নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

আমার পছন্দের নিজের এক কুড়ি ক্লিক!

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৫





আমি পছন্দ করি ঘুরে বেড়াতে, গান শুনতে, গল্প বই পড়তে, লেখালেখি করতে। কিন্তু ছবি তোলা আমার শখ, নেশা কোন কিছুতেই পড়ে না। আমি বেড়াতে গেলে ছবি তুলি কিছু স্মৃতি ফ্রেমে বন্দী করতে, আর এ থেকেই আমার ছবি তোলা। কখনো ছোট ভাইয়ের, কখনো বন্ধুা-বান্ধবের ক্যামেরা দিয়ে; কখনো কোনটাই না পেলে নিজের মোবাইলের ছোট্ট লেন্স দিয়ে চলে এই স্মৃতি ফ্রেমবন্দী করার কাজ। আজকের ফটোব্লগ মূলত আমার নিজের তোলা আমার পছন্দের এক কুড়ি ছবি নিয়ে সাজানো। আসুন দেখি আমার পছন্দের এককুড়ি ছবি।





এই ছবিটি সেন্টমার্টিনের জেটি সংলগ্ন সৈকত থেকে সূর্যোদয়ের সময় তোলা। ছবিটতে কেমন যেন অদ্ভুত এক মায়া লেগে আছে মনে হয়।







এই ছবিটি আমার বন্ধু আর বন্ধু পত্নী'র, ছেঁড়দ্বীপে আমি তাদের রিকোয়স্টে এই সেটপিস ছবিটি তুলে দেই, যা তোলার পর আমি নিজেই খুব অবাক হয়ে গিয়েছিলাম। অদ্ভুত সুন্দর রোমান্টিক একটি ছবি।







ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে করে যাওয়ার সময় কুমিল্লা পেরুনোর আগে কোন এক ষ্টেশন সংলগ্ন কালভার্ট এর সামনে চলন্ত ট্রেনের জানালা দিয়ে এই ছবিটি তোলা, আমার মোবাইলের ক্যামেরা দিয়ে। ছবিটি তোলার পর থেকে আমি এই ছবির প্রেমে পড়ে গেছি।







এই ছবিটি টেকনাফ হতে সেন্টমার্টিন যাওয়ার জাহাজঘাট হতে তোলা। ছবিটি দেখলে মনে হয় জলরঙ্গে আঁকা। যতবার দেখি ততবারই খুব আশ্চর্য হই।







কেলেঙ্গা বনে এই ভদ্রলোকের দেখা পাই। অনেকে মাকড়শা'কে কুৎসিত প্রাণী বলে ঘেন্না করেন, আমিও করতাম। কিন্তু উনার এই রূপ দেখে আমি সত্যি মুগ্ধ।







খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি যাওয়ার সময় ঝড়ো অপরাহ্ণে মেঘলা আকাশের এই মাতাল রূপ আমার মোবাইলের ক্যামেরায় তোলা।







এই ছবির ছেলেটি যে ভূখণ্ডে দাঁড়িয়ে তার আকৃতি বাংলাদেশের মানচিত্রের মত। ভোলার কালির চরে ছবিটি তোলা।







সুনামগঞ্জের টেকেরহাট এর সীমান্ত সংলগ্ন মেঘালয় পাহাড়ে মেঘের খেলা।







লালাখালে তোলা এই ছবির শিশু দুটির মুখ এমন মায়া ধরিয়েছিল যে ছবিটি মনে গেথে গেছে।







ছবির পুকুরটি কক্সবাজারের পর্যটন মোটেল 'শৈবাল' এ। সন্ধ্যালগ্নে আকাশের রঙ আর তার প্রতিচ্ছবি আমায় নিদারুণ মুগ্ধ করেছিল।







দাউদকান্দি থেকে ফিরছিলাম ঢাকা, মেঘনা ব্রিজ পেরুনোর সময় চলন্ত বাস হতে আমার মোবাইলে তোলা সূর্যাস্তের এই ছবিটি।







সূর্যের সোনালী আভা! শুধু গল্প-কবিতাতেই শুনেছি। টাঙ্গুয়ার হাওড়ে দেখেছিলাম নিজ চোখে, স্বর্ণালী সেই রূপ।







সকাল বেলা রঙ্গামাটির ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে ছিলাম বোটের অপেক্ষায়। ঘাড় ঘুড়িয়ে পেছনে তাকাতেই দেখি......







বার্ড - কুমিল্লা'র ভেতরে শীতের সকালে তোলা এই শুন্য পিচঢালা পথে বারেবার হাঁটতে চাই।







আমার প্রিয়তমাকে নিয়ে হারিয়ে যাবো যেই নদীর তীরে, সেই লোভাছড়া নদী





চট্টগ্রাম ভাটিয়ারী হতে গেলাম সূর্যাস্ত দেখতে। কিসের কি? বিকেল থেকে শুরু হল বৃষ্টি, পেলাম অন্য এক রূপ। ভাটিয়ারী লেকে বুঝলাম 'ব্ষণমুখর সন্ধ্যা' কাকে বলে।







ভাওয়াল গড় বনে আমার কলেজ পড়ুয়া কাজিনের মডেলিংয়ে আমার কনসেপ্টে এই সবুজ ফ্রেমের ছবিটি আমার তোলা খুব সেরা ছবি, আমার মতে।







লক্ষ্মীপুরের চর ভৈরবী হতে ভোর বেলা হায়দারগঞ্জ যাবার পথে গ্রাম্য মেঠো পথ।







খাগড়াছড়ির নিউজিল্যান্ড পাড়ার সমতল হতে দূরের পাহাড়ের ভাজে সূর্যাস্তে সূর্যের হারিয়ে যাওয়া।

মন্তব্য ৫৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫০

সায়েদা সোহেলী বলেছেন: .। অসাধারন !! গোধূলির ছবি গুলো অদ্ভুত সুন্দর হয়েছে !! +++++++++++

০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ সায়েদা সোহেলী। গোধূলি বেলা আমার খুবই প্রিয় একটা সময়।

২| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৮

এম হাবিব আহসান বলেছেন: অসাধারন, চমৎকার +++++++++++

০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এত্ত এত্ত প্লাস!!! রাখবো কোথায়? :)

৩| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: খুবই সুন্দর! ++++

০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা জানবেন।

৪| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৬

দৃষ্টিসীমানা বলেছেন: পোস্টে ++++++++++++++++ ।শুভ কামনা রইল ।

০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দৃষ্টিসীমানা আমার দৃষ্টি ভালো লেগেছে না? :) :)

অনেক কৃতজ্ঞতা জানবেন।

৫| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৯

আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায় ,




যে হাতের ক্লিকে এই ছবি উঠে আসে তাকেই মানায় ঘুরে বেড়ানোতে, গান শুনতে ।

অপূর্ব সুন্দর ফ্রেমে বন্দি যেন একগোছা কবিতা ।

শুভেচ্ছান্তে ।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এমন করে বললে লজ্জা লাগে ভাই। আমি শুধু ক্লিক করে যাই, মাঝে মাঝে কিছু ছবি সত্যি থমকে দেয়।

পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

৬| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১১

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !! ছবিগুলো সুন্দর হয়েছে। !:#P

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সুমন। ঈদ সংকলনে ভালই পরিশ্রম গেল, তাই না? খুব ভালো ছিল আয়োজনটি। শুভকামনা রইল।

৭| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪০

মৃদুল শ্রাবন বলেছেন: সুপার্ব

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওরে বাব্বাহ, সত্যি? :) :) :)

অনেক ধন্যবাদ।

৮| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩২

লেখোয়াড় বলেছেন:
অপূর্ব।

একটি প্রদর্শনী করা যেতে পারে।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :-* :-* :-* :-*

এভাবে লজ্জা দেয় নাকি?

৯| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫০

হাসান রাজু বলেছেন: এক কথায় , অসাধারন ।
দুই কথায় , অসাধারন সুন্দর ।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তিন কথায়? !!! প্লিজ তিন কথায় কি তা বলবেন না... আপনার পিলিজ লাগে। :P

১০| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মুগ্ধ না হয়ে উপায় নেই।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আশরাফুল ইসলাম দূর্জয়। মুগ্ধতা জেনে ভালো লাগলো।

১১| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৩

মুদ্‌দাকির বলেছেন:

বেশীর ভাগই সুন্দর, তবে রেজুলেসন আরো ভালো হলে ভালো হত

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মুদ্‌দাকির। রেজুলেশন কীভাবে দিবো? সামুতে তো ৫০০ কিলোবাইট এর বেশী কোন ছবি আপলোড করা যায় না। :( :( :(

১২| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৩

শুঁটকি মাছ বলেছেন: দারুন

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: থ্যাঙ্কস প্রিয় শুঁটকি মাছ। ভালো থাকবেন।

১৩| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৬

আমি ইহতিব বলেছেন: দারুন সব মূহুর্ত ধরে রেখেছেন আপনার স্মৃতিতে ও ছবিতে। প্রতিটি ছবিই সুন্দর, আপনার বর্নণায় আরো ভালো লাগলো।

আপনার সবুজ ফ্রেমের ছবিটি দেখে আমার তোলা একটি ছবি শেয়ার করতে ইচ্ছে হল -

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওয়াও! অনেক সুন্দর। আপু মেয়েটি কে? অনেক কিউট একটা বেবী।

সবুজ আর নীল, এই দুই ব্যাকগ্রাউন্ডের ছবি আমার খুবই ভাল লাগে।

১৪| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৭

ডি মুন বলেছেন: সবগুলো ছবিই ভালো লেগেছে।

প্রিয়তে নিয়ে রাখলাম।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রিয়তে!!! সত্যি অভিভূত। কৃতজ্ঞতা জানবেন।

১৫| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৭

মাটি আমার মা বলেছেন: অসাধারন।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা জানবেন।

১৬| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১১

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

১৭| ০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: আপনার এক কুড়ি ক্লিক তো সেইরকমের ভাই :) :)
আমি অভিভূত!

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। সত্যি ভালো লাগলো জেনে। ভালো থাকবেন।

১৮| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৪

শহুরে আগন্তুক বলেছেন: দ্বিতীয় ছবিটা ধার চাইলে পাওয়ার সম্ভবনা কেমন? :P

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :-* :-* :-*

১৯| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৭

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার সব ছবি। ভাল লেগেছে।

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

২০| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৬

আমি ইহতিব বলেছেন: বেবীটা আমার কন্যা, প্রোফাইলের ছবিতেও আমার সাথে আছে আমার ঈশিত্ব।

ঠিক বলেছেন নীল ব্যাকগ্রাউন্ডের ছবিও ভালো আসে।
নিচের ছবিটা দেখতে পারেন - গত বছর লাংকাউই যাওয়ার পথে প্লেন থেকে তোলা

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক সুন্দর আপু, কবে যে প্লেনে চড়ে আকাশ দেখবো :(

আপনার জন্য সবুজ-নীল কম্বিনেশনে কাপ্তাই বেরেজে তোলা একটা ছবি দিলাম

২১| ০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

জেরিফ বলেছেন: চমৎকার ছবি গুলো । দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ।

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সময় করে এই ফটোব্লগটি ঢুঁ মারার জন্য। :)

২২| ০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২০

আলম 1 বলেছেন: ভাল লেগেছে।

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

২৩| ০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

জুন বলেছেন: অসাধারন আপনার এক কুড়ি ছবি । বিশেষ করে আপনার বন্ধু ও তার পত্নী , মাকড়শা আর লালাখালের রূপ মনকাড়া ।
+

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ জুন আপু। শুভকামনা জানবেন।

২৪| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: অপূর্ব !

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রিয় আদনান ভাই।

২৫| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৮

মাহমুদ তূর্য বলেছেন: চমৎকার হয়েছে ছবিগুলো।

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ তূর্য।

২৬| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: প্রিয়তে রাখলাম। গল্প লেখার কাজে আসবে। অবশ্য ছবি থেকে গল্প লিখলে সে কথা উল্লেখ থাকবে।


১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ জুলিয়ান ভাই।

২৭| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৫

অদ্বিতীয়া আমি বলেছেন: চমৎকার! মুগ্ধ করা ।

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মুগ্ধতা জেনে ভালো লাগলো। পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

২৮| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৫

রঙ তুলি ক্যানভাস বলেছেন: প্রথম তিনটা ছবি,শেষেরটা আর মাকড়সারটা বেশি ভাল লেগেছে। গোধূলির আলোতে কি যেন একটা মায়া থাকে মনে হয়,প্রথম তিনটা ছবি সেরকম..

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুম, মায়াবতী গোধূলি!

অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.