নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

“SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - অক্টোবর ২০১৫ (ভ্রমণ সংকলন – অক্টোবর ২০১৫)”

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১



SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -সেপ্টেম্বর ২০১৫ (ভ্রমণ সংকলন – সেপ্টেম্বর ২০১৫)

ঐ শীত আসলো বলে, শীতের আগমনে বাংলার ঘরে ঘরে লাগে উৎসবের ছোঁয়া, বৈরাগী মন চঞ্চল হয়ে ওঠে হারিয়ে যেতে বনে-বাদাড়ে। শৌখিন পর্যটকের দল বেড়িয়ে পরে পাহাড়-বন-সাগরের পাণে। আর শীত আগমনের এই আগ মুহূর্তে বোকা মানুষের মন উৎফুল্ল এই দেখে যে উত্তরোত্তর বেড়ে চলেছে সামহোয়্যার ইন ব্লগের ভ্রমণ পোস্ট সংখ্যা। অল্প’র জন্য ছোঁয়া হল না তিন অঙ্কের সংখ্যাটুকু। তাতে কি হয়েছে? যে সংখ্যা কমতে কমতে পঞ্চাশের নীচে নেমে গিয়েছিল সেই সংখ্যা এবার ৯৬! খারাপ কি? জ্বী হ্যাঁ, বলা হচ্ছে সামহোয়্যার ইন ব্লগের ভ্রমণ সঙ্কলনের কথাই।

সামহোয়্যার ইন ব্লগে প্রকাশিত ভ্রমণ বিষয়ক পোস্ট নিয়ে নিয়মিত মাসিক সংকলনের সপ্তদশ সংখ্যা -“SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - অক্টোবর ২০১৫ (ভ্রমণ সংকলন – অক্টোবর ২০১৫)”'য় আপনাকে স্বাগতম। শুরুতেই যথারীতি সংকলনের সাথে প্রাসঙ্গিক কিছু বলা যাক। গত দেড় বছর যাবত শখের বশে ব্যাক্তিগতভাবে এই সংকলনটি করছি ভ্রমণ নেশা থেকে। তাই এই সংকলনের প্রতিটি বিষয় নিছক এই বোকা মানুষের ব্যাক্তিগত পছন্দ বৈ কিছু নয়। যাই হোক, গত অক্টোবর মাসে সামু ব্লগে প্রকাশিত প্রায় পাঁচ হাজারের বেশী পোস্ট হতে সর্বমোট ৯৬টি ভ্রমণ এবং ভ্রমণ সংশ্লিষ্ট পোস্ট পাওয়া গেছে। যাই হোক, আমি আশাবাদী চলতি মাসে এই ভ্রমণ বিষয়ক পোস্ট সংখ্যা গত মাসের সংখ্যাকেও ছাড়িয়ে গিয়ে তিন ডিজিট ছোঁবে। তো আসুন শুরু করি পথচলা…

এই মাসেও আগের ফরম্যাটেই ভ্রমণ সংকলন সাজানো হয়েছে। তবে, প্রথমেই রইল “পাঠক মিথস্ক্রিয়া”য় সেরা পাঁচ ভ্রমণ বিষয়ক পোস্টের বদলে সেরা দশ! কারন, পাঠকপ্রিয় পোস্টসমুহ সংকলনের খাতায় তুলে রাখা। কেননা পাঠক যে পোস্টে বেশী আগ্রহী, সেগুলোই প্রাধান্য পাওয়া উচিত সেরা তালিকায়। সেই সাথে পাঠক কোন ধরনের ভ্রমণ পোস্ট পছন্দ করছে, তারও একটা বাস্তব চিত্র পাওয়া যাবে এই সেরা তালিকা হতে। আসুন দেখে নেই এই তালিকাটি (আজকের পর্যন্ত ফলাফল অনুযায়ী), (ক্রম বিবেচ্য)

পাঠক মিথস্ক্রিয়া’য় সেরা দশঃ
১) আমার প্রথম ইন্ডিয়া ভ্রমন। (কলকাতা ও দীঘা সাগর)। কম খরচে ভ্রমনের বিস্তারিত। প্রথম পর্ব লিখেছেন সাইফুর রহমান পায়েল
২) এভারেষ্ট- থ্রিমাত্রিক নান্দনিকতা লিখেছেন দাড়ঁ কাক
৩) ময়নামতির পাহাড়ে চাঁদ উঠেছে আহারে -------- লিখেছেন কামরুন নাহার বীথি
৪) কাশ্মীরি আপেল (ছবি ব্লগ) লিখেছেন সাদা মনের মানুষ
৫) আমার তোলা যত ছবি - ৪ লিখেছেন আমিনুর রহমান
৬) আমার প্রথম ইন্ডিয়া ভ্রমন। (কলকাতা ও দীঘা সাগর)। কম খরচে ভ্রমনের বিস্তারিত ৩য় পর্ব। লিখেছেন সাইফুর রহমান পায়েল
৭) আমার প্রথম ইন্ডিয়া ভ্রমন। (কলকাতা ও দীঘা সাগর)। কম খরচে ভ্রমনের বিস্তারিত। ২য় পর্ব লিখেছেন সাইফুর রহমান পায়েল
৮) কম খরচে আবার ভারত ( পর্ব - গৌরচন্দ্রিকা ) লিখেছেন সারাফাত রাজ
৯) কুমিল্লার বাকি কয়েক ঘন্টা লিখেছেন কামরুন নাহার বীথি
১০) ঘুরতে গেছিলুম ইউরোপ- ৪ লিখেছেন ঢাকাবাসী
১১) ঘুরে এলাম আহসান মঞ্জিল, ছবি ব্লগ-০৫। লিখেছেন সুমন কর

এবার আসুন চোখ রাখা যাক আমার নির্বাচিত লেখাগুলো নিয়ে নিয়মিত বিভাগভিত্তিক সেরা লেখাগুলোতে। আমি প্রথমে আমার নির্বাচিত সেরা লেখাগুলো দিয়ে দিলাম। এই লেখা নির্বাচনে আমি প্রতিটি লেখা পড়েছি। ভ্রমণ বিষয়ক লেখা অনেকেই সহজে পড়তে চায় না, কারণ এগুলো পাঠক টানতে বা ধরে রাখতে পারে না। আমি প্রতিটি লেখা পড়ে পড়ে নম্বর দিয়েছি এবং সেই নম্বরের ভিত্তিতে যে সকল লেখা সর্বাধিক নম্বর প্রাপ্ত হয়েছে সেগুলো গত মাসের ভ্রমণ বিষয়ক সেরা লেখা বলে বিবেচিত হয়েছে। পুরো নির্বাচনটা সম্পূর্ণরুপে আমার ব্যাক্তিগত মতামত। পাঠকরা দ্বিমত থাকলে মন্তব্যে জানিয়ে যাবেন প্লিজ। আর পোস্টের শেষে সেপ্টেম্বর মাসের প্রতিটি ভ্রমণ বিষয়ক লেখা ‘লেখার শিরোনাম-ব্লগারের নাম-লিংক’ আকারে দিয়ে দেয়া হয়েছে। কোন লেখা বাদ পরে গেলে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন, এড করে দিব। (ক্রম বিবেচ্য নয়)

সেরা পাঁচ দেশঃ
১) আমার অজয়ে সাকা হাফং এর জয়ি কাহিনি( রুমা থেকে থানচি) লিখেছেন সজিব০০৭
২) গিয়েছিলেম পাহাড়ে লিখেছেন নীল-দর্পণ
৩) সুন্দরবন ভ্রমণ লিখেছেন মোঃ জাকির আলম
৪) সিলেট ভ্রমণ - বিছনাকান্দি (২য় পর্ব) লিখেছেন পগলা জগাই

সেরা পাঁচ বিদেশঃ
১) ঘুরতে গেছিলুম ইউরোপ- ৩-৫ লিখেছেন ঢাকাবাসী
২) অন্নপুর্না বেসক্যাম্প ট্রেক-২ লিখেছেন দাড়ঁ কাক
৩) কানাডা ডায়েরী ১ লিখেছেন কেএসরথি
৪) ঢাকা-কোলকাতা-দার্জেলিং-মিরিক পার্ট ১-২ লিখেছেন ডিএনএ মনির
৫) চেনা ব্রাজিলের অচেনা রুপ লিখেছেন মাহবুবুল আজাদ

সেরা পাঁচ ছবিব্লগঃ
১) ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া- দিয়াবাড়ি কাশবন লিখেছেন দাড়ঁ কাক
২) জল-পাথরের খেলা লিখেছেন পগলা জগাই
৩) আমার তোলা যত ছবি - ৪ লিখেছেন আমিনুর রহমান
৪) কাশ্মীরি আপেল (ছবি ব্লগ) লিখেছেন সাদা মনের মানুষ
৫) পোখারা - নেপাল রানী লিখেছেন কামরুন নাহার বীথি

সেরা পাঁচ তথ্যভিত্তিকঃ
১) এভারেষ্ট- থ্রিমাত্রিক নান্দনিকতা লিখেছেন দাড়ঁ কাক
২) আমার প্রথম ইন্ডিয়া ভ্রমন। (কলকাতা ও দীঘা সাগর)। কম খরচে ভ্রমনের বিস্তারিত। প্রথম পর্ব লিখেছেন সাইফুর রহমান পায়েল
৩) বিমান বন্দরে লাগেজ না আসলে কিংবা কোন কারনে হারিয়ে গেলে যা করণীয়ঃ লিখেছেন শুভ৭১
৪) দার্জেলিং ভ্রমন লিখেছেন এফ আই রাজীব
৫) বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পটে হোটেল ও বাস সংক্রান্ত তথ্য। লিখেছেন এম এম ইসলাম

সেরা পাঁচ ভিন্নধর্মীঃ
১) পর্ব ১ এভারেস্টঃ হারিয়ে যাওয়া যোদ্ধা- ম্যালরি ও অরভিন লিখেছেন ডাঃ মারজান
২) ভ্রমণ পিপাসুদের জন্য অসাধারণ একটি অ্যানড্রয়েড অ্যাপ Tour Bangla লিখেছেন চাদের বুড়ি
৩) প্রিয় বারী ভাই ও সাইকেল ভ্রমন লিখেছেন এমএইচ রনি১৯৭১
৪) ভিসা এন্ড ট্রাভেল । লিখেছেন কিবরিয়া জাহিদ মামুন
৫) রিছাং ঝর্ণা- উচ্ছ্বাস ও উৎকণ্ঠা... (ভ্রমন সতর্কতা) লিখেছেন সজল জাহিদ

উৎসর্গঃ এই মাসের সংকলনটি আমি উৎসর্গ করছি সামু ব্লগের সবার প্রিয় ব্লগার, আমার অতি পছন্দের ভ্রমণসঙ্গী, সদা হাস্যমুখ, মিতভাষী এবং সর্বোপরি সাদা মনের মানুষ কামালউদ্দিন কামাল ভাইকে।
প্রচ্ছদ ও স্থিরচিত্রঃ বোকা মানুষ বলতে চায়

অক্টোবর, ২০১৫ এর সকল ভ্রমণ বিষয়ক পোস্টঃ
0) ঘুরে এলাম আহসান মঞ্জিল, ছবি ব্লগ-০৫। লিখেছেন সুমন কর Click This Link
1) গিয়েছিলেম পাহাড়ে লিখেছেন নীল-দর্পণ Click This Link
2) ঘুরতে গেছিলুম ইউরোপ- ৩ লিখেছেন ঢাকাবাসী Click This Link
3) ময়নামতির পাহাড়ে চাঁদ উঠেছে আহারে -------- লিখেছেন কামরুন নাহার বীথি Click This Link
4) ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া- দিয়াবাড়ি কাশবন লিখেছেন দাড়ঁ কাক Click This Link
5) প্রাচীন বাংলার রাজধানী বিক্রমপুরে লিখেছেন মৈত্রী Click This Link
6) বলুন তো এটা কোন দেশ - ১ লিখেছেন মেরিনার Click This Link
7) কেওক্রাডং চুড়া থেকে দেখা বাংলাদেশের উচু পাহাড় গুলো : লিখেছেন সাইবার অভিযত্রী Click This Link
8) "বিছানাকান্দি" ঘুড়ে আসুন! লিখেছেন মোঃ ছিদ্দিকুর রহমান Click This Link
9) এভারেষ্ট- থ্রিমাত্রিক নান্দনিকতা লিখেছেন দাড়ঁ কাক Click This Link
10) বান্দরবনের থানচি, তিন্দু ও বড় পাথর এলাকার অপরুপ সৌন্দর্য !!! লিখেছেন সুবোধ বালক Click This Link
11) পতেঙ্গা সি বীচে একদিন হঠাত করে..... লিখেছেন রাশেদুল ইসলাম রুশো Click This Link
12) ট্যুর ডি বান্দারবন - থাঞ্চি - রেমাক্রি - নাফাখুম - জিন্নাপাড়া - থুসাইপাড়া - আমিয়াখুম - পদ্মমুখ (পর্ব ১) লিখেছেন আহারে মামুন Click This Link
13) নয়নাভিরাম মেঘ পাহাড়ের দেশ সাজেক ভ্যালি। লিখেছেন সুবোধ বালক Click This Link
14) ট্যুর ডি বান্দারবন - থাঞ্চি - রেমাক্রি - নাফাখুম - জিন্নাপাড়া - থুসাইপাড়া - আমিয়াখুম - পদ্মমুখ (পর্ব ২) লিখেছেন আহারে মামুন Click This Link
15) খাগড়াছড়ি ভ্রমন ১:আলুটিলা গুহা,রিসাং ঝর্না লিখেছেন ঘুড়তে থাকা চিল Click This Link
16) গিয়েছিলেম সমুদ্র দর্শনে লিখেছেন নীল-দর্পণ Click This Link
17) টুকরো স্মৃতিকথা লিখেছেন খায়রুল আহসান Click This Link
18) বান্দরবানে অপহরণ, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন , সীমান্ত রাজনীতি, আন্তর্জাতিক কুটনীতি আর বর্তমান পরিস্হিতি । লিখেছেন রাতুলবিডি৪ Click This Link
19) ভ্রমণে বিপদ, কিছু রক্ষা কবচ লিখেছেন রাতুলবিডি৪ Click This Link
20) খাগড়াছড়ি ভ্রমন ২:জেলা পরিষধ পার্ক,নিউজিল্যান্ড,শান্তিপুর অরন্য কুটির লিখেছেন ঘুড়তে থাকা চিল Click This Link
21) ঘুরতে গেছিলুম ইউরোপ- ৪ লিখেছেন ঢাকাবাসী Click This Link
22) পর্ব ১ এভারেস্টঃ হারিয়ে যাওয়া যোদ্ধা- ম্যালরি ও অরভিন লিখেছেন ডাঃ মারজান Click This Link
23) উত্তরাঞ্চল ভ্রমণ এবং ফুড ভিলেজ প্লাস লিখেছেন প্রামানিক Click This Link
24) ও হেনরির দেশেঃ বাস পর্ব লিখেছেন মহান অতন্দ্র Click This Link
25) অন্নপুর্না বেসক্যাম্প ট্রেক-২ লিখেছেন দাড়ঁ কাক Click This Link
26) ছিমছাম ঝকঝকে মেঘ–পাহাড়ের সাজেক ভ্যালি লিখেছেন দরবেশ১ Click This Link
27) ‘‘বাংলার দার্জিলিং’’ খ্যাত চিম্বুক পাহাড় লিখেছেন ইয়াকুব আলি Click This Link
28) ট্যুর ডি বান্দারবন - থাঞ্চি - রেমাক্রি - নাফাখুম - জিন্নাপাড়া - থুসাইপাড়া - আমিয়াখুম - পদ্মমুখ (পর্ব ৩) লিখেছেন আহারে মামুন Click This Link
29) ভ্রমণ স্মৃতি :: মধু কবির সাগরদাঁড়ি ও কপোতাক্ষ ফারুকুর রহমান চৌধুরী লিখেছেন ফারুকুর রহমান চৌধুরী Click This Link
30) প্রবাসে আমি, আমরা ও প্রথম আলো লিখেছেন সরোজ মেহেদী Click This Link
31) ৭২ ঘন্টায় আমার সাকা সামিট লিখেছেন মির্জা রাসেল Click This Link
32) কুমিল্লার বাকি কয়েক ঘন্টা লিখেছেন কামরুন নাহার বীথি Click This Link
33) আমার প্রথম ইন্ডিয়া ভ্রমন। (কলকাতা ও দীঘা সাগর)। কম খরচে ভ্রমনের বিস্তারিত। প্রথম পর্ব লিখেছেন সাইফুর রহমান পায়েল Click This Link
34) অনেক বেড়াইসেন,এবার লিখা দিন।। লিখেছেন রোদেলা Click This Link
35) ভ্রমণ পিপাসুদের জন্য অসাধারণ একটি অ্যানড্রয়েড অ্যাপ Tour Bangla লিখেছেন চাদের বুড়ি Click This Link
36) জল-পাথরের খেলা লিখেছেন পগলা জগাই Click This Link
37) নাফাফুক ভ্রমন লিখেছেন ভুং ভাং Click This Link
38) শ্রীমঙ্গল- মায়াবী রহস্য-স্বপ্নের ডাকঘর লিখেছেন প্রশান্ত কৈরী Click This Link
39) কাওয়াই নদীর বিখ্যাত (কুখ্যাত !!) সেতুঃ ছবি ব্লগ লিখেছেন মানস চোখ Click This Link
40) আমার প্রথম ইন্ডিয়া ভ্রমন। (কলকাতা ও দীঘা সাগর)। কম খরচে ভ্রমনের বিস্তারিত। ২য় পর্ব লিখেছেন সাইফুর রহমান পায়েল Click This Link
41) ইডিয়টস জার্নি টু আম্রিকা (পাঁচ) লিখেছেন বিপ্লব06 Click This Link
42) রাঙামাটি ভ্রমন ১:সাজেক(মেঘ আর সবুজে ঢাকা স্বপ্ন) লিখেছেন ঘুড়তে থাকা চিল Click This Link
43) সুন্দরবন ভ্রমণ লিখেছেন মোঃ জাকির আলম Click This Link
44) আমার প্রথম ইন্ডিয়া ভ্রমন। (কলকাতা ও দীঘা সাগর)। কম খরচে ভ্রমনের বিস্তারিত ৩য় পর্ব। লিখেছেন সাইফুর রহমান পায়েল Click This Link
45) সপ্তাহান্ত ভালোবাসা এবং শরতের দিয়াবাড়ি লিখেছেন ছায়ীদ আল আরিফ Click This Link
46) পর্ব-২ এভারেস্টঃ হারিয়ে যাওয়া যোদ্ধা- মিক বারকি লিখেছেন ডাঃ মারজান Click This Link
47) তাজমহলে মমতাজের দেখা! (ভ্রমন গল্প) লিখেছেন সজল জাহিদ Click This Link
48) আমার প্রথম ইন্ডিয়া ভ্রমন। (কলকাতা ও দীঘা সাগর)। কম খরচে ভ্রমনের বিস্তারিত। ৪র্থ পর্ব। লিখেছেন সাইফুর রহমান পায়েল Click This Link
49) কবিতা লিখেছেন হাবিবুর অন্তনীল Click This Link
50) ভ্রমণ বিষয়ক লেখা চাই।। লিখেছেন রোদেলা Click This Link
51) কামরুপ-কামাক্ষ্যা মন্দির দর্শন ! লিখেছেন ভ্রমণ বাংলাদেশ Click This Link
52) আমার প্রথম ইন্ডিয়া ভ্রমন। (কলকাতা ও দীঘা সাগর)। কম খরচে ভ্রমনের বিস্তারিত। ৫ম ও শেষ পর্ব। লিখেছেন সাইফুর রহমান পায়েল Click This Link
53) শরতের শেষ সূর্য্য ------ সে দিনের সোনা ঝরা সন্ধ্যায় (ছবি ব্লগ) লিখেছেন কামরুন নাহার বীথি Click This Link
54) ঘুরে আসুন লালবাগ কেল্লা লিখেছেন সাইফুল১৩৪০৫ Click This Link
55) তাজহাট রাজবাড়ী লিখেছেন রনি.রায় Click This Link
56) উত্তাল সমুদ্রে সেন্টমারটিন......(ভ্রমন গল্প) লিখেছেন সজল জাহিদ Click This Link
57) মাধবকুণ্ড জলপ্রপাত- এক বিনষ্টকৃত সৌন্দর্য ও আমাদের অসচেতনতা লিখেছেন সুদিন Click This Link
58) ময়নামতি রণ সমাধিক্ষেত্র, কুমিল্লা লিখেছেন কামরুন নাহার বীথি Click This Link
59) ইডিয়টস জার্নি টু আম্রিকা (ছয়) লিখেছেন বিপ্লব06 Click This Link
60) ছবি ব্লগ Velassaru Maldives লিখেছেন কমরেড মাহমুদ Click This Link
61) বিমান বন্দরে লাগেজ না আসলে কিংবা কোন কারনে হারিয়ে গেলে যা করণীয়ঃ লিখেছেন শুভ৭১ Click This Link
62) আবার খালি হাতে তোলা ছবি নিয়ে ছবি পোষ্ট। স্যামসাং গ্যালাক্সি এস ফোর দিয়ে তোলা ছবি। লিখেছেন ভিটামিন সি Click This Link
63) আমার তোলা যত ছবি - ৪ লিখেছেন আমিনুর রহমান Click This Link
64) প্রিয় বারী ভাই ও সাইকেল ভ্রমন লিখেছেন এমএইচ রনি১৯৭১ Click This Link
65) কাশ্মীরি আপেল (ছবি ব্লগ) লিখেছেন সাদা মনের মানুষ Click This Link
66) পঞ্চগড় দেবীগঞ্জ ভ্রমণ লিখেছেন প্রামানিক Click This Link
67) কম খরচে আবার ভারত ( পর্ব - গৌরচন্দ্রিকা ) লিখেছেন সারাফাত রাজ Click This Link
68) দয়া করে আগামী দুইদিন সিলেটে আসবেন না। লিখেছেন জ্যামিতিক লাভ Click This Link
69) কাশবনে একটি বিকেল ------- (ছবি ব্লগ) লিখেছেন কামরুন নাহার বীথি Click This Link
70) ডেভিস ফল- পর্ব ৬ (রিপোস্ট) লিখেছেন শেরজা তপন Click This Link
71) কানাডা ডায়েরী ১ লিখেছেন কেএসরথি Click This Link
72) প্যারামাউন্ট- সিরাপ ও সরবতের আদি দোকান । লিখেছেন ভ্রমণ বাংলাদেশ Click This Link
73) ঘুরতে গেছিলুম ইউরোপ- ৫ লিখেছেন ঢাকাবাসী Click This Link
74) ভিসা এন্ড ট্রাভেল । লিখেছেন কিবরিয়া জাহিদ মামুন Click This Link
75) দার্জেলিং ভ্রমন লিখেছেন এফ আই রাজীব Click This Link
76) পোখারা - নেপাল রানী লিখেছেন কামরুন নাহার বীথি Click This Link
77) সাঁজেকে সূর্য নাকি ৩:৩০ টায় ওঠে......!!(ভ্রমন রম্য) লিখেছেন সজল জাহিদ Click This Link
78) চায়ের দেশে দিন রাত্রি // লিখেছেন রোদেলা Click This Link
79) ঢাকা-কোলকাতা-দার্জেলিং-মিরিক পার্ট -১ লিখেছেন ডিএনএ মনির Click This Link
80) Statue of Liberty - এর কিছু ছবি। লিখেছেন প্রবাসী একজন Click This Link
81) সিলেট ভ্রমণ - বিছনাকান্দি (২য় পর্ব) লিখেছেন পগলা জগাই Click This Link
82) ঢাকা-কোলকাতা-দার্জেলিং-মিরিক পার্ট -২ লিখেছেন ডিএনএ মনির Click This Link
83) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ওপেন লেটার অন ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম’ স্বীকৃতি জাতিসংঘের লিখেছেন দরবেশ১ Click This Link
84) আমার অজয়ে সাকা হাফং এর জয়ি কাহিনি( রুমা থেকে থানচি) লিখেছেন সজিব০০৭ Click This Link
85) চায়ের দেশ শ্রীমঙ্গল লিখেছেন মুহিব Click This Link
86) রিছাং ঝর্ণা- উচ্ছ্বাস ও উৎকণ্ঠা... (ভ্রমন সতর্কতা) লিখেছেন সজল জাহিদ Click This Link
87) মরু-সাহারায় অভিযান . . . . . . . . . লিখেছেন ইকবাল হোসেন খালি Click This Link
88) ডেভিস ফল- পর্ব ৭(কাঁকরভিটায় রাত্রিযাপন) লিখেছেন শেরজা তপন Click This Link
89) চলুন ঘুরে আসিঃ Torres del Paine- চিলির এক অপার সৌন্দর্য। লিখেছেন মাহবুবুল আজাদ Click This Link
90) ঘুরে আসুন ছবির মত মনপুরা দ্বীপ থেকে... লিখেছেন এফ আই রাজীব Click This Link
91) রাতজাগা সাজেকে, তোমায় ভেবে... লিখেছেন সজল জাহিদ Click This Link
92) বিছানাকান্দির বুকে লিখেছেন বরতমআন Click This Link
93) ভ্রমন যখন চন্দ্রনাথে লিখেছেন রাফি বিন তোফা Click This Link
94) বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পটে হোটেল ও বাস সংক্রান্ত তথ্য। লিখেছেন এম এম ইসলাম Click This Link
95) সিলেটের "বিছনাকান্দি" যেন স্বর্গের বিছানা লিখেছেন এফ আই রাজীব Click This Link
96) চেনা ব্রাজিলের অচেনা রুপ লিখেছেন মাহবুবুল আজাদ Click This Link

মন্তব্য ৪৭ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্রিয়তে :)

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার, ভ্রমণ সঙ্কলনের সাথেই থাকুন সবসময়। :)

২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

সাহসী সন্তান বলেছেন: যদিও নিজের ব্যক্তিগত অভিমত থেকে বলতে গেলে, ভ্রমণ বিষয়ক পোস্ট গুলো ততটা গুরুত্ব সহকারে দেখা হয় না। তারপরেও এমন একটা কষ্টসাধ্য পোস্টের জন্য অবশ্যই আপনার ধন্যবাদ প্রাপ্য!


আপনার পোস্টটা বিশ্লেষণ করে বলতে গেলে বলতে হয়, একের ভিতর সব.....!!


চমৎকার এই কষ্ট সাধ্য পোস্টের জন্য অনেক অনেক শুভ কামনা!

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলে ভ্রমণ সঙ্কলনটা করে যাচ্ছি মূলত আমার মত কিছু ভ্রমণ পাগলদের সাথে নিয়ে। তবে, যারা নিয়মিত ভ্রমণ করেন, তারা কিন্তু ভ্রমণ পোস্টের জন্য মুখিয়ে থাকেন। অনেকে এই ভ্রমণ পোস্ট দেখে ভ্রমণ প্ল্যানিং করেন, ভ্রমণের সময় সাথে রাখেন। আসলে ভ্রমণ সঙ্কলন ভ্রমণপ্রিয়দের কাছে সবচেয়ে মুল্যবান। কিছু ব্লগার সারা মাস অপেক্ষায় থাকেন এই ভ্রমণ সঙ্কলনের জন্য, যা তারা পোস্টে এসে নানান সময়ে জানিয়ে গেছেন।

ধন্যবাদ সাহসী সন্তান, বরাবরের মত সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়। :)

৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০০

গেম চেঞ্জার বলেছেন: সাবাস!! বস! তয় ম্যাক্সিমামই পড়া আছে।

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনি এখন সামু'র নিয়মিত ছাত্র, তাই সব কমন পড়াটাই স্বাভাবিক। আপনাকে দেখে অপূর্ণ ভ্রাতা'র কথা মনে পড়ে যায়। মাঝে মাঝে সন্দেহ হয়, অপূর্ণ ভ্রাতার ব্লগীয় জমজ নয়ত? ;)

৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: ভ্রমণ ব্যাংক !!! আপনি মনে হয় খুব ভ্রমণ পিপাসু । ভ্রমণ নিয়ে আগ্রহটা দেখলেই বোঝা যায় । খুব দারুণ কিন্তু !!!

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভ্রমণ ব্যাংক মন্দ বলেন নাই। আর হ্যাঁ, আমি খুব ভ্রমণ পিপাসু। আমার মোট পোস্টের অর্ধেকের বেশী পাবেন ভ্রমণ বিষয়ক। :)

৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২২

দীপংকর চন্দ বলেছেন: অনেক পরিশ্রমী আয়োজনের প্রতি শ্রদ্ধা থাকছে।

অনিঃশেষ শুভকামনা ভাই।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

এবং প্রিয়তে অবশ্যই।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ দীপংকর চন্দ ভ্রাতা, সাথে থাকার জন্য কৃতজ্ঞতা রইল। ভালো থাকুন সবসময়।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫

ঘুড়তে থাকা চিল বলেছেন: প্রিয়তে ।
+++++

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ চিল সাহেব ;)

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮

কামরুন নাহার বীথি বলেছেন: উৎসর্গঃ এই মাসের সংকলনটি আমি উৎসর্গ করছি সামু ব্লগের সবার প্রিয় ব্লগার, আমার অতি পছন্দের ভ্রমণসঙ্গী, সদা হাস্যমুখ, মিতভাষী এবং সর্বোপরি সাদা মনের মানুষ কামালউদ্দিন কামাল ভাইকে। ----------

কামাল ভাইকে সাথে নিয়ে ঘুরবেন, আর পোষ্ট উৎসর্গ করবেন!
কেন? আমরা কি দোষ করেছি শুনি?????? :)

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কি দোষ করেছেন সেটা সময় হলেই জানতে পারবেন। আপাতত বলি এর আগেও ভ্রমণ সংকলন সামু ব্লগের রেজওয়ানা আপু, জুন আপু, ভ্রমণ বাংলাদেশ প্রভৃতিদের উৎসর্গ করা হয়েছে, এই ধারা সামনেও অব্যাহত থাকবে আশা করি। তাই চোখ রাখুন চ্যানেল ৪২০'র পর্দায়, ভ্রমণের সাথে, ভ্রমণের পাশে। ;)

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বীথি আপু, বোকা মানুষ নয়, কামাল ভাই আপনাকে কিছু বলতে চায়... নীচে কমেন্টে খিয়াল করুন :P

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৬

কামরুন নাহার বীথি বলেছেন: আমার এই লেখা ব্লগ সঞ্চালক রেখেছেন ভ্রমণ ব্লগে, আর আপনি রেখেছেন ছবি ব্লগে!! কোনটা কোন ষ্টাইলে লিখব যে, বুঝে উঠতে পারছি না!!! :)

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি আপনার ঐ পোস্টের ছবিগুলোকে বেশী প্রাধান্য দিয়েছি, যদিও আপনি ছবিব্লগ হিসেবে পোস্ট করেন নাই।

সঙ্কলন করার সময় বিভাগভিত্তিক নির্বাচনে পোস্ট সঙ্কটে ভুগতে হয়, যেমন এই সংখ্যায় "সেরা পাঁচ দেশ" বিভাগে চারটি লেখা দিয়েছি। আগের মাসে কোন বিভাগে ছয়টি পোস্টও দেখতে পাবেন। আসলে এই পোস্ট নিজের বিবেচনায় করতে গিয়ে অনেক সময় নানান বিচারিক আঙ্গিকে পোস্ট সিলেক্ট করতে হয়।

আপনাকে অশেষ ধন্যবাদ, এই প্রথম পোস্ট নির্বাচন নিয়ে মন্তব্য পেলাম। এধরনের পারস্পরিক আলোচনার মাধ্যমে এই সঙ্কলন একদিন ভ্রমণ প্রিয় সকলের তথ্যভাণ্ডার হয়ে উঠবে এই কামনা করি।

ভালো থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা রইল।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩

সুমন কর বলেছেন: চমৎকার কাজটি করে যাবার জন্য ধন্যবাদ। যখনই বাহিরে বের হবো, এখানে এসে খুঁজে নেবো।

আমারও একটি পোস্ট কিন্তু ছিল !! (০১ লা অক্টোবর)

শুভ সকাল।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মিস গেল কেম্নে বুঝলাম না বন্ধু :( দেখি এড করে দিবানি। :)

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

অগ্নি সারথি বলেছেন: ভাললাগা। এবার আমার কোন ভ্রমন পোস্ট আছিল না। :( :( :(

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কেনু? কেনু? কেনু? প্রতি মাসে একটা করে ভ্রমণ পোস্ট দিতে হবে, বুঝলেন? :P

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুণ পোষ্ট +++

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারি ভ্রাতা।

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

হাসান মাহবুব বলেছেন: +++++

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬

কাবিল বলেছেন: আপনার ভ্রমণ সংকলন আমার কাছে প্রিয় একটি পোস্ট। কারন সব ভ্রমন পোস্ট গুলো এক সঙ্গে পায়। আপনি কষ্ট করে সংকলন করেন আর আমরা মজা করে পড়ি, এর জন্য একটু অন্য রকম কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আর আপনার এই সিরিজের কারনে ভ্রমন পিপাসুরা আরও অধিক ভ্রমন বিষয়ক পোস্ট করতে স্পৃহা জাগবে।
অনেক শুভকামনা রইল আপনার জন্য।

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ কাবিল, সুন্দর মন্তব্যে ভালোলাগা রইল।

ভালো থাকুন সবসময়।

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

সঞ্জয় নিপু বলেছেন: অনেক ভাল কালেকশন রেখে দিলাম কাজে দিবে আবসরে ।
ধন্যবাদ আপনাকে।

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ সঞ্জয় নিপু, প্রতি মাসে এই ভ্রমণ সঙ্কলন পোস্ট প্রকাশ করা হচ্ছে, এই আয়োজনের সাথেই থাকবেন বলে আশা করি।

১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৮

রক্তিম দিগন্ত বলেছেন:



মানুষ কত ঘুরে বেড়ায়! কত ভ্রমণ পোষ্ট দেয়!
আমি এই একটা জায়গায়ই অপূর্ণ! ভ্রমণ পোষ্ট লিখতে পারলাম না কখনো। :(

যাওয়াই তো হয় না কোথাও আমার!!!
এত এত পোষ্টের সংগ্রহ দেখে - হিংসিত অনুভব করলাম।

বোকা ভাইসাব আমার অনুভূতিতে আঘাত কইরা ঠিক করেন নাই। হরতাল ডাকুম, মামলা করুম। X(

B-)

প্রিয়তে নিলাম। +

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার অনুভূতিতে আঘাত করার জন্য দুঃখিত। আশা করি খুব শীঘ্রই আপনি ভ্রমণে বের হয়ে যাবেন, আর ভ্রমণ শেষে আমাদের সেই ভ্রমণের গল্প শোনাবেন। ধন্যবাদ।

১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডায়েরীটা বেশ খাসা
অতি বড় খাটুনির;
সোজা নয় কম্মোটি
সব পোষ্ট গাঁথুনির।

পোষ্ট পড়ে ভালো লাগে
নই বড় বোদ্ধা;
বোকা আর সাদা ভায়া
দু'জনাকে শ্রদ্ধা।

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কি করি আজ ভেবে না পাই,
ছন্দে ছন্দে বলিল ভাই।
পোস্ট পড়ে লাগলো ভালো তাই
আপনাদেরক শ্রদ্ধা জানাই।

ভালো থাকুন সদা ওহে
সামুর ছন্দ জাদুকর,
মাসে মাসে বসে কিন্তু
ভ্রমণ গল্পের এই আসর।

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৬

সচেতনহ্যাপী বলেছেন: এই লেখাগুলি আমার মত ফাকিবাজদের কষ্ট কে অনেক লাঘব করে দেয়।।কষ্ট করছেন আপনি র মজা লুটছি আমি পদির বাপ।।
এক লেখা থেকেই পেয়ে যাচ্ছি পুরো মাসের খোরাক।।
মিষ্টি খাবেন.......।

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবে খাওয়াবেন? অপেক্ষায় রইলাম। :)

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

সারাফাত রাজ বলেছেন: সমুদ্রে ডুব দিয়ে (প্রতি মাসের ৬/৭ হাজার লেখা থেকে) মুক্তো খুঁজে (ভ্রমণ লেখা বের করে) নিয়ে এসে এই অধমদের মাঝে ছড়িয়ে দেবার জন্য প্রতিদান হিসেবে আপনি অমরত্ত্ব লাভ করবেন।

অনেক অনেক ধন্যবাদ।

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এমন করে বললে কিন্তু খেলব না :(

পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন, ভালো থাকুন সবসময়।

১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: বোকা মানুষ বইলাই আমার মতো আরেক বোকাকে পোষ্ট উৎস্বর্গ করলেন, কি আর করা মাথা পেতে নিলাম

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সেইটা না হয় বুঝলাম, তয় বীথি আপারে কিছু বলি যান, উনি এই উৎসর্গ নিয়ে কি যেন বলেছেন ভ্রাতা... ;)

২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: লিঙ্ক পেয়েও দেরী করে আসার জন্য আন্তরিক ভাবে দুঃখিত হাসান ভাই

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হাসান ভাই ক্যাডা? ;)

২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: নাহার আপু, আপনি আমার পিছে লাগলেন ক্যানো........চলেন বেড়িয়ে পড়ি, সব না হয় আপনার খরচায়ই হবে :-B

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বীথি আপু আপ্নেরে কলকাতা ট্যুরের জন্য মোয়াল্লেম নিযুক্ত করেছেন, আমি আছি মোয়াল্লেমের এসিস্ট্যান্ট হিসেবে ;)

২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

সাদা মনের মানুষ বলেছেন: বোকা মানুষটারে প্রায়ই আমি ভুল করে হাসান ভাই ডেকে ফেলি =p~

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: =p~ =p~ =p~

২৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

এহসান সাবির বলেছেন: আমার ভ্রমন পোস্ট এ্যাড হয়নি B-))

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পথ চেয়ে বসে আছি, কবে পাবো তার দেখা!!! =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.