নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

হারানো আমি

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৫





আপনাকে আমি হারায়ে খুঁজি

জীবনের প্রতিটি গলি পথে,

শৈশবের নিস্পাপ সময়ের স্রোতে।

অথবা দুরন্ত কৈশোরের

সুতো কাটা ঘুড়ির ন্যায়

বাঁধাহীন উড়ে চলাতে।



কোথায় হারিয়েছি নিজের অজান্তে

নিজেকে আমি আপনার হতে,

স্বর্ণালী সেই সময়ে ।

ঝাপসা চোখে আজ খুঁজে

ফিরি প্রতিট দ্বাড়ে,

বর্ণিল সেই হারানো আমাকে।



তারুন্যের উন্মাতাল ঢেউয়ের

ফেনায়িত নোনা ভাঁজে,

অথবা মাতাল যৌবনের

লাগামহীন বেপরোয়া রাজে।



জীবনের প্রতিটি কুঠুরীতে

প্রতিটি উঠোনে,

প্রতিটি মজা পুকুর

অথবা প্রতিটি বাগানে।



পাগলের মত খুঁজেছি আমি

আমার নিজের সে আমাকে

কোথাও আজ নেইকো আমি

বেঁচে থাকা এই আমাতে।



কখন, কবে হারিয়ে নিজেকে

নিঃস্ব শুন্য হয়ে আছি দাঁড়িয়ে

বুঝতে পারিনি, পারিনি জানতে

আমার মাঝে হতে কবে আমি

গেছি হারিয়ে!

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫১

জন কার্টার বলেছেন: তারুন্যের উন্মাতাল ঢেউয়ের
ফেনায়িত নোনা ভাঁজে,
অথবা মাতাল যৌবনের

লাগামহীন বেপরোয়া রাজে


ভালো ..............

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ। মাঝে মাঝে নিজেকে বদলে যাওয়া অপরিচিত কেউ মনে হয়। সেরকমই অনুভূতি থেকে কাল রাতে লেখা এই কবিতাটি। কবিতা হয়েছে কি না জানিনা, কিন্তু আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল।

২| ১৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:৪৯

জাফরুল মবীন বলেছেন: সুখপাঠ্য ও ভাবনা উদ্রেককারী কবিতাটি পড়তে পড়তে নিজেকেও যেন হারানো অতীতে খুঁজতে শুরু করলাম!খুব ভাল লাগল বোমা (=বোকা মানুষ) ভাই :)

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ, বোমা নামটি পছন্দ হয়েছে। স্পেশাল থ্যাংকস "জাম" ভাই ;) (জাস্ট কিডিং)

৩| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৯

মৃদুল শ্রাবন বলেছেন: পড়তে ভালো লাগলো। হঠাৎ আমিও বুঝতে পারলাম, আমার মাঝে হতে কবে আমি গেছি হারিয়ে

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুম… জাহাজী ভাই, জীবনের জাহাজে এগিয়ে চলতে চলতে কখন যে নিজেকেই পেছনে ফেলে আসি টেরই পাই না।

কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

৪| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উপভোগ্য কবিতা।

ধন্যবাদ, বোকা মানুষ বলতে চায়।

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ, আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই।

৫| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর +++

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ, কান্ডারি ভাই।

৬| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো পড়তে !

১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ

৭| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৫

জাফরুল মবীন বলেছেন: হাঃ হাঃ হাঃ.....‘জাম’ নামটা হেব্বী হয়েছে!এই বুড়ো বয়সে নিজেকে কেমন জানি রসালো ও রঙ্গীন মনে হচ্ছে! =p~ =p~ =p~ ।আহারে আগে মাথায় আইডিয়াটা থাকলে এটাই নিক হিসাবে ব্যবহার করতাম :(

১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কোন জাম? কালো জাম? ;) :P

৮| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন: ভালো লাগলো।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রিয় শোভন।

৯| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫২

বাংলার পাই বলেছেন: তারুন্যের উন্মাতাল ঢেউয়ের
ফেনায়িত নোনা ভাঁজে,
অথবা মাতাল যৌবনের
লাগামহীন বেপরোয়া রাজে।

জীবনের প্রতিটি কুঠুরীতে
প্রতিটি উঠোনে,
প্রতিটি মজা পুকুর
অথবা প্রতিটি বাগানে।
----------------------চমৎকার লিখেছেন। শুভেচ্ছা রইলো।

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ বাংলার পাই।

আচ্ছা আপনার পাইয়ের মান কত? ;)

১০| ১৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

বাংলার পাই বলেছেন: আমার পাইয়ের মান-৩৪৫৩২৬৬১৫০৫৪৫০২৬

১১| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৯

সুমন কর বলেছেন: কয়েকটা দিন ব্লগে সময় দিতে পারিনি। তাই পড়া হয়নি।

বাহ, আপনি দেখি সুন্দর কবিতা লিখেন ;)

এতো বিষাদ কেন কবি ???

কবিতায় ২য় লাইক। !:#P

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহ, আমি দেখি সুন্দর কবিতা লিখি! ;) =p~ =p~ =p~

১২| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৬

হাসান মাহবুব বলেছেন: +

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.