্

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ রাবার। :)

২৫| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৯

রাবার বলেছেন: ওরেরে কত ভ্রমন করেরে :)
প্লাস আর সোজা শোকেসে রাখলাম বোকাভাই ।

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই কমেন্টটা কি আমার পরের পোস্টটার জন্য? ভুলে এখানে চলে এসেছে? আমার মনে হল তাই বললাম। এনিওয়ে, পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

২৬| ২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৩

শোভন শামস বলেছেন: চমৎকার একটি ভ্রমণ সংক্রান্ত পোস্টের সংকলন পোস্টের জন্য ধন্যবাদ ++++++।
বিশাল কষ্টের কাজ, আপনি তারপরও করেছেন
আপনি নিঃসন্দেহে এই বিষয়ে উপযুক্ত একজন ।

সংকলন উৎসর্গ যথার্থ হয়েছে ।

নিয়মিত চলতে থাকুক । শুভকামনা

২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ শোভন শামস। ইনশাল্লাহ নিয়মিত চলবে।

ভালো থাকবেন।

২৭| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪১

হুসাইন অভি বলেছেন: শুধু শিরনাম পড়েই প্রিয়তে নিয়ে নিলাম :) এই ধরণের লেখাগুলো এত ভাল লাগে। হয়তো লেখকের জায়গায় নিজেকে কল্পনা করি বলেই। ফ্রিতে একটু ঘুরাঘুরি হয়ে যায়।

আপনাকে অনেএএএএক ধন্যবাদ কষ্ট করে সব পোস্ট একত্রিত করেছেন বলে, আপনি নিজেও বেশ ভ্রমণ পিয়াসু বুঝা যাচ্ছে।

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মন্তব্যটি খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ।

২৮| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪০

সোহানী বলেছেন: আমারগুলো কই... .. আমাকে মনে হয় গোনায় ধরেন না...হাহাহাহা.......। কি আর করা আমিই না হয় মনে করিয়ে দিলাম আপনার ব্লগে...

সোহানীর ভ্রমণ ব্লগ

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনিচ্ছাকৃত ভূলের জন্য দূঃখিত।

:( :( :(

সামনে এই ভূল হবে না আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.