নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের অর্থহীন কথোপকথন

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:৩১





সময় বদলে যায়, নাকি মানুষ সময়কে বদলে দেয়? অথবা হয়তো সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়, শুধু হঠাৎ একদিন ধরা পড়ে অনেক কিছু বদলে গেছে; কখনো কখনো হয়তো সব কিছু। শুধু বদলাতে পারে না মানুষ হৃদয়ের গোপন কুঠিরে নিশ্চল হয়ে ঘুম পাড়ানো মায়ার শেকলটাকে। যে শেকল সময়ে, অসময়ে টান দেয় চেতনার সবকয়টা চোরাপথ ধরে। তাইতো বহু আগে পেরুনো জীবনের কোন পুরনো স্টেশনের প্ল্যাটফর্মে কীভাবে যেন ফিরে চলে যাই নিজের অজান্তে। অলীক কল্পনা আর স্মৃতির জাবর কাটা ছাড়া এটা যে আর কিছুই না, এটা জেনেও ঘোলাটে আঁখি হতে মুক্তো ঝরে। সেই মুক্তোয় কোন গহনা গড়া হয় না কোন প্রেয়সীর তরে, অথবা, কোন মরূদ্যানে ফোটায় না সে জলকণা কোন ক্যাকটাসের বুকে ফুল।



আজ গহীন রাতগুলো যখন কাটে প্রভাতের আশায় প্রতীক্ষার জপমালা গুনে, সেই ক্ষণগুলোতে কেন মন বারে বারে সেই বদলে যাওয়া সময়গুলোকে ফিরিয়ে আনতে নীরবে প্রার্থনা করে যায়? সময়ের সাথে বদলে যাওয়া মানুষগুলোকে কল্পনা করে আবার আঁকতে চায় রংবেরঙের আলপনা। কেন ধুসর ক্যানভাসে আজ আর শুকিয়ে যাওয়া তুলির আঁচড় পড়বে না জেনেও, মাঝরাতে বর্ণহীন সব রঙের বাক্সে খুঁজে ফেরে কিছু জীবনের রঙ, এই অবুঝ মন।



নিঃসঙ্গতাকে সাথী করে, শহুরে ব্যাস্ততার এই নগরেতে, অদৃশ্য মানবের মত হেঁটে হেঁটে যখন ক্লান্ত হয়ে থেমে যাই, তখন কেন ক্লান্ত দেহের অনুভূতি লোপ পেয়ে হন্যে হয়ে খুঁজে ফিরি পেছনে ফেলে আসা, সময়ের সাথে বদলে যাওয়া জীবনের গলিপথ। যেই গলিপথে হাঁটতে হাঁটতে বদলেছে সময়, বদলেছে জীবন, আর তার সাথে হারিয়ে গেছে সময়ের স্রোতে বেয়ে কতশত আপনজন।



তাই আজ প্রশ্ন জাগে, কেন বদলে যাওয়া সময়ের সাথে মনের গহীনে সুপ্ত চেতনাগুলো বদলে যায় না? অথবা মৃত্যুর নীলনদে তলিয়ে যায় না। কেন প্রশ্রয়ের বেড়াজালে অনুভূতির পুনর্জন্ম ঘটে বারে বারে, পোড়াতে এ হৃদয় অনর্গল।

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:৫৩

না পারভীন বলেছেন: খুব ভাল লেগেছে

সত্যি সুন্দর!
ঈদ মোবারক ভাইয়া :)

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আপু, আমি আমার নীচের কমেন্টটা লিখতে লিখতেই দেখি আপনি কমেন্ট করে ফেলেছেন।

লেখাটি ভালো লেগেছে জেনে খুবই অবাক এবং আরও বেশী খুশী হলাম। অজানা কোন কারণে মনটা খুব বিষণ্ণ।

ভালো থাকবেন, পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

ঈদ মোবারক।

২| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই লেখাটি খুব মন খারাপ থেকে লেখা, একান্তই ব্যাক্তিগত অনুভূতির কথামালা। তাই এই পোস্টটি যারা কষ্ট করে পড়ছেন, তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য।

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: লেখাটি অনেকের ভালো লেগেছে দেখে সত্যি অভিভূত হলাম।

৩| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ২:৪৩

সুমন কর বলেছেন: লেখাতো চমৎকার হয়েছে, প্রিয় সহ ব্লগার। যদিও মনটা বিষাদে ভরে উঠছিল। মনে হচ্ছিল, নিজেই লিখে যাচ্ছি। নিজের কথা।

মন খারাপ, নাকি? ঈদ কেমন কাঁটলো?
প্রথম লাইক। শুভ রাত্রি।



অ.প.: আপনার ঐ লেখাটি কিন্তু যোগ করা হয়েছে।

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রিয় সুমন, হ্যাঁ কাল খুব মনটা খারাপ ছিল। ক্ষুদ্র ক্ষুদ্র অনেক সক্ষ্ম খারাপ লাগা মনের অজান্তেই অদ্ভুত এক বিষণ্ণতায় ছেয়ে গিয়েছিল। :)

ঈদ কাটলো মোটামুটি।

ভালো একটা ঘুম দিয়ে এখন মনটা ফ্রেশ। আজ রাতের গাড়ীতে কেলেঙ্গা-সাতছড়ি'র বনে বেড়াতে যাচ্ছি।


আর ঐ লেখাটির সংযোজন কাল রাতেই দেখেছি, এখন বসলাম সব লেখা পড়তে। :)

৪| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৮:১২

হাসান মাহমুদ তানভীর বলেছেন: কেন প্রশ্রয়ের বেড়াজালে অনুভূতির পুনর্জন্ম ঘটে বারে বারে, পোড়াতে এ হৃদয় অনর্গল!

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কেন প্রশ্রয়ের বেড়াজালে,
অনুভূতির পুনর্জন্ম ঘটে বারে বারে?
পোড়াতে এ হৃদয় অনর্গল!
আর চোরাস্রোতে বয়ে আনে
হৃদয় খোঁড়া অশ্রুজল।

এই অনুকাব্যটি হাসান মাহমুদ তানভীর আপনার জন্য।

অনেক ধন্যবাদ পাঠ এবং মন্তব্যের জন্য।

৫| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৮:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই, ঈদের শুভেচ্ছা রইলো।

৬| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৪০

ঢাকাবাসী বলেছেন: ভাল।

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কে? কি?

আমি না লেখা? ;) :P

জাস্ট কিডিং, ঈদ কেমন কাটলো? আশা করি ভালো।

৭| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৫৪

না পারভীন বলেছেন: ভাইয়া আমি লেখাটি প্রিয়তে নিয়ে গেছিলাম। আমি কোন দিন এই ভাবে লিখতে পারবো না :( ভাষার কোন উপমা আমি পারিনা।ব্লগার টুম্পা মনির ও এরকম একটা লেখা আমার কালেকশনে আছে। অন্তরে গিয়ে লাগে লেখাগুলো।

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপুনি এখন কেন লেখাটি প্রিয়তে নেই? প্লিজ আবার প্রিয়তে নিয়ে যান।

আপনার লেখাও অনেক সুন্দর, আমি পড়েছি।

৮| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগল লেখাটা +++

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কান্ডারি অথর্ব। ঈদের শুভেচ্ছা জানবেন।

৯| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২১

পার্থ তালুকদার বলেছেন: সুন্দর ++

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ পার্থ। ঈদ কেমন কাটলো? ঈদ মোবারক!!!

১০| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১২

শাহরিয়ার নীল বলেছেন: কেন আমিও ভিজে যাই পুরানো নোনা জলে
যা হারিয়ে গেছে অনেক চেনার ভিরে-
অচেনায়।

অনেক ভাল লাগলো আমার সাথে মিলে গেছে পুরপুরি।

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার নীল। ঈদের শুভেচ্ছা জানবেন।

১১| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৩

ডি মুন বলেছেন: ঈদ মোবারক. ...

মন খারাপের মাঝেও ভালো থাকা হোক।

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমমম... অনেক ধন্যবাদ ডি মুন। ঈদের উষ্ণ শুভেচ্ছা।

১২| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ঢাকার বাইরে ছিলাম বলে প্রতিউত্তরে এত দেরী ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ঈদের শুভেচ্ছা জানাতে দেরী হল। তবুও... 'ঈদ মুবারাক' :)

১৩| ৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর!
ভালোলাগা জানবেন!

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রিয় অভি, ভালোলাগা জানলাম। শুভকামনা রইল।

১৪| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:০১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বুকের ভিতর মনে হল, খুব শূন্যতা অনুভব করছি।

সুন্দর একটা লেখা

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রিয়াদ। হৃদয় ছুতে পেরেছি লেখনী দিয়ে, জেনে খুব ভালো লাগলো।

১৫| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন লেখনী +

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রিয় পরিবেশ বন্ধু।

১৬| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৫

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা, তবে একটু দেরীতে, কিন্তু ফমালিনমুক্ত।

১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৭

িরািমষ বলেছেন: দারুন ভাবে কথার গাঁথুনি দিয়ে মনের কোনে দাগ কাটলেন । এক কথায় অসাধারন লেখা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই িরািমষ (নিকটা বোধহয় নিরামিষ?)। এই লেখাটা আমার খুব প্রিয় একটা লেখা। প্রিয় এই এতো পুরনো লেখায় এতো সুন্দর কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো।

ভালো থাকবেন।

১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১১

নাসরিন চৌধুরী বলেছেন: বেশ লিখেছেন ,আমি অবাক হচ্ছি এই ভেবে মানুষের ভাবনাগুলো কত সহজেইনা মিলে যায়।
ভাল থাকুন---

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমিও আপনার কবিতাটা পড়ে একই ভাবনায় পড়েছিলাম।আসলেই মানুষের ভাবনাগুলো কত সহজেইনা মিলে যায়। কিন্তু দেখবেন যার বা যাদের সাথে এই ভাবনার মিলের আশা রাখবেন, মনে মনে খুব করে চাইবেন, তাদের সাথেই মিলবে না। জীবন বড়ই অদ্ভুত।

পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩১

নাসরিন চৌধুরী বলেছেন: হুম ঠিক তাই। ধন্যবাদ আপনাকে আবারো আমাকে এত সুন্দর লেখাটি পড়ার সুযোগ করে দেবার জন্য। শুভকামনা জানবেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :)

২০| ২০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই যে সময় বদলে যায়, এই বয়স বাড়ে কিন্তু কিছু মানুষ জীবনেও বদলায় না। সিদ্ধান্ত বদলায় না আশ্চর্য্য কিছু মানুষ আছে দুনিয়ায় এরা নিজেদের বদলাতে পারে না।
খুব সুন্দর মায়াময় লেখা ।

২০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আপা, সময় করে এত্ত পুরাতন লেখাটি আগ্রহ নিয়ে পড়ার জন্য। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.