নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

কাছে থেকে দূরে, বাংলার কোল জুড়ে (ছবি ব্লগ)

১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৬



ডোন্ট ওরি, ছবিসব নীচে সুন্দর করে লোকেশনসহ দেয়া আছে... :)



সারা বছর ভবঘুরে মন ঘুরে বেড়ায় হেথা হতে সেথা, কাছে থেকে দূরে, বাংলা মায়ের কোল জুড়ে। ঈদ আসলেই বাঙ্গালী মাত্রই ঈদের ছুটিতে ঘুরে বেড়াতে পছন্দ করেন দেশে-বিদেশে। কিন্তু মুষ্টিমেয় কয়েকজন ছাড়া আমরা বেশীরভাগই পছন্দ করি দেশে ঘুরে বেড়াতে। সামনে ঈদ, কোথায় যাওয়া যায় বেড়াতে? আমি গত এক বছরের কিছু বেশী সময়ে যে জায়গাগুলো ঘুরে বেড়িয়েছি সেগুলো নিয়ে আজকের ফটো ব্লগ। দেখুন না কোনটা আপনার পছন্দ হয় কি না?





বালিয়াটি প্যালেস, মানিকগঞ্জ





চর কুকরী মুকরি, ভোলা





জৈন্তাহিল রিসোর্ট, আলুবাগান, জৈন্তাপুর, সিলেট





ছেঁড়া দ্বীপ, সেন্টমার্টিন





বিরুলিয়া, আশুলিয়া, সাভার





নীলাচল, বান্দরবান





ইদ্রাকপুর দুর্গ, মুন্সীগঞ্জ





টাঙ্গুয়ার হাওড়, সুনামগঞ্জ





ভাওয়ালের গড়, গাজীপুর





সী বিচ, কক্সবাজার





বলিয়াদি জমিদার বাড়ী, কালিয়াকৈর, টাঙ্গাইল





বিছানাকন্দি, হাদারপার, গোয়াইনঘাট, সিলেট





বুদ্ধজাদী স্বর্ণন্দির, বান্দরবান





ময়নামতি, কুমিল্লা





মাধবপুর লেক, মৌলভীবাজার





ঝর্না, মহামায়া, মীরেরসরাই, চট্টগ্রাম





জাফলং, সিলেট





নীলগিরি, বান্দরবান





লালাখাল চা বাগান, সিলেট





প্রবাল দ্বীপ এবং সী বিচ, সেন্টমার্টিন





নবরত্ন মঠ, তেওতা জমিদার বাড়ী, টাঙ্গাইল





লোভা নদী, কানাইহাট, সিলেট





পানাম নগরী, সোনারগাঁও, নারায়ণগঞ্জ





লালাখাল, সারিঘাট, সিলেট





সাজেক ভ্যালী, খাগড়াছড়ি-রাঙ্গামাটি





রাতারগুল সোয়াম্প ফরেস্ট, সিলেট





শ্রীফলতলী জমিদার বাড়ী, টাঙ্গাইল





কাপ্তাই লেক, রাঙ্গামাটি





সোনারচর, পটুয়াখালী





টেকেরহাট, সুনামগঞ্জ





সোমেশ্বরী নদী, বিরিশিরি, নেত্রকোনা



ছবিগুলো আমার দৃষ্টির ভালোলাগা হয়ে আমার ছোট্ট ক্যামেরায় বন্দী হয়েছে। আপনার কোনটা ভালো লাগলো জানাতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, ডিটেইল ইনফরমেশন এর জন্য আমার ভ্রমণ বিষয়ক লেখাগুলোয় খোঁজ করতে পারেন। তো কোথায় যাচ্ছেন এই ঈদে স্বপরিবারে বেড়াতে?

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: অপরূপ সুন্দর লাগে ছবি বাংলার
কত না রূপের বাহার
যতই দেখি নয়নে আঁকি
শেষ যেন হয়না দেখার

পোস্টে +

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এত দেখি, ছবি আঁকি
লিখি কত গীতিকাব্য,
তবু বাংলার মোহময়ী রূপ
হৃদয়ে বাজায় বাদ্য।

বাজনার গোপন জাদুতে
ছুটছি দিবারাত্র,
এতো ছুটে তবু কিই বা দেখেছি?
দু'চারটে তার মাত্র!

ধন্যবাদ পরিবেশ বন্ধু।

২| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৫

বংশী নদীর পাড়ে বলেছেন: খুব সুন্দর ছবিগুলো। বাংলার মুখ আমি দেখিয়াছি...অপূর্ব...

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাংলার মুখ আমি দেখিয়াছি...অপূর্ব... সত্যিই অপূর্ব।

শুধু মুখখানি দেখিয়াছি, দেখা হয়নি বাংলা মায়ের অঙ্গখানি তব... .. .

৩| ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

সুমন কর বলেছেন: প্রিয়তে রাখলাম।

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সুমন কর। শুধু পোস্ট না, আমাকেও প্রিয়তে রাখবেন কি? :)

৪| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৪

জুন বলেছেন: হাওড় এলাকায় যেতে চাই কিন্ত সাতার না জানায় সাহস পাই না । বাকি সব দেখেছি সাজেক ভ্যালী ছাড়া ।
ছবিগুলো অসাধারন লাগলো বোকামানুষ বলতে চায় ।
+

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপু আপনাকে হিংসা হয় অনেক... :P

ইস... যদি আপনার মত ঘুরে বেড়াতে পারতাম!

আর আপু হাওড়ে লাইফ জ্যাকেট নিয়ে যাবেন। নীচের ছবিতে দেখুন আমাদের ভ্রমণ বাংলাদেশ এর সদ্যদের টাঙ্গুয়ার হাওড় বেড়ানোর সময়কার ছবি :)

৫| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৬

হাসান মাহবুব বলেছেন: অপূর্ব!

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

৬| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৩

আদম_ বলেছেন: প্রিয়তে।

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.